নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যা জানা জরুরি

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ঘিরে ১০ দলের অধিনায়কছবি: আইসিসি
আজ দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেয়েদের টি-টোয়েন্টিতে এটি অষ্টম আসর। ১০ দলের এই টুর্নামেন্ট নিয়ে যে তথ্য না জানলেই নয়, সেসব জেনে নিন এবার।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ...?

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছিল ২০০৭ সালে। এর দুই বছর পরই চালু হয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূলত টি-টোয়েন্টি সংস্করণের মাধ্যমেই মেয়েদের ক্রিকেট প্রসারের উদ্যোগ নেয় আইসিসি। গত ১৪ বছরে ৭টি আসর অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষটি ২০২০ সালে।

কবে শুরু হচ্ছে এবারের আসর?

১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের আসর। বাংলাদেশ সময় রাত ১১টায় উদ্বোধনী ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা। ১৭ দিনের টুর্নামেন্টে মোট ম্যাচ ২৩টি। ফাইনাল হবে ২৬ ফেব্রুয়ারি।

খেলা হবে কোথায়?

দক্ষিণ আফ্রিকার তিনটি ভেন্যুতে—কেপটাউন, পার্ল ও গেবেখা (পূর্ব নাম পোর্ট এলিজাবেথ)। এর মধ্যে গ্রুপ পর্বের বেশ কয়েকটি এবং সেমিফাইনাল ও ফাইনাল হবে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

আরও পড়ুন

কতটি দল অংশ নিচ্ছে এবার?

এবারের আসরে খেলছে ১০টি দল।

খেলার ফরমেট কী?

১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপে ৫টি দল। দলগুলো একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল উঠবে সেমিফাইনালে।

এবার একাধিক ম্যাচে জিততে চায় বাংলাদেশ
ছবি: টুইটার

কোন গ্রুপে কে আছে?

বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের ম্যাচগুলো কবে?

বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে। পরের ম্যাচগুলো হচ্ছে যথাক্রমে ১৪ ফেব্রুয়ারি (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া), ১৭ ফেব্রুয়ারি (প্রতিপক্ষ নিউজিল্যান্ড) ও ২১ ফেব্রুয়ারি (প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা)।

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচি

আগের আসরগুলোয় বাংলাদেশ কেমন করেছিল?

এখন পর্যন্ত হওয়া সাত আসরের মধ্যে ৪টিতে খেলেছে বাংলাদেশ। প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১৭ ম্যাচ খেলে মাত্র ২টিতে জিতেছে বাংলাদেশ।

২০১৪ থেকে শুরু করে এটি বাংলাদেশের টানা পঞ্চম অংশগ্রহণ। নির্দিষ্ট সময়ে (৩০ নভেম্বর, ২০২১) র‍্যাঙ্কিংয়ের সেরা সাতে না থাকায় বাছাইপর্ব খেলতে হয়েছে বাংলাদেশকে। বাছাই থেকে বিশ্বকাপ টিকিট কেটেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

আরও পড়ুন

বর্তমান চ্যাম্পিয়ন কে?

অস্ট্রেলিয়া। ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপট অস্ট্রেলিয়ার মেয়েদের। সাতবারের মধ্যে পাঁচবারই ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০২০ আসরে ফাইনালে ভারতকে হারায় তারা।

রোল অব অনার

অস্ট্রেলিয়া ছাড়া শিরোপার জন্য ফেবারিট কারা?

ভারত ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ আসরে রানার্সআপ হয়েছিল ভারত। গত মাসে দক্ষিণ আফ্রিকায় হওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে উপমহাদেশের দলটি। এ ছাড়া একবারের চ্যাম্পিয়ন ও তিনবারের রানার্সআপ ইংল্যান্ডও ফেবারিটের তালিকায়। তবে গত বছর কমনওয়েলথ গেমসে ক্রিকেটে স্বর্ণজেতা অস্ট্রেলিয়াই সবচেয়ে এগিয়ে।

আরও পড়ুন

বিশেষ কী আছে এবার?

আন্তর্জাতিক ক্রিকেটে নারী আম্পায়ার ও নারী রেফারির দায়িত্ব পালন নতুন কিছু নয়। তবে এবারই প্রথম পুরো একটি টুর্নামেন্ট পরিচালনা করবেন নারী রেফারি ও আম্পায়াররা

বাংলাদেশে বসে কীভাবে দেখা যাবে?

স্টার স্পোর্টস ২-তে খেলা দেখানো হবে। এ ছাড়া ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডিতেও দেখা যাবে।