- রিশাদের রেকর্ড ৬ উইকেট, ৭৪ রানে জিতল বাংলাদেশ
- মিরাজ ১০–৩–১৬–১
- ৯ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
- অষ্টম উইকেটটি মোস্তাফিজের, জয়ের আরও কাছে বাংলাদেশ
- বাংলাদেশকে সপ্তম উইকেট এনে দিলেন তানভীর
- ১০০ রানে ৬ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
- রিশাদের ৫ম শিকার
- নিজেকে ছাড়িয়ে
- একই ওভারে আবারও উইকেট
- আবারও রিশাদ!
- অ্যাথানেজের পর কার্টিকেও ফেরালেন রিশাদ
- অ্যাথানেজকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দিলেন রিশাদ
- ১০ ওভারে উইকেট নিতে পারেনি বাংলাদেশ
- সাবধানী শুরুর পর ২ ওভারে ২৮ রান ওয়েস্ট ইন্ডিজের
- তৃতীয় ওভারে প্রথম রান ওয়েস্ট ইন্ডিজের
- ২ ওভারে রান করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ
- এত কম রান করে আগে জিতেছে কি বাংলাদেশ
- ২০৭ রানে অলআউট বাংলাদেশ
- ২ ছক্কা মেরে আউট রিশাদ, হ্যাটট্রিক হলো না সিলসের
- নুরুলও আউট
- ৪ রানের জন্য অভিষেকে ফিফটি পেলেন না মাহিদুল
- যেভাবে আউট মিরাজ
- কত দূর যাবে বাংলাদেশ
- অবশেষে বাউন্ডারি পেল বাংলাদেশ
- হোপের দারুণ রিভিউতে ফিরলেন হৃদয়
- হৃদয়ের ফিফটি
- ভাঙল ৭১ রানের জুটি
- আজ কি বাংলাদেশ ৫০ ওভার খেলতে পারবে
- নাজমুল–হৃদয়ের কঠিন সময়
- সাইফের পর বিদায় নিলেন সৌম্যও
- শুরুতেই ফিরলেন সাইফ
- সৌম্যর চারে প্রথম ওভারে ৭ রান
- ব্যাটিংয়ে বাংলাদেশ
- ওয়েস্ট ইন্ডিজের একাদশ
- ভয়ংকর হোপ
- আবহাওয়া কেমন
- মাহিদুলের অভিষেক
- বাংলাদেশের ছন্দে ফেরার সিরিজ
- স্বাগতম
স্পিনেই জিতল বাংলাদেশ
মিরপুরের কালো পিচে যা হওয়ার তাই হয়েছে। ২০৮ রানের লক্ষ্য ছুঁতে নেমে বাংলাদেশের স্পিনারদের কাছেই নাকাল হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। দলটির ওপেনাররা ৫১ রান তুলে ফেললেন এরপর আসা–যাওয়ার মাঝেই ছিলেন অন্যরা।
১২তম ওভারে প্রথম বোলিংয়ে এসে শেষ বলে অ্যালিক অ্যাথানেজকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন রিশাত হোসেন। এই লেগ স্পিনার প্রথম স্পেলে নিয়েছেন আরও ৪ উইকেট। ৭–০–২৫–৫, প্রথম স্পেলে এই ছিল রিশাদের বোলিং বিশ্লেষণ।
বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানেডেতে ৫ উইকেট নেওয়া রিশাদ পরে ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেটটি তুলে নিয়ে গড়েছেন আরও বড় রেকর্ড। বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবেই ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছেন রিশাদ। বাংলাদেশের মাটিতেও কোনো স্পিনারের সেরা বোলিং এটি।
