১ রানের জন্য ২৪ দিনের অপেক্ষা। সেই অপেক্ষা আজ ফুরিয়েছে স্টিভেন স্মিথের। অস্ট্রেলিয়ার চতুর্থ আর ইতিহাসের ১৫তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
স্মিথের সেই রান দেখতে ৮৩৫৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শ্রীলঙ্কায় এসেছেন কয়েকজন অস্ট্রেলিয়ান সমর্থক। গল আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারির গ্রিলে তাঁদের লাগানো ব্যানারটা সকাল সকাল সবার নজর কেড়েছে। স্মিথ তাঁদের হতাশ তো করেনইনি, বরং মাইলফলক ছোঁয়ার পর সেঞ্চুরি করে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন।
স্মিথের আগে সেঞ্চুরি করেছেন ওপেনার উসমান খাজাও, যা শ্রীলঙ্কার মাটিতে তাঁর প্রথম। তবে এই দুজনের সেঞ্চুরির আগে গল মাতিয়েছেন প্রায় দুই বছর পর টেস্টে ওপেন করতে নামা ট্রাভিস হেড। ব্যাট হাতে ঝড় তুলে দারুণ এক ফিফটি করেছেন হেড।
এতেই শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিক বোলারদের হতাশা বাড়িয়ে সফরকারীরা মাত্র ২ উইকেট হারিয়ে ৩৩০ রান তুলে ফেলেছে। খাজা ১৪৭ ও স্মিথ ১০৪ রানে অপরাজিত আছেন।
শেষ বিকেলে গলের আকাশ কালো মেঘে ছেয়ে যায়। কিছুক্ষণ পরেই নামে বৃষ্টি। ফলে আজ খেলা হয় ৮১.১ ওভার। প্রায় ৯ ওভারের ঘাটতি পুষিয়ে নিতে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে, বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টায়।
স্মিথ ১০ হাজারি ক্লাবে ঢুকে যেতে পারতেন ঘরের মাঠেই। কিন্তু ৫ জানুয়ারি ভারতের বিপক্ষে সিডনি টেস্টের তৃতীয় দিনে প্রসিধ কৃষ্ণার বলে যশস্বী জয়সোয়ালের হাতে ক্যাচ দিয়ে যখন ফেরেন, তখন টেস্ট ক্যারিয়ারে তাঁর রান ৯৯৯৯! শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্টে ৯৯৯৯ রানের মাথায় আউট হয়েছিলেন এই তারকা ব্যাটসম্যান।
সেই অপেক্ষা আজ মধ্যাহ্ন বিরতির ঠিক আগমুহূর্তে শেষ হয়েছে স্মিথের। বৃষ্টি নামার কিছুক্ষণ আগে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি। বর্তমানে খেলছেন—এমন ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি স্মিথের। ‘ফ্যাবুলাস ফোরের’ অন্যতম ইংল্যান্ডের জো রুটের সেঞ্চুরি ৩৬টি।
লঙ্কান বোলাররা দিনভর নির্বিষ বোলিং করেছেন। গলের স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে মাত্র একজন পেসার (আসিতা ফার্নান্ডো) নিয়ে খেলতে নেমেছে স্বাগতিকরা। কিন্তু স্পিনাররাও ভালো করতে পারেননি। নিশান পেইরিস, প্রবাত জয়াসুরিয়া, জেফ্রি ভ্যান্ডারসেদের সহজেই সামলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
দিনের দুটি উইকেটই পড়েছে প্রথম সেশনে। ৪০ বলে ৫৭ রান করা হেডকে ফিরিয়েছেন জয়াসুরিয়া। ২০ রান করা মারনাস লাবুশেন হয়েছেন ভ্যান্ডারসের শিকার। পরের দুই সেশন অনায়াসে পার করে দিয়েছেন খাজা ও স্মিথ।
আগামীকাল বোলাররা ঘুরে দাঁড়াতে না পারলে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ওপর বিশাল রানের বোঝা চাপিয়ে দেবে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৮১.১ ওভারে ৩৩০/২
(খাজা ১৪৭*, স্মিথ ১০৪*, হেড ৫৭, লাবুশেন ২০; ভ্যান্ডারসে ১/৯৩, জয়াসুরিয়া ১/১০২)।
* ১ম দিন শেষে।