আবার হাঁটতে পারবেন কি না, তা নিয়েই সন্দেহ ছিল বেয়ারস্টোর

ছবিটি পুরোনো। জনি বেয়ারস্টো এখন দৌড়াতে পারছেন। মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেনছবি: ইনস্টাগ্রাম

৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জনি বেয়ারস্টো। লম্বা বিরতির পর সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফেরার পর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

গত ৮ মাসে ইংল্যান্ডের এই উইকেটকিপার ব্যাটসম্যান টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে মিস করেছেন ছয়টি টেস্ট। এত দিন পর মাঠে ফিরে বেয়ারস্টো চোটে পড়ার পর সেই কঠিন সময়কে স্মরণ করেছেন। বেয়ারস্টো জানিয়েছেন, তাঁর অবস্থা এতটাই খারাপ ছিল যে ঠিকভাবে আবার হাঁটতে পারবেন কি না, তা নিয়ে ভাবতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন

গত বছর গলফ কোর্সে পা পিছলে বেয়ারস্টোর পায়ের হাড় তিন জায়গায় ভেঙে যায় এবং পায়ের গোড়ালিও সরে যায়। সফল অস্ত্রোপচারের পরও ঠিক কবে মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন না। বেয়ারস্টোর মনেও ভর করেছিল নানা সন্দেহ, ‘আবার হাঁটতে পারব কি না, খেলতে পারব কি না, এ নিয়ে সন্দেহ ছিল। অবশ্যই এই বিষয়গুলো আপনার মনে আসবে। আবার মাঠে ফেরার আগপর্যন্ত অনেকগুলো বিষয় আছে, যা নিয়ে সন্দেহ থাকে। প্রশ্ন জাগে সবকিছু কি আগের মতোই থাকবে?’

চোটে পড়ার আগে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছিলেন বেয়ারস্টো
ফাইল ছবি: এএফপি

চোটে পড়ার আগে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছিলেন বেয়ারস্টো। টেস্টে সে বছর ১০ ম্যাচে ৬টি সেঞ্চুরি করেছেন, ব্যাটিং করেছেন ৬৬.৩১ গড়ে। তিনটি টি-টোয়েন্টি খেলে ৪৯ গড় ও ১৪১.৩৪ স্ট্রাইক রেটে করেছিলেন ১৪৭ রান। অনেক দিন পর মাঠে ফিরে সেই আগের ছন্দটা ধরে রাখতে পারেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন

তবে বেয়ারস্টো যে গত বছরের মতো ছুটতে পারবেন না, সেটা নিশ্চিত করেছেন নিজেই, ‘আমি গত বছরের মতো দৌড়াতে পারব না, কিন্তু তাতে সমস্যা হবে না। নটিংহ্যামশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আমি ১০০ ওভার কিপিং করেছি। প্রক্রিয়াটা ঠিকভাবেই হচ্ছে। এক দিন বিশ্রাম, এরপর অনুশীলন, অনুশীলন, অনুশীলন। ধারাবাহিকভাবে করছি, এখনো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখছি না। চোটের জায়গাটা যদি ফুলে উঠত, তাহলে বুঝতাম, কোনো সমস্যা আছে। তাই ইতিবাচকই মনে হচ্ছে।’

ইংল্যান্ডের টেস্ট দলে যোগ দেওয়ার আগে ইয়র্কশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন এই উইকেটকিপার।

আরও পড়ুন