আর আগে ব্যাটিংয়ে ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেই বাংলাদেশের স্কোরটাকে ২০০ পাড় করিয়ে দিয়েছিলেন রিশাদ। ম্যাচসেরার স্বীকৃতিটা আর কাউকে দেওয়ার উপায় রাখেননি এই তরুণ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২০৭ (হৃদয় ৫১, মাহিদুল ৪৬, নাজমুল ৩২, রিশাদ ২৬, মিরাজ ১৭; সিলস ৩/৪৮, চেজ ২/৩০, গ্রিভস ২/৩২)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৯ ওভারে ১৩৩ (কিং ৪৪, অ্যাথানেজ ২৭, হোপ ১৫; রিশাদ ৬/৩৫, মোস্তাফিজ ২/১৬, মিরাজ ১/১৬, তানভীর ১/৪৬)।
ফল: বাংলাদেশ ৭৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: রিশাদ হোসেন
রিশাদের রেকর্ড ৬ উইকেট, ৭৪ রানে জিতল বাংলাদেশ
বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নিলেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার ৩৯তম ওভারের শেষ বলে জেইডেন সিলসকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে অলআউট করে দলকে ৭৪ রানের জয় এনে দিলেন রিশাদ। তাতে ৩–ম্যাচের ওয়ানডেতে সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১–০ ব্যবধানে। সর্বশেষ ১৩ ম্যাচে যেটি ওয়ানডেতে বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়।
সিলসকে গুগলিতে বিভ্রান্ত করে প্রথম স্লিপে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়েছেন রিশাদ। ম্যাচে রিশাদের এটি ষষ্ঠ উইকেট। ৬ উইকেট নিতে ৯ ওভারে ৩৫ রান খরচ করেছেন এই লেগ স্পিনার।
বাংলাদেশের প্রথম স্পিনার ও সব মিলিয়ে চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নিলেন রিশাদ।
ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয়সেরা বোলিং এটি। ২৬ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ডটি ভাগাভাগি করছেন দুই পেসার মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন। এ ছাড়া ৬ উইকেট আছে মোস্তাফিজুর রহমানের (৬/৪৩)।
বাংলাদেশের স্পিনারদের মধ্যে ওয়ানডেতে আগের সেরা বোলিং ছিল তাইজুল ইসলামের। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রভিডেন্সে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশের মাটিতেও কোনো স্পিনারের সেরা বোলিং এখন রিশাদের। আগের রেকর্ডটি ছিল ইশ সোধির। নিউজিল্যান্ড লেগ স্পিনার ২০২৩ সালে মিরপুরেই বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ৩৯ রানে ৬ উইকেট।
মিরাজ ১০–৩–১৬–১
বোলিং কোটা পূরণ করলেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে পুরো ১০ ওভার বোলিং করে আজই সবচেয়ে কম রান দিলেন বাংলাদেশ অধিনায়ক। আগের সর্বনিম্ন ১৮, ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই চট্টগ্রামে।
৯ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজ: ৩৭ ওভারে ১২৭/৯
মোস্তাফিজের স্লো বলে বিভ্রান্ত হয়ে সহজ ক্যাচ তুলে বিদায় নিলেন জাস্টিন গ্রিভস। গ্রিভস ফিরলেন দলকে ১২২ রানে রেখে নবম ব্যাটসম্যান হিসেবে। ১২ রান করেছেন এই ব্যাটসম্যান, মোস্তাফিজ পেলেন দ্বিতীয় উইকেট।
রিশাদের স্পেশাল বোলিং নিয়ে প্রথম আলোর লেখা পড়ুন এখানে....
