পাকিস্তানের বিপক্ষে কী করলে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নয়ে উঠবে বাংলাদেশ
টেস্টে দলীয় র্যাঙ্কিংয়েও বাংলাদেশ আছে ৯ নম্বরে, ওয়ানডেতে নয়ে বাংলাদেশ। তবে আজ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা এই সংস্করণের র্যাঙ্কিংয়ের দশে থেকে শুরু করছে লিটন দাসের দল। প্রতিপক্ষ পাকিস্তান এগিয়ে আছে দুই ধাপ, আছে ৮ নম্বরে। তিন ম্যাচের এই সিরিজ শেষে দুই দলেরই যেমন সম্ভাবনা আছে এগোনোর, তবে পেছানোর শঙ্কা আছে শুধু পাকিস্তানেরই। এই সিরিজে ফল কী হলে, টি-টোয়েন্টির দলীয় র্যাঙ্কিংয়ে কী প্রভাব পড়বে...
বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে
পাকিস্তানকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করলেই শুধু টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নয়ে উঠবে বাংলাদেশ। সে ক্ষেত্রে আফগানিস্তান নেমে যাবে দশে। বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০ থেকে বেড়ে ২২৩ হয়ে যাবে। পাকিস্তানের পয়েন্ট ২৩১ থেকে কমে ২২৭ হলেও দলটি আটেই থাকবে।
পাকিস্তান ৩-০ ব্যবধানে জিতলে
বাংলাদেশকে ধবলধোলাই করলেই শুধু টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগোবে পাকিস্তান। সে ক্ষেত্রে দলটি এক ধাপ এগিয়ে শ্রীলঙ্কাকে আটে ঠেলে উঠে যাবে সাতে। ৩-০ ব্যবধানে জিতলে পাকিস্তানের রেটিং পয়েন্ট বাড়বে ২। দলটির বর্তমান পয়েন্ট ২৩১।
বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতলে
১ রেটিং পয়েন্ট বাড়লেও বাংলাদেশ থাকবে দশেই। পাকিস্তানের পয়েন্ট ২ কমলেও দলটি আটেই থাকবে।
পাকিস্তান ২-১ ব্যবধানে জিতলে
পাকিস্তানের রেটিং পয়েন্টও বাড়বে না, দলটি থাকবে আটেই। বাংলাদেশেরও পয়েন্ট ও অবস্থান অপরিবর্তিত থাকবে।
সিরিজ ১-১ ড্র হলে…
যদি একটি ম্যাচ ফল না দেখে ও সিরিজ ড্র হয়, তবে দুই দলেরই পয়েন্ট ও অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতলে
২ পয়েন্ট বাড়লেও বাংলাদেশ থাকবে দশেই। পাকিস্তানের পয়েন্ট কমবে ৩, তবে দলটি থাকবে আটেই।
পাকিস্তান ২-০ ব্যবধানে জিতলে
শ্রীলঙ্কাকে টপকে সাতে উঠে যাবে পাকিস্তান, দলটির পয়েন্ট বাড়বে ২। বাংলাদেশ আগের মতোই দশে থাকলেও ২ রেটিং পয়েন্ট খোয়াবে।