ভেলপুরি বিক্রেতার কাছ থেকে মা জেনেছিলেন, ছেলে তাঁর ছয় বলে ছক্কা মেরেছে

রবি শাস্ত্রীর ছয় বলে ছয় ছক্কার কীর্তির খবর তাঁর মা এক ভেলপুরি বিক্রেতার কাছ থেকে পেয়েছিলেন। ১৯৮৫ সালে রঞ্জি ট্রফিতে এই ইতিহাস গড়েছিলেন শাস্ত্রী।

ছয় বলে ছয় ছক্কা মারেন শাস্ত্রীফেসবুক

চার দশক কেটে গেছে। তবু ১৯৮৫ সালের জানুয়ারির এক সন্ধ্যার স্মৃতি এখনো স্পষ্ট লক্ষ্মী শাস্ত্রীর মনে। ছেলের কীর্তি বলে কথা! মায়ের নামের সঙ্গে শাস্ত্রী দেখেই হয়তো আন্দাজ করতে পেরেছেন কার কথা বলা হচ্ছে। কীর্তিটা কী? ছয় বলে ছয় ছক্কা।

টি-টোয়েন্টির যুগে এটার মাহাত্ম্য হয়তো খানিকটা কমেছে। প্রতিনিয়ত না হলেও কালেভদ্রে হয়েই থাকে। তবে রবি শাস্ত্রী যখন ছয় বলে ছয়টি ছক্কা মেরেছেন, তখন ক্রিকেট ইতিহাসে এই কীর্তি গড়া দ্বিতীয় ব্যাটসম্যান।

রবি শাস্ত্রী ৬ ছক্কা মেরেছেন রঞ্জি ট্রফির ম্যাচে। মুম্বাইয়ের হয়ে বরোদার বাঁহাতি স্পিনার তিলক রাজের বলে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় বলে ৬ ছক্কা মারা গ্যারি সোবার্স মেরেছিলেন ইংলিশ কাউন্টিতে, নটিংহামশায়ারের হয়ে গ্ল্যামরগনের বাঁহাতি স্পিনার ম্যালকম ন্যাশ।

এখন কেউ কোনো কীর্তি গড়লে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সবখানে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। তখন তো আর এমন ছিল না। ছেলের ৬ ছক্কা মারার কীর্তি লক্ষ্মী শাস্ত্রী জেনেছিলেন এক ভেলপুরি বিক্রেতার কাছ থেকে।

এত বছর পরও সেই দিনের গল্প বলার সময় আবেগ আর গর্বে কাঁপছিল লক্ষ্মী শাস্ত্রীর কণ্ঠ। বোম্বে জিমখানায় ‘স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব মুম্বাই’ আয়োজিত অনুষ্ঠানে ছেলে রবি শাস্ত্রীর হয়ে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করতে গিয়ে ভাগ করে নিয়েছেন নিজের সেই অমূল্য স্মৃতি। যিনি পুরস্কারটি পেয়েছেন, সেই রবি শাস্ত্রী তখন দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যের কাজে ব্যস্ত ছিলেন এজবাস্টনে। আর মুম্বাইয়ের মঞ্চে তাঁর মা শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে ফিরে দেখেছেন ছেলের গৌরবময় অতীত।

আরও পড়ুন

তিনি বলেছেন এভাবে, ‘রবির দেওয়া অনেক স্মৃতিই আমাদের কাছে অমূল্য। কিন্তু যেটা সবচেয়ে স্পষ্ট মনে পড়ে, সেটা ছয় ছক্কার সেই ইনিংস। সবচেয়ে মজার কথা, আমি তখন জানতামই না ও খেলছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে! খবরটা প্রথম দেয় আমাদের ভেলপুরি বিক্রেতা। সে নিজেই সেদিন মাঠে ছিল আর সেটা দেখেছে।’

সেই ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন শাস্ত্রী
ফেসবুক

ঘরে ফেরার পর রবি শাস্ত্রীর কাছে তাঁর মা জানতে চেয়েছিলেন, আজ কী করেছে? ভারতের এই অলরাউন্ডার কী বলেছিলেন জানেন? শুনুন তাঁর মায়ের মুখে, ‘আমি ওকে জিজ্ঞেস করলাম, কী হয়েছে আজ? ওর স্বভাবই ছিল, সবকিছু মুখে বলে না। বলল, “তুমি জানতে চাও আমি কী করেছি? তাহলে সন্ধ্যা ৭টার অল ইন্ডিয়া রেডিও শুনো।”’

আরও পড়ুন

লক্ষ্মী শাস্ত্রী আরও বলেন, ‘আমি আমার স্বামীকে ফোন করলাম, তিনি তখন ক্লিনিকে। বললাম, ৭টার খবর শুনতেই হবে। আমরা বাড়িতে ফিরে শুনি, রেডিওতে ঘোষণা হচ্ছে যে “রবি সোবার্ড সোবার্স (সোবার্সর কীর্তি ছুঁয়েছে)”। আর এই লাইনটাই পরদিন মেরিন ড্রাইভে একটা বিশাল ব্যানারে লেখা ছিল। এটা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি।’

সেই ইনিংসে ১২৩ বলে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন শাস্ত্রী। মাত্র ১১৩ মিনিট খেলে ডাবল সেঞ্চুরি করেন এই অলরাউন্ডার। কম সময়ে ডাবল সেঞ্চুরির এই রেকর্ড টিকে ছিল ৩৩ বছর। রেকর্ডটি ২০১৮ সালে ভাঙেন আফগানিস্তানের শফিকউল্লাহ।