অষ্টম উইকেটটি মোস্তাফিজের, জয়ের আরও কাছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ: ৩৫ ওভারে ১২২/৮
অবশেষে বাংলাদেশের কোনো পেসার উইকেট পেলেন। ৩৫তম ওভারের প্রথম বলে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ফিরিয়েছেন রোমারিও শেফার্ডকে। টাইমিংয়ে গড়বড় করে বল আকাশে উঠিয়ে মেহেদী হাসান মিরাজের সহজ ক্যাচের শিকার হয়েছেন শেফার্ড। ১২১ রানে ৮ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। জয় থেকে ২ উইকেটের দূরত্বে বাংলাদেশ।
ওভারটায় মাত্র ১ রান দিয়েছেন মোস্তাফিজ।
৯০ বলে ৮৬ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের।
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে কত সালে জানেন, ম্যাচ দেখার ফাঁকে অংশ নিতে পারেন কুইজে।
বাংলাদেশকে সপ্তম উইকেট এনে দিলেন তানভীর
ওয়েস্ট ইন্ডিজ: ৩৪ ওভারে ১২১/৭
নিজের শেষ ওভারে এসে প্রথম উইকেট পেলেন তানভীর ইসলাম। এই বাঁহাতি স্পিনার নিজের ১০ম ও ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বলে আউট করেছেন শাই হোপকে। হোপের ব্যাটের ওপরের অংশ ছুঁয়ে বল আশ্রয় নেয় উইকেটকিপার নুরুল হাসানের গ্লাভসে। আম্পায়ার আঙুল তুলেছে সঙ্গে সঙ্গেই। ১১৮ রানে সপ্তম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ১৫ রান করেছেন শাই হোপ।
তানভীর ১০–১–৪৬–১
১০০ রানে ৬ উইকেট নেই ওয়েস্ট ইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজ: ২৯ ওভারে ১০১/৬
গুড়াকেশ মোতিকে এলবিডব্লু করে বাংলাদেশকে ষষ্ঠ উইকেট এনে দিয়েছেন অধিনায়ক মেহেদীয় হাসান মিরাজ। মিরাজের এলবিডব্লুর আবেদনে সাড়া দিতে দুবার ভাবতে হয়নি আম্পায়ারকে।
৭ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন মিরাজ।
রিশাদের ৫ম শিকার
ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ওভারে ৯২/৫
রিশাদ–ঘূর্ণিতে এলোমেলো ওয়েস্ট ইন্ডিজ। তাঁর লেগ স্পিনে এবার আউট রোস্টন চেজ। ১০০ রানে পৌঁছানোর আগে ওয়েস্ট ইন্ডিজ হারাল ৫ম উইকেট। ৫টিই নিয়েছেন রিশাদ।
অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার পথে বল ছুঁয়ে গেছে চেজের ব্যাট। বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস আর আম্পায়ারের আউট সংকেতের পরও অবশ্য আউট নিয়ে নিশ্চিত ছিলেন না চেজ। নিয়েছিলেন রিভিউ, কাজ হয়নি। ২৪তম ওভারের শেষ বলে ৯২ রানে পঞ্চম উইকেট হারাল ক্যারিবীয়রা।
রিশাদের বোলিং ফিগার: ৭–০–২৫–৫
নিজেকে ছাড়িয়ে
একই ওভারে আবারও উইকেট
ওয়েস্ট ইন্ডিজ: ২২ ওভারে ৮৫/৪
২২তম ওভারের প্রথম বলের পর চতুর্থ বলেও উইকেট নিলেন রিশাদ। এবার আউট করেছেন শারফেন রাদারফোর্ডকে। উইকেটকিপার নুরুলের হাতে ক্যাচ দিয়েছেন মাত্রই উইকেটে নামা রাদারফোর্ড (৩ বলে ০)।
আউট হওয়ার আগের বলেই রাদারফোর্ডের বিপক্ষে এলবিডব্লু চেয়ে রিভিউ নিয়েছিল বাংলাদেশ। পিচিং অফ স্টাম্পের বাইরে হওয়ায় বেঁচে গিয়েছিলেন। কিন্ত সেটা এক ওভারের জন্যই। ৮৩ রানে চতুর্থ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।
আবারও রিশাদ!
