পিএসএলে রিশাদের আজ ভিন্ন দিন

পিএসএলে রিশাদের বল আজ হাসেনি।লাহোর কালান্দার্সের এক্স হ্যান্ডল থেকে

৩, ৩, ২—পিএসএলে নিজের প্রথম তিন ম্যাচেই আট উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। তবে আজ চতুর্থ ম্যাচে রিশাদ দেখলেন ভিন্ন দিন। দুই ওভার হাত ঘুরালেও উইকেটের ঘর খালি। আবার ব্যাট হাতে ১৩ বল খেললেও রানসংখ্যাও ১৩-ই।

বলে-ব্যাটে রিশাদের মলিন দিনে ম্যাচ হেরেছে তাঁর দল লাহোর কালান্দার্সও। গাদ্দাফি স্টেডিয়ামে তাদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাবর আজমের পেশোয়ার জালমি।

টস হেরে ব্যাট করতে নামা লাহোর প্রথমে ব্যাট করে ১৯.২ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায়। মাত্র ৪৫ রানে ৬ উইকেটের পতন ঘটলে অষ্টম ওভারেই ব্যাটিংয়ে নামতে হয় রিশাদকে।

বিপর্যয় সামাল দিতে গিয়ে রক্ষণাত্মক খেললে রিশাদের ব্যাট থেকে প্রথম আট বলে আসে মাত্র ২ রান। ইনিংসের দশম ওভারের প্রথম বলে পেসার হুসাইন তালাতকে লং অনের ওপর দিয়ে ছয় মারেন রিশাদ। একই ওভারের শেষ বলে মারেন চারও।

আরও পড়ুন

তবে ইনিংসটা এরপর আর লম্বা হয়নি। পরের ওভারে আলজারি জোসেফকে বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে ক্যাচ দেন মোহাম্মদ হারিসের হাতে। সিকান্দার রাজার ৫২ রানের ইনিংস লাহোরকে নিয়ে যায় ১২৯ রানের পুঁজিতে।

পেশোয়ারের ইনিংসে রিশাদ বল হাতে পান নবম ওভারে। ততক্ষণে ৩ উইকেটে ৬৫ রান তুলে ফেলেছে বাবর আজমের দল। প্রথম ওভারে ১ চারে ৭ আর পরের ওভারে ১ চারে ১১ রান দিয়ে ফেলেন রিশাদ। এরপর আর তাঁকে বোলিংয়ে আনা হয়নি। অবশ্য অন্য বোলাররাও আর সাফল্য এনে দিতে পারেননি।

বাবরের ৪২ বলে ৫৬ ও তালাতের ৩৭ বলে ৫১ রানের দুটি অপরাজিত ইনিংসে ২০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলে পেশোয়ার।

৫ ম্যাচে এটি পেশোয়াদের দ্বিতীয় জয়, সমান ম্যাচে লাহোরের তৃতীয় হার। ১০ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড শীর্ষে এবং ৬ পয়েন্ট নিয়ে করাচি কিংস দ্বিতীয় স্থানে আছে।

আরও পড়ুন