৬.৫ ওভারেই ৮৭ রান, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া

১৮ বলে ৪১ রান করেছেন জেইক ফ্রেজার–ম্যাগার্কএএফপি

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতক জেইক ফ্রেজার-ম্যাগার্কের। অস্ট্রেলিয়ার সেই ব্যাটসম্যান আজ ক্যানবেরায় ঝড় তুললেন জাতীয় দলের হয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ওপেনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ১৮ বলে করেছেন ৪১ রান। ঝড় তুলেছেন জশ ইংলিশও। ১৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন ইংলিশ। এ দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ স্রেফ উড়ে গেছে।

প্রথমে ব্যাটিং করে ২৪.১ ওভারে ৮৬ রানে অলআউট হয়েছিল ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়া রানটা ৬.৫ ওভারেই ছুঁয়ে ফেলে ২ উইকেট হারিয়ে। ২৫৯ বল হাতে রেখে জিতেছে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নদের এটাই সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড। এর আগে ২০০৪ সালে সাউদাম্পটনে যুক্তরাষ্ট্রের ৬৬ রান ২৫৩ বল হাতে রেখে জিতেছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

ম্যাথু ফোর্ডের করা ইনিংসের চতুর্থ ওভারে ২৪ রান তোলে অস্ট্রেলিয়া। ৩ ছক্কা ও ১ চারে এর ২৩-ই করেন ফ্রেজার-ম্যাগার্ক। পরের ওভারের প্রথম দুই বলে আলজারি জোসেফকে আরও দুটি চার মারার পর তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে ক্যাচ তোলেন তিনি। ফ্রেজার-ম্যাগার্ক ফেরার পর অ্যারন হার্ডিকেও অল্পতে ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাতে উনিশ-বিশ কিছুই হয়নি। হবেই বা কীভাবে, পুঁজি যে মাত্র ৮৭ রানের!

৪ উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জেভিয়ার বার্টলেট
এএফপি

নিজেদের ১০০০তম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারে কিওর্ন ওটলিকে এলবিডব্লু করে অস্ট্রেলিয়াকে প্রথম উইকেট এনে দেন এক ম্যাচের বিশ্রাম কাটিয়ে ফেরা পেসার জেভিয়ার বার্টলেট। ১৩ রানে প্রথম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে এরপর ৩৮ রানে নিয়ে যায় অ্যালিক অ্যাথানেজ ও কিসি কার্টির দ্বিতীয় উইকেট জুটি। ১১তম ওভারে মাত্রই দ্বিতীয় ওয়ানডে খেলা পেসার ল্যান্স মরিস কার্টিকে ফেরাতেই ধসের শুরু। ব্যাকওয়ার্ড পয়েন্টে ফুটবলের গোলরক্ষকদের মধ্যে লাফিয়ে দুর্দান্ত এক নিয়েছেন মারনাস লাবুশেন। এরপর দেখতে না দেখতেই আর ১৩ ওভারের মধ্যে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ৭১ থেকে ৮৬—এই ১৫ রানে শেষ ৬ উইকেট হারায় দলটি।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন দ্বিতীয় ওয়ানডে খেলা আরেক পেসার বার্টলেট। প্রথম ওয়ানডেতেও ৪ উইকেট পেয়েছিলেন বার্টলেট। এ ছাড়া ২টি করে উইকেট পেয়েছেন মরিস ও লেগ স্পিনার জাম্পা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার অ্যাথানেজ।

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া
এএফপি

দুই দল এখন খেলবে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি শুক্রবার হোবার্টে।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২৪.১ ওভারে ৮৬ (অ্যাথানেজ ৩২, চেজ ১২, কার্টি ১০; বার্টলেট ৪/২১, মরিস ২/১৩, জাম্পা ২/১৪)।

অস্ট্রেলিয়া: ৬.৫ ওভারে ৮৭/২ (ফ্রেজার–ম্যাগার্ক ৪১, ইংলিস ৩৫*; টমাস ১/৭, জোসেফ ১/৩০)।

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ৩– ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩–০–ত জয়ী।

ম্যাচ ও সিরিজসেরা: জেভিয়ার বার্টলেট।

আরও পড়ুন