বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের নেতৃত্বে উইলিয়ামসন

এক বছরেরও বেশি সময় পর টি–টোয়েন্টি দলে ফিরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনএএফপি

হাঁটুর চোট কেইন উইলিয়ামসনকে গত বছর থেকেই ভোগাচ্ছিল। ভারতে সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের শেষ দিকে খেললেও সাদা বলে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক টি-টোয়েন্টি খেলছেন না এক বছরেরও বেশি সময় হয়ে গেছে।

উইলিয়ামসন সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের নভেম্বরে, ভারতের বিপক্ষে। সেই উইলিয়ামসনই আবার টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। এ বছর নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে কিউইদের নেতৃত্বে থাকছেন তিনিই।

আরও পড়ুন
অনুশীলনে নিউজিল্যান্ড দল
প্রথম আলো

৩৩ বছর বয়সী উইলিয়ামসনের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড দলে ফিরছেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে বিশ্রাম পাওয়া টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসও।

চোটের কারণে টি-টোয়েন্টি দলে নেই লকি ফার্গুসন, ম্যাট হেনরি, হেনরি শিপলি ও মিচেল ব্রেসওয়েল। আর ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার ডেভন কনওয়েকে।

নিউজিল্যান্ড তাদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজটি খেলেছিল গত সেপ্টেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে না থাকা জিমি নিশাম ও বেন সিয়ার্সও বাংলাদেশের বিপক্ষে দলে ফিরেছেন। নিউজিল্যান্ডের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলে ফেললেও দেশের মাটিতে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি সিয়ার্সের। সেদিক থেকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি এই পেসারের জন্য ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি নেপিয়ারে ২৭ ডিসেম্বর। সিরিজের শেষ দুটি ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে।

টি-টোয়েন্টি সিরিজের নিউজিল্যান্ড দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।