ভারত ম্যাচ নিয়ে ‘বেশি চিন্তা’ করছে না বাংলাদেশ

শ্রীলঙ্কা ম্যাচে ফিফটি করেছিলেন হৃদয় ও সাইফ।এএফপি

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুশীলনের মাঝপথেই সংবাদমাধ্যমের অনুরোধে সাড়া দিলেন মেহেদী হাসান। কথা বলা শুরুর আগে তিনি জানালেন, নেটে ব্যাটিং করতে থাকা ব্যাটসম্যানদের শটে বল এলে যেন তাঁকে সতর্ক করা হয়। চার মিনিটের সংবাদ সম্মেলনেই তা এল দুবার। একবার দৌড়ে ছুটলেও এই অফ স্পিনিং অলরাউন্ডার আরেকবার দাঁড়িয়েই থাকলেন।

বাংলাদেশের পরের ম্যাচটা যাদের বিপক্ষে, বাড়তি সতর্ক না থেকে অবশ্য উপায়ও নেই। মেহেদী যদিও বলছেন, সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচটাকে নাকি আলাদাভাবে দেখছেন না তাঁরা।

এবারের এশিয়া কাপেও গ্রুপ পর্বের সব কটি ম্যাচ জিতে সুপার ফোরে উঠেছে ভারত। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরেও যাত্রাটা ভালো হয়েছে তাঁদের। কাল এই ভারতের বিপক্ষে দুবাইয়ে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জিতে এ ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশও।

কাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদী বলেছেন, ‘বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যেভাবে থাকতে হয়, সেভাবেই আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া—ওভাবে চিন্তা করছি না।’

আরও পড়ুন

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচ খেলে শুধু একটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে দিল্লিতে দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচে এ জয় পায় তারা। পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ ম্যাচ হলে একটা বাড়তি উত্তেজনা দেখা যায় দর্শকদের মধ্যে।

শ্রীলঙ্কা ম্যাচে ২ উইকেট পেয়েছেন মেহেদী হাসান
এসিসি

ক্রিকেটাররা নাকি এসবও আঁচ করছেন না, ‘এসব নিয়ে চিন্তা করছি না। এটা তো (হাইপ) আপনারা তৈরি করছেন বা দর্শকদের মধ্যে আছে। আমরা যেভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছি, ওভাবেই খেলব।’

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে উইকেটশূন্য থাকা পর মেহেদীর খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে। তবে আবার শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে দুটি উইকেট পেয়েছেন তিনি।

মেহেদী বলেন, ‘ভালোর তো কখনো শেষ থাকে না। মনে হলো আরও যদি ভালো করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। একটা ভালো জিনিস যে যখন খেলছে, পারফর্ম করছে। এটা আমাদের দলের জন্য ভালো দিক।’

আরও পড়ুন