টি–টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা–মরার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে দারুণ এক ইনিংস খেলেছেন জস বাটলার। ইংলিশ অধিনায়কের করা ৪৭ বলে ৭৩ রানের ইনিংস এ ম্যাচে দলটির জয়ের ভিত গড়ে দিয়েছে। তাঁর এ ইনিংসের পরই ১৭৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড ১৫৯ রানে থেমে গেলে ম্যাচে ২০ রানের জয় পায় বাটলারের দল। দলীয় সাফল্যের পাশাপাশি এ ইনিংস দিয়ে একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়েছেন বাটলার।
দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বাটলার দ্বিতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার মাইলফলক গড়েছেন। এর আগে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে প্রথম এ কীর্তি গড়েছিলেন সাবেক অধিনায়ক এউইন মরগান। বিদায় নেওয়ার আগে ১১৫টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মরগান।
বাটলারের দ্বিতীয় কীর্তিটি অবশ্য আরও বড়। ৭ চার ও ২ ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে টি–টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। ১০০ ম্যাচে বাটলারের রান এখন ২৪৬৮। ম্যাচ খেলায় মরগানের পেছনে থাকলেও, রানে ঠিকই পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ককে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মরগানের রান ২৪৫৮। তৃতীয় স্থানে থাকা অ্যালেক্স হেলস অবশ্য অনেকটা পিছিয়ে আছেন। তাঁর রান ১৯৪০
ইংলিশদের শীর্ষে উঠলেও সব মিলিয়ে এখনো বেশ পিছিয়ে আছেন বাটলার। রান সংগ্রহে সবার ওপরে আছেন বিরাট কোহলি। ১১২ ম্যাচে ৫২.২৭ গড়ে ভারতের সাবেক অধিনায়কের রান ৩৮৬৮।
ম্যাচের পর ব্যক্তিগত অর্জনের উল্লাসের চেয়ে দলের টিকে থাকার স্বস্তি বেশি ছিল বাটলারের কণ্ঠে। ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের পারফরম্যান্স ভালো ছিল না, তবে দলের মধ্যে দারুণ আত্মবিশ্বাস ছিল। সেটিই আজ রাতে মাঠে আমরা দেখিয়েছি।’
ব্যাটিংয়ে এদিন বাটলারকে দারুণ সঙ্গ দিয়েছেন অ্যালেক্স হেলস। ওপেনিংয়ে ৮১ রানের জুটি গড়ার পথে হেলসের ব্যাট থেকে আসে ৪০ বলে ৫২ রান। ম্যাচের অধিনায়কের কাছ থেকে প্রশংসা পেয়েছেন হেলস, ‘হেলস এ ম্যাচে দারুণ খেলেছে।’