গিলের চোখে যা আইপিএল জয়ের চেয়েও বড়
শুবমান গিলও টেস্টের জয়গান গাইলেন। ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল মনে করেন, ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারলে সেটি আইপিএল জয়ের চেয়েও বড় কীর্তি হবে। রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে অধিনায়কত্বের প্রথম চ্যালেঞ্জেই গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছে ভারত, যার শুরুটা হয়েছে একটু আগে লিডসের হেডিংলিতে।
মাত্র ২৫ বছর বয়সে ভারত টেস্ট দলের অধিনায়ক হয়েছেন গিল। গত ২৪ মে তাঁকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতকে নেতৃত্ব দেওয়ার আগে আইপিএলে গুজরাট টাইটানসকে নেতৃত্ব দিয়েছেন গিল।
আইপিএল খেলে অর্থের ঝনঝনানি থেকে খ্যাতি, সবই পেয়েছেন। তবু তিনি মনে করেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয় অনেক বড় অর্জন।
সংবাদ সম্মেলনে গিল বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আপনি হয়তো দুইবার ইংল্যান্ডে আসার সুযোগ পাবেন। যদি আপনি আপনার প্রজন্মের সেরাদের একজন হন, তখন হয়তো তিনবার। কিন্তু আইপিএলে আপনি প্রতিবছরই সুযোগ পান। আমার কাছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মতো দেশে টেস্ট সিরিজ জয়টাই বড়।’
রোহিতের পর বিরাট কোহলিও টেস্ট থেকে অবসর নিয়েছেন। দীর্ঘদিন ভারতের হয়ে চার নম্বরে খেলেছেন কোহলি। শোনা যাচ্ছে, তাঁর জায়গায় এখন থেকে খেলবেন গিল।
১৩ বছর পর পূজারা, কোহলি, রোহিত, রাহানে ও অশ্বিনকে ছাড়া টেস্টে নেমেছে ভারত।
ইংল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে তরুণ এই দলটিই ভালো খেলার অনুপ্রেরণা হতে পারে বলে মনে করেন গিল, ‘অনেকে বলে, আমাদের দলে অভিজ্ঞতার অভাব। তবে আমার মনে হয়, এটা আমাদের জন্য একটা ইতিবাচক দিকও। আমাদের ওপর কোনো ধরনের মানসিক চাপ নেই। কারণ, এই দলের কেউ আগে ইংল্যান্ডে আসেনি। আমরা সবাই দারুণ অনুপ্রাণিত।’