সাকিব, তামিমের সঙ্গে কী কথা হলো বিশেষ কমিটির

ভারত বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে প্রায় সবার সঙ্গেই কথা বলেছে এনায়েত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিসিবির বিশেষ কমিটি। বাকি ছিলেন শুধু দুজন। একজন বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও আরেকজন বিশ্বকাপ দলে না থাকা সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বিশ্বকাপ দল সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বললেও সাকিব, তামিমের নানা ব্যস্ততায় তাঁদের সঙ্গে বিশেষ কমিটির আলোচনাটা অসম্পূর্ণই থেকে গিয়েছিল। আজ সে আলোচনা সারতে সিলেটে আসেন কমিটির সদস্যরা। এনায়েত হোসেনের সঙ্গে এই কমিটিতে আছেন বিসিবির দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান।

দুজনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না, সেটা এই মুহূর্তে বলতে পারব না।
এনায়েত হোসেন, বিসিবি বিশেষ কমিটির প্রধান

বিপিএলে আজ সাকিবের দল রংপুর রাইডার্স ও তামিমের দল ফরচুন বরিশালের ম্যাচ নেই। সে সুযোগ নিয়েই জাতীয় দলের এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে কথা বলে বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়নে শেষ পর্বের কাজটা সেরে নিয়েছে কমিটি।

সাকিব-তামিমের সঙ্গে আলোচনার পর সিলেট ছাড়ার আগে বিশেষ কমিটির প্রধান এনায়েত হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের যে দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড, আমরা এখন তার শেষ পর্যায়ে আছি। শিগগিরই এটা (প্রতিবেদন) ক্রিকেট বোর্ডকে জমা দিয়ে দেব। যেহেতু ওরা এখানে (সিলেটে), পেয়েছি দুজনকেই।’

সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন বিসিবির বিশেষ কমিটির প্রধান এনায়েত হোসেন
সৌজন্য ছবি

আলোচনা প্রসঙ্গে আরও বিস্তারিত জানতে চাইলে এনায়েত হোসেন বলেন, ‘দুজনকে নিয়ে আলাদা আলাদা বসেছিলাম। আলোচনা গতিশীল ছিল। ফলপ্রসূ হয়েছে কি না, সেটা এই মুহূর্তে বলতে পারব না।’

বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ভবিষ্যৎ করণীয় নিয়েও তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি, ‘শুধু সাকিব-তামিমের বিষয়ে নয়, বাংলাদেশের ক্রিকেটের সব বিষয় নিয়েই কথা হয়েছে। তাদের কাছেও আমরা পরামর্শ চেয়েছি।’

আরও পড়ুন

প্রশ্ন হয়েছে সাকিব-তামিম দ্বন্দ্ব নিয়েও। এটি সমাধান করা সম্ভব কি না, জানতে চাইলে এনায়েত হোসেন বলেন, ‘আপনি যে দ্বন্দ্বের কথা বলছেন আমরা সেটা আমলে আনছি না। এটা স্থায়ী কিছু না। তবে সবকিছুই সমাধানযোগ্য, যদি আপনি সমাধান করতে চান এবং সমাধান করতে জানেন।’

ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়নে বিশেষ কমিটি গঠনের কথা বিসিবি জানায় গত ২৯ নভেম্বর। কমিটিকে যদিও কাজ শেষ করার কোনো সময় বেঁধে দেওয়া হয়নি, তবু সব গুছিয়ে আনার পরও পেরিয়ে গেছে দুই মাস। সব ঠিক থাকলে আগামী মাসে অনুষ্ঠেয় বিসিবির সভায় বিশেষ কমিটি তাদের মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে।

আরও পড়ুন