পিচ বদলানোর অভিযোগ নিয়ে আইসিসিতে ভরসা কামিন্সের

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সছবি: রয়টার্স

মেইল অনলাইনের এক প্রতিবেদনে যেন অনেকেই নড়েচড়ে বসেছেন!

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। আইসিসির অনুমতি না নিয়েই ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই ম্যাচের উইকেট পরিবর্তন করেছে বলে বিশেষ প্রতিবেদনে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন।

সেমিফাইনাল জিতে ভারত ফাইনালে উঠতে পারলে ‘তারা একই কাজ করতে পারে’, এমন দাবিও করেছে সংবাদমাধ্যমটি। যদি এমনটা হয় নিঃসন্দেহে সেটা অন্য দলগুলোর জন্য চিন্তার কারণ হতে পারে। যদিও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এ বিষয়ে উদ্বিগ্ন নন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামার আগে আজ আইসিসির ওপরই ভরসা রাখার কথাই জানিয়েছেন কামিন্স।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে কামিন্সের কাছে জানতে চাওয়া হয়েছিল, মেইল অনলাইনের প্রতিবেদন তাঁর চোখে পড়েছে কি না? কোন পিচে খেলা হবে—এ বিষয়ে আইসিসির সিদ্ধান্তে ভারতের প্রভাব থাকতে পারে কি না আর এ বিষয়ে তাঁর কোনো উদ্বেগের জায়গা আছে কি না? কামিন্সের উত্তর, ‘হ্যাঁ, আমি দেখেছি। অবশ্যই আইসিসির স্বাধীন পিচ কিউরেটর আছে, যে পুরো বিষয়টা দেখভাল করে। আমি নিশ্চিত, পিচ যেন কোনো দলকে বাড়তি সুবিধা না দেয়, সেটা তারা নিশ্চিত করবে। তবে এখন পর্যন্ত (বিশ্বকাপে) যতগুলো ম্যাচ খেলেছি, কোনো সমস্যা লক্ষ করিনি।’

ওয়াংখেড়ের পিচ দেখার পর রোহিতের সন্তুষ্টি
ছবি : আইসিসি

আইসিসির এই ইভেন্টে উইকেট প্রস্তুত করা হয়েছে সংস্থাটির কনসালট্যান্ট অ্যান্ডি অ্যাটকিনসনের তত্ত্বাবধানে। কোন ম্যাচ কোন উইকেটে খেলা হবে, এ বিষয়ে আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আগেভাগেই সবকিছু চূড়ান্ত করে রেখেছিলেন অ্যাটকিনসন। কিন্তু মেইল অনলাইন প্রতিবেদনে দাবি করেছে, টুর্নামেন্ট এগিয়ে চলার সঙ্গে অ্যাটকিনসনের সঙ্গে সেই চুক্তিকে আর পাত্তা দেওয়া হয়নি। ভারত-নিউজিল্যান্ড আজকের সেমিফাইনাল ম্যাচটি এমন উইকেটে খেলা হবে, যেখানে এর আগে দুটি ম্যাচ হয়েছে। ভারতের স্পিনারেরা যেন সাহায্য পান, সে জন্যই এমন ব্যবস্থা বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৭ নম্বর উইকেট পূর্বনির্ধারিত ছিল। লিগ পর্বে এ মাঠে অনুষ্ঠিত চার ম্যাচের একটিও ৭ নম্বর উইকেটে খেলা হয়নি। সংবাদমাধ্যমটি দাবি করেছে, আইসিসি ও বিসিসিআইয়ের ৫০ জনের বেশি অফিশিয়ালের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খুদে বার্তা থেকে নিশ্চিত হওয়া গেছে, প্রথম সেমিফাইনাল ম্যাচ ৭ নম্বর উইকেট থেকে সরিয়ে ৬ নম্বর উইকেটে স্থানান্তর করা হয়েছে। লিগ পর্বে এই উইকেটে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও ভারত-শ্রীলঙ্কা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল ম্যাচের উইকেট পাল্টানো নিয়ে অ্যাটকিনসনকে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ম্যাচ শুরুর আগে ধারাভাষ্যকার দিনেশ কার্তিকও বলেছেন, ৬ নম্বর উইকেটেই ম্যাচ হচ্ছে। এই উইকেটে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন।

আরও পড়ুন