দুবে বোলার—‘প্রমাণ’ দিল ভারত, বাটলার বললেন ৪ ইমপ্যাক্ট বদলি নিয়ে খেলছি
পুনেতে সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে শিবম দুবের কনকাশন বদলি হিসেবে হর্ষিত রানাকে খেলোনোর বিষয়টি যে ইংল্যান্ড মেনে নিতে পারছেন না, সেটি আরও একবার ফুটে উঠেছে জস বাটলারের কথায়। মুম্বাইয়ে গতকাল সিরিজের পঞ্চম ও শেষ টি–টোয়েন্টিতে টসের পর ইংল্যান্ড অধিনায়ক দলে কারা আছেন জানাতে গিয়ে বলেন, চার ইমপ্যাক্ট বদলিও আছে। এতেই থামেননি, এক এক করে নামও বলেছেন।
মজার বিষয় হচ্ছে, আগের ম্যাচে কনকাশন হওয়া দুবেকে গতকালের ম্যাচে খেলিয়েছে ভারত। এমনকি দুবে যে ব্যাটসম্যানের পাশাপাশি একজন বোলারও, সেটি প্রমাণ করার জন্য তাঁকে দিয়ে ২ ওভার বোলিংও করানো হয়েছে।
শুক্রবার পুনেতে দুবে ব্যাটিং করে উঠে যাওয়ার পর ভারতের বোলিংয়ের সময় হর্ষিতকে নামানো হয়। ভারত জানায়, ব্যাটিংয়ের সময় দুবের হেলমেটে বল লাগায় তাঁর কনকাশন হয়েছে। এ ধরনের ঘটনায় চিকিৎসক দলের পরামর্শে ও ম্যাচ রেফারির অনুমোদনে ‘লাইক ফর লাইক’ বা একই ধরনের খেলোয়াড় নামানো যায়। ভারত নামিয়েছিল ফাস্ট বোলার হর্ষিতকে, যিনি বল হাতে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের মিডল অর্ডার গুড়িয়ে দেন।
ম্যাচের পর ইংল্যান্ড অধিনায়ক বাটলার রাখঢাক না রেখেই বলেছিলেন, ভারত একই ধরনের খেলোয়াড় বদলি করেনি। বরং ১১ জনের খেলায় ১২ জন খেলানো হয়েছে খোঁচা দিয়ে হাসতে হাসতে বলেছিলেন, ‘আমি হয়তো পরের ম্যাচে টসের সময় বলব, আমরা ১২ জন খেলোয়াড় নিয়ে খেলছি।’
রোববার মুম্বাইয়ে সিরিজের শেষ টি–টোয়েন্টির টসের সময় শুক্রবার বলা কথাটিই ফিরিয়ে এনেছেন বাটলার। এবার আরও জোরালোভাবে। টসের পর ধারাভাষ্যকার রবি শাস্ত্রী তাঁকে একাদশ নিয়ে জিজ্ঞেস করলে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আজ আমাদের দলে চারজন ইমপ্যাক্ট সাবও আছে। রেহান আহমেদ, সাকিব মাহমুদ, জেমি স্মিথ ও গাস অ্যাটকিনসন।’
‘ইমপ্যাক্ট সাব’ বা ‘ইমপ্যাক্ট বদলি’ ব্যবহার হয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে, বিশেষ করে আইপিএলে। সেখানে প্রতিটি দল একজন খেলোয়াড়কে ব্যাটিং বা বোলিং করিয়ে তাঁর জায়গায় আরেকজনকে নামাতে পারে। এ ক্ষেত্রে ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান বা বোলারের জায়গায় বোলার নামাতে হয় না। বরং দলগুলো একজনকে দিয়ে ব্যাটিং করিয়ে তাঁর জায়গায় বোলার অথবা একজনকে বোলিং করিয়ে ব্যাটসম্যানকেই বদলি করে থাকে।
আইপিএলের এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটে নেই। ভারত দুবের জায়গায় হর্ষিতকে খেলানোয় শুধু ইংল্যান্ডের ক্রিকেটাঙ্গন থেকেই নয়, ভারতের দিক থেকেও কেউ কেউ প্রতিবাদ জানিয়েছেন। কিছুদিন আগে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন সরাসরিই বলেছেন, ‘আমরা কি ভুলে গিয়েছিলাম এটা আইপিএল নয়, আন্তর্জাতিক ম্যাচ ছিল’।
দুবে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেস বোলিং করে থাকেন। তবে সেটি একেবারেই অনিয়মিত। আইপিএলের সর্বশেষ তিন মৌসুমে ৪১ ম্যাচ খেললেও বল করেছেন মাত্র ৩ ওভার। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে গত টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে কাল পর্যন্ত খেলা ১৪ ম্যাচে বল করেছেন ১০ ওভার।
দুবের জায়গায় হর্ষিতের মতো বিশেষজ্ঞ ফাস্ট বোলার খেলানোর বিতর্ক নিয়ে গতকাল সম্প্রচার প্রতিষ্ঠান থেকে ভারত কোচ গৌতম গম্ভীরকে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, ‘দুবে আজ (কাল) ২ ওভার বোলিং করেছে। উইকেটও পেয়েছে ২টি।’
দুবের উইকেট দুটি গুরুত্বপূর্ণও ছিল। আউট করেছেন ফিল সল্ট ও জ্যাকব বেথেলকে। ইংল্যান্ড দল ভারতের ২৪৭ রান তাড়া করতে নেমে ৯৭ রানে অলআউট হয়ে ম্যাচ হেরেছে ১৫০ রানে।