‘শুধু কথা নয় কাজও করতে হবে’, রবিনসনকে ধুয়ে দিলেন পন্টিং-হেইডেন

ওলি রবিনসনের কড়া সমালোচনা করেছেন রিকি পন্টিং, ম্যাথু হেইডেনরারয়টার্স

শুধু কথায় কাজ হবে না, মাঠে কিছু করে দেখাতে হবে—ইংলিশ পেসার ওলি রবিনসনের উদ্দেশে এমন বলেছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। এজবাস্টন টেস্টে উসমান খাজাকে স্লেজিংয়ের পর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে পন্টিংয়ের নাম নিয়েছিলেন রবিনসন। সেটির কড়া জবাবই দিয়েছেন অস্ট্রেলিয়াকে চারটি অ্যাশেজ সিরিজে নেতৃত্ব দেওয়া পন্টিং। রবিনসনের সমালোচনা করেছেন ম্যাথু হেইডেনও।

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ১৪১ রান করা খাজাকে বোল্ড করেছিলেন রবিনসন। এরপর খাজাকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় তাঁকে। মনে করা হচ্ছে, খাজাকে গালিই দিয়েছিলেন ইংলিশ পেসার। এরপর সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে রবিনসন বলেছিলেন, ‘আমরা সবাই রিকি পন্টিং ও অন্যান্য অজিদের আমাদের সঙ্গে এমন করতে দেখেছি। এখন ভূমিকাটা বদলে গেছে বলে ভালোভাবে সেটি নেওয়া হচ্ছে না।’

আরও পড়ুন

খাজা অবশ্য রবিনসনের অমন আচরণ নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি শুধু বলেছিলেন, ‘সেদিন দর্শকদের অনেক আওয়াজ ছিল, কিছু বুঝতেই পারিনি। আউট হওয়ার পর শুধু বার্মি আর্মিদের আওয়াজ কানে এসেছে। (রবিনসনের কথা) কিছু শুনিনি আসলে।’

উসমান খাজার উদ্দেশে কিছু বলছেন রবিনসন, এজবাস্টন টেস্টে
রয়টার্স

প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি করেন খাজা, শেষ দিনও রবিনসনের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। খাজা সেটি নিয়েও দেখিয়েছেন নির্লিপ্ত প্রতিক্রিয়াই, ‘এদিন তেমন কিছু হয়নি। এটা আসলে বন্ধুত্বপূর্ণ খোঁচাখুঁচি।’

স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দেওয়া পন্টিংও এ নিয়ে চুপ করেই ছিলেন। তবে আইসিসি রিভিউ পডকাস্টে এ নিয়ে মুখ খুলেছেন তিনি। সেখানে রবিনসনকে অ্যাশেজের ইতিহাসের দিকে না তাকিয়ে নিজের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন পন্টিং, ‘যেমনটি বললাম, ওলি রবিনসন যা বলার বলে দিয়েছে। এই ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে খেলেনি, তারা দ্রুতই বুঝবে অ্যাশেজ ক্রিকেট ও ভালো একটা অস্ট্রেলিয়া দলের বিপক্ষে খেলা কেমন। আর গত সপ্তাহের পর যদি ওলি রবিনসনের শিক্ষা না হয়ে থাকে, তাহলে বুঝতে হবে তার কিছু শিখতে বেশ সময় লাগে।’  

আরও পড়ুন

তাঁর নাম টেনে আনা প্রসঙ্গেও চুপ করে থাকেননি পন্টিং, ‘সে কিছু জিনিস বলেছে, মানে আমার নামও এনেছে। একটু অবাক করার মতো ঘটনা। তবে তাতে আমার কিছু যায় আসে না। সে যদি বসে বসে আমার কথা ভাবে, ১৫ বছর আগে আমি কী করেছি তা নিয়ে চিন্তিত হয়, তাহলে এ ম্যাচে যেমন বোলিং করেছে তাতে আসলে বিস্ময়ের কিছু নেই। যদি অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে আপনি এমন কথা বলেন, তাহলে আপনার স্কিলও থাকা লাগে—এ শিক্ষা দ্রুতই হবে তার।’

অ্যাশেজে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং
টুইটার

রবিনসনকে ধুয়ে দিয়েছেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু হেইডেনও। ইংল্যান্ড পেসার প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘যখন প্যাট কামিন্স জো রুটকে দুটি ছক্কা মারল, তখন আরেকজন (রবিনসন), সে তো বিস্মৃত এক ক্রিকেটার হয়ে গেল। একজন ফাস্ট বোলার, যে কি না ঘণ্টায় ১২৪ কিলোমিটার গতিতে বল করে। অথচ কথা বলে বড় বড়। আমার মনে হয় ডেভিড ওয়ার্নারের মতো কেউ বলে–কয়েই তার ওপর চড়াও হতে পারবে।’

এজবাস্টনে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া রবিনসন দ্বিতীয় ইনিংসে নেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন গ্রিনের উইকেট।