রমিজকে আদালতের কথা মনে করিয়ে দিল পিসিবি

সাবেক ক্রিকেটার ও পিসিবির সাবেক প্রধান রমিজ রাজাছবি: টুইটার

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ক্ষমতার পটপরিবর্তন হতেই কাদা–ছোড়াছুড়ি শুরু হয়েছে। চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হওয়া রমিজ রাজা নতুন চেয়ারম্যান নাজাম শেঠির কঠোর সমালোচনা করেছিলেন। পাল্টা ব্যবস্থা হিসেবে রমিজকে আদালতে নেওয়ার হুমকি দিয়েছে শেঠির নেতৃত্বাধীন পিসিবি।

আজ পিসিবির এক বিবৃতিতে আইনি ব্যবস্থার পথে এগোনোর কথা উল্লেখ করে লেখা হয়, ‘পিসিবি বিশ্বাস করে, সাবেক চেয়ারম্যান রাজার বক্তব্যের লক্ষ্য ছিল বর্তমান চেয়ারম্যান শেঠির অনবদ্য সুনাম নষ্ট ও ক্ষতিগ্রস্ত করা। এর সঙ্গে যোগ করা যাচ্ছে যে পিসিবি এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা রক্ষা করার জন্য আইনি প্রক্রিয়া চালানোর অধিকার সংরক্ষণ করে।’

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে চেয়ারম্যান হওয়া রমিজকে সরিয়ে দেওয়া হয় গত বৃহস্পতিবার। আকস্মিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার তিন দিন পর এ বিষয়ে মুখ খোলেন তিনি। ইউটিউব ও টিভি চ্যানেলের সাক্ষাৎকারে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রমিজ।

আরও পড়ুন

বলেন, ‘তারা ক্রিকেট বোর্ডে একপ্রকার আক্রমণই করেছে। এমনকি আমার জিনিসপত্রগুলো নেওয়ারও সুযোগ দেয়নি। ১৭ জনের একটি দল অফিসে আসে। তাদের ভাব দেখে মনে হচ্ছিল, অফিস তল্লাশি করতে যেন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।’

নতুন দায়িত্ব পাওয়া নাজাম শেঠিকে ক্রিকেটের বাইরের লোক উল্লেখ করে রমিজ বলেছিলেন, ‘পাকিস্তান সরকার নাজাম শেঠিকে দায়িত্ব দিতে একজন টেস্ট ক্রিকেটারকে সরিয়ে দিয়েছে, যা খুবই অসম্মানজনক। আমার জীবনে এমন কিছু দেখিনি।’

আরও পড়ুন

ব্যক্তিগত জিনিসপত্র নিতে না দেওয়ার বিষয়ে পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা সালমান নাসির রাজার অভিযোগ প্রত্যাখ্যান করে এটি নিশ্চিত করছেন যে তাঁর জিনিসপত্র আলাদা করে রাখা হয়েছে। এগুলো আজই (বুধবার) রাজার কাছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পৌঁছে দেওয়া হবে। তাঁকে পিসিবিতে ঢুকতে কখনোই বাধা দেওয়া হয়নি। যেকোনো সময় আসতে পারবেন।’