‘মুরব্বি মুরব্বি...উঁহু উঁহু...সোনামণি সোনামণি, বসো বসো’
মাঠের খেলায় সেরা। রংপুর রাইডার্স টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জিতেছে সব কটিতে। মাঠের বাইরেও দলটি আছে ফুরফুরে মেজাজে। আর সেটি ধরা পড়ছে তাদের ফেসবুক পেজে। এবার দলের দুই তারকা ইফতিখার আহমেদ ও অ্যালেক্স হেলসকে অভিনয় করতেও দেখা গেল। এই দুই বিদেশি ক্রিকেটারের মুখে শোনা গেল সেই বিখ্যাত সংলাপ—মুরব্বি মুরব্বি...উঁহুহু..!
রংপুর ভিডিওটি প্রকাশ করেছে গতকাল। ভিডিওতে ওপেনার হেলস করছিলেন ব্যাটিং অনুশীলন আর ইফতিখার ফিটনেস ট্রেনিং। পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার চেয়ারের ওপরে রাখা কফি কাপ নিতে গেলে পাশে দাঁড়িয়ে থাকা হেলস বলে ওঠেন—‘মুরব্বি মুরব্বি...উঁহুহ উঁহু..!’
ইফতিখার আর চুপ থাকবেন কেন, তিনিও জুড়ে দিয়েছেন—‘সোনামণি সোনামণি, বসো বসো...!’ জনপ্রিয় এ সংলাপটি বেশ কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং।
রংপুরের দর্শকদের পেজে আরও সম্পৃক্ত করতেই হয়তো এমন পোস্ট করেছে রংপুর। আর সেটা কাজেও দিয়েছে। এই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ২২ হাজারের বেশি। মন্তব্য এসেছে প্রায় ৬০০। যা অন্য অনেক পোস্টের চেয়ে বেশি।
অভিনয় করা হেলস এমনিতেই এবারের বিপিএলে বেশ আলোচনায় আছেন। কয়েক দিন আগেই ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। ব্যাট হাতেও খেলছেন দুর্দান্ত। করেছেন এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২১৩ রান। সিলেটের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরিও করেছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। ইফতিখারের অবদানও কম নয়। ৬ ম্যাচে ১৬১ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
রংপুরের পরের ম্যাচ ১৩ জানুয়ারি, খুলনার বিপক্ষে।