এক ওভারে ৫ উইকেট: টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য কীর্তি প্রিয়ান্দানার

ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানাইন্দোনেশিয়া ক্রিকেট

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১ ওভারে ৫ উইকেট নিয়েছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। আজ বালিতে কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এই কীর্তি গড়েন ২৮ বছর বয়সী প্রিয়ান্দানা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, প্রতিটি ডেলিভারির তথ্য সংরক্ষণ শুরুর পর ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এই সংস্করণে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন প্রিয়ান্দানা।

উদয়না ক্রিকেট মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। তাড়া করতে নেমে ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১০৬ রান তুলেছিল কম্বোডিয়া। ১৬তম ওভারে নিজের প্রথম স্পেল করতে এলেন প্রিয়ান্দানা। এসেই ওলট–পালট করে দিলেন সব হিসাব।

প্রথম ৩ বলে সাজঘরে ফেরালেন শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনককে। হয়ে গেল হ্যাটট্রিক! চতুর্থ বলটি ডট দিলেন। কিন্তু ক্ষুধা যেন তখনো মেটেনি। পঞ্চম ও ষষ্ঠ বলে তুলে নিলেন মংদারা সক ও পেল ভেনাককে। মাঝে একটি ‘ওয়াইড’ থেকে ১ রান এসেছিল। ব্যস, ওই ১ ওভারেই কম্বোডিয়ার ইনিংস শেষ। ৬০ রানের বিশাল জয় পেল ইন্দোনেশিয়া। এর আগে ব্যাটিংয়ে ওপেনার হিসেবে নেমে ১১ বলে ৬ রানে আউট হন গেদে প্রিয়ান্দানা। তাঁর ওপেনিং সতীর্থ ধর্ম কেসুমা খেলেন ৬৮ বলে ১১০ রানের ঝোড়ো ইনিংস।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে ১ ওভারে ৫ উইকেট এই প্রথম হলেও ঘরোয়া টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে দুবার ঘটেছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে থাকার কথা আল-আমিন হোসেনের কথা। ২০১৩-১৪ মৌসুমে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে ১ ওভারে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এ ছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন কর্ণাটকের অভিমন্যু মিঠুন।

পেসার আল আমিন হোসেন
প্রথম আলো

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ১৪ বার, যার মধ্যে সবচেয়ে স্মরণীয় হয়ে আছে লাসিথ মালিঙ্গার সেই স্পেল। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন এই লঙ্কান কিংবদন্তি। তবে প্রিয়ান্দানা আজ সবাইকে ছাড়িয়ে গেলেন।

কোনো নির্দিষ্ট বোলার এর আগে ১ ওভারে ৫ উইকেট নিতে না পারলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ ওভারে ৫ উইকেট পড়ার ঘটনা কিন্তু আছে। সেটা ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে। সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার ইনিংসে শেষ ওভারে প্রথম ২ বলে উইকেট নেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তৃতীয় ও চতুর্থ বলে রানআউট হন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান। পঞ্চম বলটি ‘ডট’ হওয়ার পর শেষ বলে আবার উইকেট নেন আমির।

আরও পড়ুন