ওয়েস্ট ইন্ডিজ: ২১.১ ওভারে ৮২/৩
আবারও রিশাদের উইকেট! এবার শিকার ব্রান্ডন কিং।
২২তম ওভারের প্রথম ডেলিভারি ছিল এটি। বল পিচ করে বেরিয়ে যাওয়ার পথে কিংয়ের ব্যাট ছুঁয়ে যায়। উইকেটকিপার নুরুল হাসান প্রথম দফায় বল হাতে জমাতে পারেননি। তবে নিচে পড়ে যাওয়ার আগমুহূর্তে দ্বিতীয় চেষ্টায় গ্লাভসবন্দি করেছেন। বাংলাদেশের জন্য বড় উইকেট। কিংই এতক্ষণ ওয়েস্ট ইন্ডিজের একপ্রান্ত ধরে রেখেছিলেন। ৬০ বলে করেছেন ৪৪ রান।
অ্যাথানেজের পর কার্টিকেও ফেরালেন রিশাদ
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ৭৯/২
অ্যালিক অ্যাথানেজের বিদায়ের পর উইকেটে এসে ব্রেন্ডন কিংকে ভালো সঙ্গ দিচ্ছিলেন কিসি কার্টি। দ্বিতীয় উইকেটে ২৮ রান যোগ করার পর রিশাদের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নিয়েছেন কার্টি (৩০ বলে ৯ রান)। স্লিপে ক্যাচ দিয়েছেন কার্টি। ৭৯ রানে দ্বিতীয় উইকেট হারাল দলটি।
ম্যাচ জিততে ৩০ ওভারে ১২৯রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে
অ্যাথানেজকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দিলেন রিশাদ
ওয়েস্ট ইন্ডিজ: ১৪ ওভারে ৬৬/১
নিজের প্রথম ওভারেই উইকেট পেয়ে গেলেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারের করা ওভারের শেষ বলে এলবিডব্লু হয়েছেন অ্যালিক অ্যাথানেজ। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার। ১২তম ওভারের শেষ বলে ৫১ রানে পড়ল প্রথম উইকেট। ৩৬ বলে ২৭ রান করেছেন অ্যাথানেজ।
৩ বল ও ১ রান আগেই উইকেটটি পেতে পারত বাংলাদেশ। রিশাদের বলেই দারুণ এক ক্যাচ প্রায় নিয়ে ফেলেছিলেন নাজমুল হোসেন। অল্পের জন্যই ক্যাচটি নিয়ে ব্রেন্ডন কিংকে ফেরাতে পারেননি।
অ্যাথানেজ ফেরার পরের বলেও বেঁচেছেন কিং। অল্পের জন্য স্টাম্পড হতে হতেও হননি ক্যারিবীয় ওপেনার। তানভীর ইসলামের বোলিংয়ে টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউট দেননি। তাঁর বুটের সামান্য অংশ বিহাইন্ড দ্য লাইনে ছিল।
১৪ বছর পর
৫১ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। ২০১১ সালের পর যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দলটির প্রথম ৫০ ছাড়ানো জুটি।
১০ ওভারে উইকেট নিতে পারেনি বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ: ১০ ওভারে ৪৫/০
রান তাড়ায় প্রথম ১০ ওভারে কোনো উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলার। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ৪৫ রান তুলে ফেলেছেন।
সাবধানী শুরুর পর ২ ওভারে ২৮ রান ওয়েস্ট ইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজ: ৭ ওভারে ৩৭/০
প্রথম দুই ওভার মেডেন। পরের ২ ওভারে ২৮ রান। তৃতীয় ওভারে তাসকিনের বলে চার–ছক্কায় ১০ রান নেন কিং। তানভীরের করা পরের ওভারে ৩ চার ও ১ ছক্কায় ১৮ রান তুলেছেন অ্যাথানেজ।
মোস্তাফিজুর রহমানের করা পরের ওভারে এসেছে ৫ রান। সপ্তম ওভারে বোলিংয়ে এসে মেডেন পেয়েছেন অধিনায়ক মিরাজ।
তৃতীয় ওভারে প্রথম রান ওয়েস্ট ইন্ডিজের
ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওভারে ১০/০
