অস্ট্রেলিয়ার সঙ্গে যে ভুল আর করতে চান না ফাহিমারা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের লেগ স্পিনার ফাহিমা খাতুনতানভীর আহাম্মেদ

বাংলাদেশের ভুলের কারণেই অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে ২০০ পার করতে পেরেছে—মনে করেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। সাম্প্রতিক সময়ে অন্যান্য দলের তুলনায় তাঁদের বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটাররা বেশি ভুগেছেন বলেও দাবি করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়া বলছে, প্রত্যাশার চেয়েও বেশি কঠিন ছিল প্রথম ম্যাচের কন্ডিশন।

আরও পড়ুন

৭৮ রানে ৫ উইকেট হারানোর পরও প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া তোলে ২১৩ রান, সে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ৯৫ রানেই। মাঝের ওভারগুলোর এলোমেলো বোলিংয়ের সঙ্গে ক্যাচ হাতছাড়া আর বাজে ফিল্ডিংয়ের কারণেই অস্ট্রেলিয়া ২০০ পেরোয় বলে মনে করেন প্রথম ম্যাচের শেষ ওভারে রেকর্ড ২৯ রান দেওয়া ফাহিমা।

আজ সংবাদ সম্মেলনে ফাহিমা বলেছেন, ‘আমরা যেভাবে শুরু করেছিলাম বোলিংয়ে, আমাদের লক্ষ্য ছিল আমাদের যে শক্তি আছে, সেটা দিয়ে ওদের অল্প রানে আটকানো। তারা অনেক বড় দল, (তবে) আমরা সেভাবে চিন্তা করিনি। আমরা চেষ্টা করেছি আমাদের যে শক্তি আছে, (সেটা দিয়েই) আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করেছি। আমরা অনেকটাই ভালো বোলিং করেছি, হ্যাঁ, মাঝখানে একটু ক্যাচ মিস হয়েছে, মিসফিল্ডিং ছিল। এ কারণে তারা রানটা ২০০ পার করতে পেরেছে।’

অনুশীলনে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ শেরেবাংলা স্টেডিয়ামে
তানভীর আহাম্মেদ

সব মিলিয়ে প্রথম ম্যাচে নিজেদের বোলিং নিয়ে বেশ সন্তুষ্টই বাংলাদেশের অভিজ্ঞ লেগ স্পিনার, ‘আমি মনে করি আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে। অন্যান্য দলের বিপক্ষে তারা তিন শর বেশি রান করেছে। আমি মনে করি আমাদের বোলারের বিপক্ষে তারা ভুগেছে। আমাদের ভুলের কারণেই তারা দুই শ পার করতে পেরেছে।’

ফাহিমার কথার পক্ষে অবশ্য পরিসংখ্যানও আছে। আগে ব্যাটিং করে সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে এবারই সবচেয়ে কম রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। তবে স্বাভাবিকভাবেই কন্ডিশনটাও এখানে বড় বিবেচ্য। মিরপুরের উইকেট যেকোনো দলের জন্যই ব্যাটিংয়ের জন্য সহজ নয় মোটেও, সফরকারী দলগুলো এখানে ভোগে নিয়মিতই।

আরও পড়ুন

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংস ধরে রাখা অ্যানাবেল সাদারল্যান্ড এ কন্ডিশনকে বলছেন প্রত্যাশার চেয়েও বেশি কঠিন, ‘অনেক কঠিন কন্ডিশন ছিল, আমরা যা ভেবেছিলাম তার চেয়েও কঠিন। এমন কঠিন কন্ডিশনে মানিয়ে নিতে পেরে আমি খুশি। যেভাবে বল ঘুরছিল ও বাউন্স করছিল। তবে এটিই দেখিয়েছে, ইনিংসজুড়েই জুটি কেমন গুরুত্বপূর্ণ। নিজের উইকেটের মূল্য বুঝতে হবে। টিকে থাকতে হবে, পরে গিয়ে যাতে সুবিধা তোলা যায়। কঠিন কন্ডিশনে সময় কাটাতে পেরে খুশি।’

দলের লক্ষ্য প্রসঙ্গে বলতে গিয়ে সাদারল্যান্ড বলছেন, উন্নতির কিছু জায়গা ঠিক করতে পেরেছেন। সেসব নিয়েই পরিকল্পনা করছেন তাঁরা। আর ফাহিমা বারবারই বললেন ভুল শুধরানোর কথা ‘আমি মনে করি একই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার কথা যদি বলি, টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছিল, শেষ ওভার আমাকে দেওয়া হয়েছিল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, হয়তোবা সে (কিং) ভালো খেলে ফেলেছে। এটা ক্রিকেটের একটা অংশ। কাল আমরা ভালো খেলার চেষ্টা করব।’

অনুশীলনে কোচের সঙ্গে সলাপরামর্শ খেলোয়াড়দের
তানভীর আহাম্মেদ

ফাহিমার মতে, সিরিজে টিকে থাকার ম্যাচে বাংলাদেশ দলের পরিকল্পনাও সরলই, ‘ফিল্ডিং গ্রুপ গত কয়েক মাস অনেক কষ্ট করেছি। হয়তো হয়ে গেছে হঠাৎ করে মিস। না হলে অস্ট্রেলিয়ার মতো দলকে ১৫০-এর নিচে রাখতে পারতাম। তবে কালকের ম্যাচেও আমাদের লক্ষ্য থাকবে—বোলিংয়ের যে শক্তি, সেটির পাশাপাশি (ভালো) ফিল্ডিং করে ওদেরকে যত কম রানের মধ্যে আটকে রাখা (যায়)। আর আগে ব্যাটিং করলে অবশ্যই হেলদি টার্গেট দেওয়ার চেষ্টা করব।’

প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিও মিরপুরে শুরু সকাল ৯-৩০ মিনিটে।

আরও পড়ুন