ভারতের সামনে আইসিসিকে অসহায় দেখছেন আফ্রিদি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিছবি : টুইটার

এশিয়া কাপ নিয়ে সংশয় দূর হওয়ার কোনো লক্ষণ নেই। ২০২৩ সালে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত তাতে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। আর ভারতকে ছাড়া এশিয়া কাপ আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কী লাভ, প্রশ্ন আছে সেটা নিয়েও।

আরও পড়ুন
আরও পড়ুন

এসিসির সভাপতি জয় শাহ নিজেই ভারতীয়। সম্ভবত এ কারণেই কিছুদিন আগে এসিসির এক শীর্ষ বৈঠকে এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথাবার্তা হয়েছিল। এদিকে পাকিস্তানও হুমকি দিয়ে রেখেছে, এশিয়া কাপ খেলতে ভারত না এলে এ বছরের শেষ দিকে সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলবে না পাকিস্তান। তাই এশিয়া কাপ এসিসির বিষয় হলেও এই টুর্নামেন্ট নিয়ে সৃষ্ট জটিলতায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও জড়িত।

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অবশ্য মনে করেন, পাকিস্তান মুখে হুমকি দিলেও কার্যত তাদের পক্ষে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বর্জন করা মোটেও সম্ভব নয়। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘এশিয়া কাপ পাকিস্তানেই হওয়ার কথা। কিন্তু ভারত ঘোষণা দিয়ে দিয়েছে, যদি এটা পাকিস্তানে হয়, তাহলে সেখানে অংশ নেবে না। পাকিস্তান এশিয়া কাপ করতে না পারলে ভারত ওয়ানডে বিশ্বকাপে আসবে না বলে জানিয়েছে। কিন্তু আমি মনে করি, পাকিস্তান তা করতে পারবে না।’

ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন
ছবি: এএফপি

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিরও একই মত। তিনিও মনে করেন, পাকিস্তানের পক্ষে এ অবস্থান ধরে রাখা সম্ভব নয়। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আলোচনায় আফ্রিদির ব্যাখ্যা, ‘কেউ যখন নিজের পায়ে শক্ত করে দাঁড়াতে অক্ষম, তখন কোনো বিষয়ে শক্তিশালী সিদ্ধান্ত নেওয়াটা আসলেই অনেক কঠিন। এখানে অনেক বিষয় চলে আসবে। পাকিস্তানকে এগুলো ভাবতে হবে। ভারত এসব কথা বলার সাহস পাচ্ছে। কারণ, তারা মনে করে তাদের পায়ের নিচে মাটি শক্ত। তারা নিজেদের শক্তিশালী করেছে। সে কারণেই তারা এভাবে কথা বলছে। দিনের শেষে শক্ত সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই নিজেকে শক্তিশালী বানাতে হবে।’

আরও পড়ুন

আফ্রিদি এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া জরুরি মনে করেন, ‘আমি জানি না ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে আসবে কি না, পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কি না, তবে একটা যেকোনো সিদ্ধান্ত হয়ে যাওয়া উচিত। এ ব্যাপারে আইসিসির ভূমিকা অত্যন্ত জরুরি বলেই মনে করেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।’ তবে আইসিসি ঠিকমতো এ ভূমিকা পালনে সক্ষম কি না, সেটি নিয়েও সন্দেহ আছে আফ্রিদির, ‘আমার সন্দেহ আছে ভারতের সামনে আইসিসি ঠিকঠাক নিজেদের ভূমিকা পালন করতে পারবে কি না।’

আফ্রিদি নিজে অবশ্য চান পাকিস্তান ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নিক। পুরো বিষয়টি ভেবেচিন্তে, নির্মোহ সিদ্ধান্ত নেওয়ার পক্ষে আফ্রিদি, ‘আমি মনে করি, পাকিস্তানের উচিত ভারতে বিশ্বকাপে অংশ নেওয়া। এ সিদ্ধান্ত পরিকল্পনা করেই নেওয়া উচিত। একই সঙ্গে পাকিস্তানের অর্থনীতিকেও বাঁচাতে হবে। সবকিছু নির্ভর করছে এ মুহূর্তে বিশ্বে কোন অবস্থানে দাঁড়িয়ে আমরা। সুতরাং আবেগ দিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।’