২০ রান ও শাহিনের চোটের আক্ষেপ বাবরের

চোটের কারণে মাঠৈ ছাড়তে হয়েছে শাহিন আফ্রিদিরছবি: এএফপি

ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জিতেছে ৫ উইকেট আর ১ ওভার হাতে রেখে। স্বাভাবিকভাবেই মনে হতে পারে খুব সহজেই জয় পেয়েছে ইংল্যান্ড। যদিও ম্যাচটা আদতে তেমন ছিল না। ম্যাচটা আরও কঠিন হতো শাহিন শাহ আফ্রিদি চোটে না পড়লে। ম্যাচ শেষে বাবর আজমের কণ্ঠেও ঝরেছে সেই আক্ষেপ।

১৩তম ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ নেওয়ার সময় চোট পেয়েছিলেন আফ্রিদি। খোঁড়াতে খোঁড়াতে মাঠে ছেড়ে বেরিয়ে গেলেও আবার ফিরেছিলেন পাকিস্তানের ফাস্ট বোলার। তবে মাঠে ফিরে তাঁর কাজটা আর করতে পারেননি। ১৬তম ওভার করতে এসে প্রথম বলটা করার সময়ই ভুগছিলেন। পরের বল তো করতেই পারলেন না। তাই আফ্রিদির ওভারের বাকি পাঁচ বল করতে হয়েছে ইফতিখারকে।

ক্রিজে তখন ছিলেন দুজন বাঁহাতি ব্যাটসম্যান। সে কথা ভেবেই হয়তো মোহাম্মদ নেওয়াজকে না দিয়ে ডানহাতি অফ স্পিনার ইফতিখারের ওপরই ভরসা রেখেছিলেন অধিনায়ক বাবর। তবে সে সিদ্ধান্ত কাজে লাগেনি।

আরও পড়ুন

পাঁচ বলে ইংল্যান্ড তুলে নেয় ১৩ রান। ৫ ওভারে ৪১ রানের সমীকরণ থেকে ইংল্যান্ডের সামনে সমীকরণ দাঁড়ায় ৪ ওভারে ২৮ রানে। মূলত এখানেই ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। আক্ষেপ তাই বাবর আজম করতেই পারেন। বাবরের আক্ষেপ আছে আরও।

শেষ ৪ ওভারে পাকিস্তান করতে পেরেছে মাত্র ১৮ রান
ছবি: শামসুল হক

পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান করলেও বাবর, শান মাসুদ ও শাদাব খান পাকিস্তানকে মোটামুটি বড় সংগ্রহের দিকেই নিয়ে যাচ্ছিলেন। তবে স্যাম কারেন–আদিল রশিদকে সামলাতে ব্যর্থ হয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা।

এই দুই বোলারের ৮ ওভারে ৩৪ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে পাকিস্তান। শেষ ৪ ওভারে পাকিস্তান করতে পেরেছে মাত্র ১৮ রান। যে কারণে কাঙ্ক্ষিত স্কোর তুলতে পারেনি বাবরের দল।

আরও পড়ুন

ম্যাচ শেষে এই দুই কারণেই হতাশ পাকিস্তান অধিনায়ক, ‘আমরা ২০ রান কম করেছি , তারপরও যেভাবে সবাই লড়াই করেছে, তা অবিশ্বাস্য। আমাদের বোলিং আক্রমণ অন্যতম সেরা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শাহিনের চোট আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে দেয়নি। কিন্তু এটা খেলারই অংশ। ইংল্যান্ডকে অভিনন্দন।’