হঠাৎ পথ হারিয়ে হার, সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের

পঞ্চম যুব ওয়ানডে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলএসএলসি

ফরিদ হাসান আরেক প্রান্তে দর্শক হয়ে শুধু দেখেই গেলেন— ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর সামিউন বশিরকে সঙ্গে নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন ফরিদ। দুজনের জুটিতে এসেছিল ৫১ রান, জেগেছিল জয়ের আশা।

কিন্তু ১ রানের ব্যবধানে তিন উইকেট হারানোর পর ২৭ রানের হেরে গেল বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে সিরিজটা আজ নিশ্চিত করা হলো। ছয় ম্যাচের সিরিজে আজিজুল হাকিমের দল এখন ৩–২ ব্যবধানে এগিয়ে। সিরিজ নিজেদের করে নিতে চাইলে বৃহস্পতিবার শেষ ম্যাচে হার এড়াতেই হবে।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আজকের ম্যাচটা হয়েছে ‘লো স্কোরিং’। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা লঙ্কান যুবারা ৪২.৩ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে গেছে। জবাবে বাংলাদেশ ৫ ওভার বাকি থাকতে থেমেছে ১৬৯ রানে।

২৭ রানে জিতেছে শ্রীলঙ্কার যুবারা
এসএলসি

লক্ষ্যটা দুইশর নিচে রাখতে বল হাতে সবচেয়ে বড় অবদান ব্যাট হাতে জয়ের আশা জাগানো সেই সামিউনের। তিনি নেন ৩ উইকেট। রিজান হোসেন, সাদ ইসলাম ও ফারহান শাহরিয়ারের শিকার দুটি করে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন আদহাম হিলমাই।

আরও পড়ুন

রান তাড়া করতে নামা বাংলাদেশের শুরুর তিন ব্যাটসম্যানই ফিরে যান ব্যক্তিগত সংগ্রহকে দুই অঙ্কের ঘরে নেওয়ার আগে। এরপর ছোট ছোট সংগ্রহে দলের রান এগিয়ে নিচ্ছিলেন রিজান হোসেন (৫০ বলে ২৫), মোহাম্মদ আবদুল্লাহ (৫৯ বলে ৪২) ও দেবশিষ দেবা (৪৭ বলে ২৪)।

এই তিনজনের বিদায়ের পর ৬ উইকেট হারানো বাংলাদেশের আশা হয়ে ওঠেছিলেন ফরিদ ও সামিউন। কিন্তু ২৬ বলে ৩৭ রান করা সামিউন বোল্ড হতেই বাংলাদেশের ইনিংসে মড়ক লাগে। ৬ উইকেটে ১৫৬ থেকে ৯ উইকেটে ১৫৭ রান হয়ে যায় যুবাদের। পরে সাদ ইসলাম রান আউট হলে ৫ ওভার বাকি থাকতে ১৬৯ রানে অলআউট হয় সফরকারীরা। ৫২ বলে ৩০ রান করে অপরাজিত থেকে যান ফরিদ।

আরও পড়ুন