৮, ০, ০, ০, ১৫, ১—সূর্যর এই হাল বোঝাচ্ছে ‘সে মানুষ’

ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদবছবি: টুইটার

৮, ০, ০, ০, ১৫, ১—যোগফল ২৪। অর্থাৎ সর্বশেষ ৬ ইনিংসে সূর্যকুমার যাদবের মোট রান ২৪। ক্রিকেটের ব্যাকরণ বইতে নতুন নতুন শট যোগ করা সূর্যর এ কী হাল! উড়তে থাকা ভারতীয় এই ব্যাটসম্যান কেন হঠাৎ মাটিতে আছড়ে পড়লেন? প্রশ্নটা উঠতেই পারে, উঠেছেও।

সূর্যর এই রানখরার কারণ খোঁজার চেষ্টা করেছেন টম মুডি ও শন টেইট। কারণটা যে খুব একটা খুঁজে পেয়েছেন তা নয়, বরং টম মুডির কাছেও সূর্যর এই রানখরা ব্যাখ্যাতীত।

গত বছর সূর্য টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৩১টি। এই ৩১ ম্যাচে ১১৬৪ রান তিনি করেছেন ১৮৭ স্ট্রাইক রেটে, গড়টাও কম নয়—৪৬.৫৬। টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি স্ট্রাইক রেট ও গড় দুটিই একসঙ্গে পাওয়া কঠিন। সেই কঠিন কাজই ধারাবাহিকভাবে করছিলেন সূর্যকুমার।

আরও পড়ুন

যে কারণে ভারত এই ম্যাচ উইনারকে কাজে লাগাতে চেয়েছে অন্য সংস্করণেও। বিপত্তিটা বাধে তখনই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্টে এক ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সূর্য করেন ৮ রান। এরপর ওয়ানডে সিরিজে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনবার শূন্য রানে আউট হন সূর্যকুমার। এবার আইপিএলের প্রথম দুই ম্যাচে ব্যর্থ সূর্য।

ইএসপিএন ক্রিকইনফোর অনুষ্ঠান ‘টাইম আউট’–এ সূর্যর রান না পাওয়ার বিষয়ে কথা বলেছেন অভিজ্ঞ টি-টোয়েন্টি কোচ টম মুডি। টি-টোয়েন্টি ক্রিকেটে কোচ হিসেবে অভিজ্ঞ হওয়ায় স্বাভাবিকভাবেই তাঁর কাছে রানখরার কারণটা জানার আগ্রহ ছিল অনেকের।

তবে এই কোচ সেই উত্তর দিতে পারেননি, ‘আসলে এটা ব্যাখ্যা করা কঠিন। মনে হয় এই ব্যর্থতায় আমরা জানতে পারলাম যে সে মানুষ। মাঠে সূর্য এমন সবকিছু করেছে যে কিছু সময়ের জন্য আমরা তা ব্যাখ্যা করার জন্য সঠিক শব্দ খুঁজে পাইনি। অথচ এখন একেবারেই ভিন্ন চিত্র। হয়তো সে গত ১২ মাসে যে কৌশলে ব্যাটিং করেছে, সেটাই এখন করছে। কিন্তু এখন সে রান পাচ্ছে না।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট সূর্যর রানখরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে উদাহরণ টেনেছেন অস্ট্রেলিয়ান হার্ড হিটার গ্লেন ম্যাক্সওয়েল ও বিরাট কোহলির।

গতকাল চেন্নাইয়ের বিপক্ষে সূর্যকুমার করেছেন ১ রান
ছবি: এএফপি

শন টেইট বলছেন, ‘ম্যাক্সওয়েলের কথাই ধরুন না। ক্যারিয়ারে কখনো খুবই ভালো সময় গেছে, আবার কখনো তার খুবই বাজে সময় কেটেছে। অবশ্যই এখন সূর্যর অনেক সমালোচনা হবে। আর সূর্য অবিশ্বাস্য ক্রিকেটার, তবে ক্রিজে আসার পর আপনি কিন্তু বলবেন না যে বিরাট কোহলির মতো তার ব্যাটিংটা খুব গোছানো। সে আসলে ম্যাক্সওয়েলের মতো। আপনি সূর্যর ব্যাটিং দেখে মাঝেমধ্যে বেপরোয়া বলবেন। সেই বেপরোয়া কৌশল মাঝেমধ্যে ফল নাও দিতে পারে।’

আরও পড়ুন