প্রথম দুই ওভারে রান তুলতে ব্যর্থ ক্যারিবীয়রা তৃতীয় ওভার শুরু করে চার মেরে। পেসার তাসকিন আহমেদকে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন ব্রেন্ডন কিং। ওভারের পঞ্চম বলে লং অন দিয়ে ছক্কা মেরে দেন কিং। ওভারে এসেছে ১০ রান।
২ ওভারে রান করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ: ২ ওভারে ০/০
বোলিংয়ে ভালো শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারটা মেডেন নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ব্রেন্ডন কিং খেলেছেন ৬টি বল। ওপেনিংয়ে তাঁর সঙ্গী অ্যালিক অ্যাথানেজ।
দ্বিতীয় ওভারেই স্পিনারের হাতে বল তুলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বল করছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তানভীরও কোনো রান দেননি।
এত কম রান করে আগে জিতেছে কি বাংলাদেশ
বাংলাদেশ ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে ২০৭ বা এর কম রান করে জিতেছে তিনটি ম্যাচ।
সর্বনিম্ন ১৭৪ রান করে জয়ের রেকর্ডটা নিউজিল্যান্ডের বিপক্ষে এই মিরপুরেই। ২০১০ সালের ১৭ অক্টোবর রান তাড়ায় ১৭১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সে দিন ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন পেসার রুবেল হোসেন।
২০৭ রানে অলআউট বাংলাদেশ
রোমারিও শেফার্ডের করা শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরেছেন তানভীর ইসলাম। ওই ছক্কায় ২০০ পেরিয়েছে বাংলাদেশ। পরের দুই বলে এসেছে ১টি করে রান। চতুর্থ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হয়েছেন মোস্তাফিজ।
বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট।
মিরপুরের উইকেটে ৫০ ওভার টিকে থাকাটাই ছিল বাংলাদেশের লক্ষ্য। ২ বলের জন্যই লক্ষ্যটা পূরণ হয়নি। আর দলটি ২০০ পেরিয়েছে মূলত রিশাদের ১৩ বলে ২৬ রানের ইনিংসের সৌজন্যেই।
ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়। ওয়ানডে অভিষিক্ত মাহিদুল ইসলাম ফিরেছেন ৪৬ রান করে।
২০৯, ১৭১, ২০৭— শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে সর্বশেষ ৩ ইনিংসে বাংলাদেশের স্কোর। আগের দুটি ম্যাচেই হেরেছিল বাংলাদেশ, প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২০৭ (হৃদয় ৫১, মাহিদুল ৪৬, নাজমুল ৩২, রিশাদ ২৬, মিরাজ ১৭; সিলস ৩/৪৮, চেজ ২/৩০, গ্রিভস ২/৩২)।
২ ছক্কা মেরে আউট রিশাদ, হ্যাটট্রিক হলো না সিলসের
বাংলাদেশ: ৪৯ ওভারে ১৯৮/৯
৪৮তম ওভারে জাস্টিন গ্রিভসকে ছক্কা মারা রিশাদ হোসেন পরের ওভারে ছক্কা মেরেছেন জেইডেন সিলসকে। তবে ২ বল পরেই রিশাদকে বোল্ড করে প্রতিশোধ নিয়েছেন ক্যারিবীয় পেসার। ১৩ বলে ২৬ রান করেছেন রিশাদ। ৪৮.৪ ওভারে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।
পরের বলেই আউট হয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ১৯৮/৯।
হ্যাটট্রিকের সামনে সিলস। হয়নি হ্যাটট্রিক। মোস্তাফিজুর রহমান ঠেকিয়ে দিয়েছেন।
নুরুলও আউট
বাংলাদেশ: ৪৮ ওভারে ১৯০/৭
সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। ৪৭.৩ ওভারে দলকে ১৮২ রানে রেখে বিদায় নিলেন নুরুল হাসান। ১০ বলে ৯ রান করা নুরুল লং অনে ক্যাচ দিয়েছেন। বাংলাদেশ কি ২০০ করতে পারবে?
