এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগারকারছবি: বিসিসিআই

‘সংবাদ সম্মেলন শেষে আমাকে সচিবের সঙ্গে বসতে হবে এবং পারিবারিক ইস্যু নিয়ে কথা বলতে হবে। তাঁরা আমাকে ডাকছেন’—গতকাল ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করার আগে প্রধান নির্বাচক অজিত আগারকারকে অধিনায়ক রোহিত শর্মার বলা কথাগুলো এখন ভাইরাল।

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, দলের মধ্যে শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে সম্প্রতি ক্রিকেটারদের ১০টি নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এসব নির্দেশনার মধ্যে নিজের মতো করে অনুশীলনে বা ম্যাচ ভেন্যুতে যাওয়ায় যেমন কড়াকড়ি করা হয়েছে, তেমনি সফরে গেলে স্ত্রী-সন্তানদেরও বেশি দিন সঙ্গে না রাখতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট খেলতে না দেওয়া, বেতন-ভাতা থেকে টাকা কেটে নেওয়ার শাস্তিও হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ক্রিকেটারদের।

আমরা যদি নির্দেশনা নিয়ে অবিরাম কথা বলতে থাকি, তাহলে এটা চলতেই থাকবে। এটা কোনো বিদ্যালয় নয়। এটা কোনো শাস্তিও নয়
অজিত আগারকার, বিসিসিআইয়ের প্রধান নির্বাচক

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোরাফেরা করতে থাকা বিসিসিআইয়ের এমন নির্দেশিকা দেখে খুব একটা সন্তুষ্ট নন রোহিত। বিশেষ করে পরিবারকে সঙ্গে রাখার ব্যাপারে বোর্ডের কড়াকড়ি নিয়ে আলোচনা করতেই নতুন সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বসতে চেয়েছেন। সাইকিয়ার সঙ্গে গতকাল হয়তো আলোচনাও হয়েছে রোহিতের।

সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা
ছবি: এএফপি

তবে কাল সংবাদ সম্মেলনে বিসিসিআইয়ের নির্দেশনা নিয়ে জিজ্ঞেস করা হলে রোহিত এসবের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন, ‘কে আপনাদের এই বিষয়ে বলেছে? এটা কি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে?’

আরও পড়ুন

অবশ্য বিসিসিআইয়ের এমন কঠোরতায় প্রধান নির্বাচক অজিত আগারকার কোনো সমস্যা দেখেন না, ‘আমি মনে করি, আমরা যদি (নির্দেশনা নিয়ে) অবিরাম কথা বলতে থাকি, তাহলে এটা চলতেই থাকবে। প্রতিটি দলেরই কিছু নিয়মকানুন আছে। আমরা কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে কথা বলেছি। যেমন আপনি একটি দল হিসেবে কীভাবে উন্নতি করতে পারেন, কীভাবে আরও ঐক্যবদ্ধ থাকা যায়। এটা কোনো বিদ্যালয় নয়। এটা কোনো শাস্তিও নয়।’

আগারকার মনে করেন, দেশের প্রতিনিধিত্ব করার সময় কিছু নিয়মের প্রয়োজন আছে, ‘জাতীয় দলের হয়ে খেলার সময় আপনাকে নিয়মগুলো মানতে হবে। আবার এটাও দেখতে হবে, খেলোয়াড়রা সবাই পরিণত। তাঁরা নিজেদের যোগ্যতার কারণেই মহাতারকা। কিন্তু দিন শেষে আপনি দেশকে প্রতিনিধিত্ব করছেন। কিছু কিছু বিষয় আছে, যেগুলো আপনি সহজাতভাবে অনুসরণ করেন। যেমন প্রতিটি দল করে।’

আগারকার আরও জানান, ১০ নির্দেশনার বেশির ভাগই আগে থেকেই ছিল। সংবাদমাধ্যমগুলো নতুন করে প্রচার করায় এত দিন পর আলোচনায় এসেছে।

অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারের পর রোহিতের দলের প্রতি কঠোর হয়েছে বিসিসিআই
ছবি: এএফপি

সম্প্রতি বোর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়ে গেছে ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা টেস্ট সিরিজ হেরেছে ১০ বছর পর। ভারতীয় দলের ব্যর্থতার দায় অনেকটাই সিনিয়রদের ওপর বর্তেছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি ব্যাট হাতে হতাশ করেছেন, রবিচন্দ্রন অশ্বিন সিরিজের মাঝপথে অবসর নিয়েছেন, রবীন্দ্র জাদেজার পারফরম্যান্সও ছিল গড়পড়তা মানের। সেই সফরে সিনিয়ররা নিজেদের মতো করে ঘোরাফেরা করেছেন, এমন অভিযোগও আছে।

আরও পড়ুন

ভারতীয় দল দেশে ফেরার পর বোর্ডার-গাভাস্কার ট্রফির পারফরম্যান্স পর্যালোচনা করে বিসিসিআই। পরবর্তী সময়ে বোর্ডের সভায় খেলোয়াড়দের জন্য ১০টি সুনির্দিষ্ট বিষয় কঠোরভাবে মেনে চলার তাগিদ দেওয়া হয় বলে জানায় কয়েকটি সংবাদমাধ্যম।