সিলেট টেস্ট: ধনাঞ্জয়া ও মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

রানের জন্য ছুটছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দারুণ এক জুটি গড়েছেন দুজনশামসুল হক

প্রথম দিনে দ্বিতীয় সেশন শেষে: শ্রীলঙ্কা ১ম ইনিংস ২১৭/৫

সিলেট টেস্টে প্রথম সেশনটা যদি হয় বাংলাদেশ দলের পেসারদের, তাহলে দ্বিতীয় সেশনটি শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার। ৫৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে প্রথম সেশনে দুজন মিলে বিপদমুক্ত করেছেন প্রতি আক্রমণে। এরপর দ্বিতীয় সেশনে নিয়ে গেছেন মোটামুটি ভালো অবস্থানে। ৪৯ ওভারে ৫ উইকেটে ২১৭ রান তুলে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। মেন্ডিস ও ধনাঞ্জয়া দুজনই অর্ধশত করে অপরাজিত আছেন।

আরও পড়ুন

আভাসটা প্রথম সেশনের শেষ দিকেই পাওয়া যাচ্ছি। পাঁচ ব্যাটসম্যান দ্রুত বিদায় নিলেও ক্রিজে আসা মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া খেলেছেন হাত খুলে। ক্রিজে টিকে থাকার চেষ্টা দুজনের একজনও করেননি। মেরে খেলে দ্রুত রান যোগ করাই ছিল তাঁদের লক্ষ্য। দুজনই তাতে সফল হয়েছেন।

মেন্ডিস ও ধনাঞ্জয়ার ভালো ব্যাটিংয়ে নাহিদ রানার মতো এমন আক্ষেপে পুড়তে হয়েছে বাংলাদেশের অন্য খেলোয়াড়দেরও
প্রথম আলো

বল কিছুটা পুরোনো হওয়ার সুবিধাও পেয়েছেন দুই ব্যাটসম্যান। পেসারদের সুইং কিছুটা কমে আসে দ্বিতীয় সেশনে। ফুল লেংথের যে বলগুলোয় শুরুতে সুইং ও সিম মুভমেন্ট হচ্ছিল, বল কিছুটা পুরোনো হওয়ার পর পেসাররা সে সুবিধাটুকু আর পাননি। একই লেংথের বল থেকে সহজেই ড্রাইভ খেলেছেন ধনাঞ্জয়া ও মেন্ডিস।

আরও পড়ুন

শরীফুল ইসলাম ও নাহিদ রানার বলে তরতরিয়ে রান বেড়েছে শ্রীলঙ্কার। নিজের দ্বিতীয় স্পেলে রান দিয়েছেন খালেদ আহমেদও। ওভার প্রতি ৫-এর বেশি রান রেটে ব্যাটিং করায় শ্রীলঙ্কার রান দেড় শ ছাড়ায় বেশ দ্রুতই। ধনাঞ্জয়া অর্ধশত করেন ৫২ বলে, ৫১ বলে অর্ধশত করেন মেন্ডিস। দুজনের রানের গতি কিছুটা কমে আসে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে আসায়।

৮৩ রানে অপরাজিত ধনাঞ্জয়া
শামসুল হক

তবে তাতে দুজনের জুটি ভাঙেনি। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে তাঁরা এগোচ্ছেন শতকের পথে। দ্বিতীয় সেশন শেষে ধনাঞ্জয়া অপরাজিত ৮৩ রানে, ৭৫ রানে মেন্ডিস। ২০০ বলে দুজন জুটি গড়েছেন ১৬০ রানের।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৯ ওভারে ২১৭/৫ (মাদুস্কা ২, করুনারত্নে ১৭, মেন্ডিস ১৬, ম্যাথুস ৫, চান্দিমাল ৯, ধনাঞ্জয়া ৮৩*, কামিন্দু ৭৫* ; খালেদ ৩/৫১, শরীফুল ১/৫৭, নাহিদ ০/৫৮, তাইজুল ০/২৫, মিরাজ ০/২১)—প্রথম দিনে দ্বিতীয় সেশন শেষে।

আরও পড়ুন