ওভারের শেষ বলে জাস্টিন গ্রিভসকে ছক্কা মেরেছেন রিশাদ হোসেন। ওভারে এসেছে ১৩ রান। বাংলাদেশের ইনিংসে যা সর্বোচ্চ রানের ওভার।
৪ রানের জন্য অভিষেকে ফিফটি পেলেন না মাহিদুল
বাংলাদেশ: ৪৬ ওভারে ১৬৮/৬
বাংলাদেশেরর চতুর্থ খেলোয়াড় হিসেবে ওয়ানডে অভিষেকে ফিফটি করার সুযোগ ছিল মাহিদুল ইসলাম। এই উইকেটকিপার ব্যাটসম্যান ফিরলেন ৪৬ রানে। রোস্টন চেজকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন মাহিদুল। তাঁর ৭৬ বলের ৪৬ রানের ইনিংসটা এই সংস্করণে অভিষেকে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ। ৪৫.২ ওভারে ১৬৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমেছেন রিশাদ হোসেন।
যেভাবে আউট মিরাজ
বাংলাদেশ: ১৫৯/৫
ভালোই খেলছিলেন মিরাজ। তবে ওভারের ৪৪তম ওভারে রোস্টন চেজের বলে সুইপ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন মিরাজ। ১৭ রান করেছেন তিনি।
কত দূর যাবে বাংলাদেশ
বাংলাদেশ: ৪০ ওভারে ১৪০/৪
শেষ ৬০ বলে কত রান করতে পারবে বাংলাদেশ? উইকেটে আছেন ৩৫ রানে ব্যাটিং করা মাহিদুল। ৭ রানে অপরাজিত আছেন অধিনায়ক মিরাজ।
অবশেষে বাউন্ডারি পেল বাংলাদেশ
হোপের দারুণ রিভিউতে ফিরলেন হৃদয়
বাংলাদেশ: ১১৭/৪
ফিফটি করে গ্রিভসের নিরীহ একটা ডেলিভারিতে আউট হয়ে গেলেন হৃদয়। ফিরলেন ৮৯ বলে ৫১ রান করে।
গ্রিভসের করা অফ স্টাম্পের বাইরের শর্ট বলে কাট করতে গিয়ে হোপের হাতে ক্যাচ দিয়েছেন হৃদয়। মাঠের আম্পায়ার শুরুতে আউট দেননি। রিভিউ নিয়ে হৃদয়কে ফিরিয়েছেন হোপ। ম্যাচে এ নিয়ে দ্বিতীয়বার রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
হৃদয়ের ফিফটি
বাংলাদেশ: ১১৩/৩
উইকেটে রান করাটা সহজ নয়। হৃদয়ও ব্যাটিং করেছেন দেখেশুনে। দ্রুতই দুই উইকেট হারানো বাংলাদেশ তাঁর ব্যাটেই কিছুটা পথ খুঁজে পেয়েছে।
হৃদয় ফিফটি করেছেন ৮৭ বলে। ওয়ানডে ক্যারিয়ারে এটি হৃদয়ের ১১তম ফিফটি। সর্বশেষ ছয় ইনিংসে এটি হৃদয়ের চতুর্থ ফিফটি।
অবশেষে বাংলাদেশের এক শ
বাংলাদেশ: ৩১ ওভারে ১০৩/৩
ইনিংসের ১৭তম ওভারে ৫০ রান তুলেছিল বাংলাদেশ। দলটি ১০০ রান তুলতে পেরেছে ৩১তম ওভারে। ৪৫ রান নিয়ে ব্যাটিং করছেন হৃদয়। ১২ রানে ব্যাটিং করছেন মাহিদুল।
ভাঙল ৭১ রানের জুটি
বাংলাদেশ: ২৩ ওভারে ৮১/৩
ধীরগতিতে হলেও বাংলাদেশের ইনিংস টানছিলেন নাজমুল। তবে ইনিংসের ২৩তম ওভারে পেরির বলে ফিরে গেছেন এলবিডব্লিউ হয়ে। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে নাজমুলকে ফিরিয়েছেন শাই হোপ। উইকেটে এসেছেন অভিষিক্ত মাহিদুল।
আজ কি বাংলাদেশ ৫০ ওভার খেলতে পারবে
ধীরগতিতে এগোচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ: ১৭ ওভারে ৫৬/২
অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়েছেন নাজমুল ও হৃদয়। নাজমুল ১৯ রানে অপরাজিত, হৃদয় ব্যাটিং করছেন ২৭ রান নিয়ে।
নাজমুল–হৃদয়ের কঠিন সময়
বাংলাদেশ: ১০ ওভারে ৩৩/২
রোমারিও শেফার্ড, খারি পিয়েরের সামনে কঠিন সময় কাটছে নাজমুল–হৃদয়ের। উইকেটে এরইমধ্যে দেখা যাচ্ছে টার্ন। অনেক বলই যাচ্ছে নিচু হয়ে। সাইফ ও সৌম্যর বিদায়ের পর তাই নাজমুল ও হৃদয়ের অনেকটা টেস্ট মেজাজেই ইনিংস গড়তে হচ্ছে।
সাইফের পর বিদায় নিলেন সৌম্যও
বাংলাদেশ: ২.১ ওভারে ৮/২
সাইফের পথ ধরে তৃতীয় ওভারের প্রথম বলে বিদায় নিয়েছেন সৌম্যও। জেইডেন সিলসের বলে রোস্টন চেজকে ক্যাচ দিয়েছেন ৪ রান করা সৌম্য।
শুরুতেই ফিরলেন সাইফ
বাংলাদেশ: ১.৫ ওভারে ৮/১
দ্বিতীয় ওভারের ৫ম বলে সাইফ হাসানকে এলবিডব্লুর ফাঁদে ফেলে বিদায় করেছেন রোমারিও শেফার্ড। ৬ বলে ৩ রান করেছেন সাইফ।
সৌম্যর চারে প্রথম ওভারে ৭ রান
বাংলাদেশ: ১ ওভারে ৭/০
প্রথম ওভারটা সতর্কতার সঙ্গেই খেলেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। ওভারের শেষ চার বলে মারেন সৌম্য।
ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিং করবে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ
ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।
ভয়ংকর হোপ
আবহাওয়া কেমন
মিরপুরে সকাল থেকে আবহাওয়া রৌদ্রোজ্জ্বল, গরমও অনেক। ক্রিকেটাররা মাঠে এসে ওয়ার্ম আপও শুরু করেছেন। মাঠের বাইরে দেখা গেছে কিছু দর্শক, সংখ্যাটা যদিও খুব বেশি নয়।
মাহিদুলের অভিষেক
ওয়ানডেতে অভিষেক হচ্ছে মাহিদুল ইসলামের। মাঠে তাঁকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান। এর আগে জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলেছেন মাহিদুল। মিডল অর্ডারের সংকট কাটাতে তাঁকে এই সিরিজের দলে রাখা হয়। আজ একাদশেও সুযোগ পেলেন। দেশের হয়ে ওয়ানডে খেলা ১৫৪তম ক্রিকেটার তিনি।
বাংলাদেশের ছন্দে ফেরার সিরিজ
ওয়ানডেতে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতে হার। হার সর্বশেষ চারটি সিরিজেই। ‘প্রিয়’ সংস্করণ ওয়ানডেতেই এখন বাংলাদেশ দলের সবচেয়ে বাজে অবস্থা। মাস ছয়েক আগেই বার্ষিক হালনাগাদের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশে নেমে যায় বাংলাদেশ।
২০০৬ সালের পর যা বাংলাদেশের এই সংস্করণে সর্বনিম্ন অবস্থান। এখান থেকে এক ধাপ ওপরে ওঠার সুযোগ আছে মিরাজদের। সে জন্য এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩–০ তে হারাতে হবে বাংলাদেশের।
স্বাগতম
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সবাইকে স্বাগত।