‘গুজরাট ম্যাচেও মোস্তাফিজ চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে’

প্রথম ম্যাচে ৪ উইকেট পেয়েছেন মোস্তাফিজবিসিসিআই

এবারের আইপিএল জয়ে শুরু করেছে চেন্নাই সুপার কিংস। মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারায় তারা। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ চেন্নাই খেলবে গুজরাট টাইটানসের বিপক্ষে। এই ম্যাচের আগে চেন্নাই স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাতিশা পাতিরানা।

গত মৌসুমে চেন্নাইকে শিরোপা জেতাতে বড় ভূমিকা পালন করা ডেথ ওভার বিশেষজ্ঞ পাতিরানা দলে যোগ দেওয়ায় ঘরের মাঠে এই ম্যাচে কি চেন্নাইয়ের একাদশে কোনো পরিবর্তন আসতে পারে? নিউজিল্যান্ডের সাবেক পেসার মিচেল ম্যাকলেনাহান তেমনটা মনে করছেন না। এই পেসারের মতে, চেন্নাইয়ের এই ম্যাচেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন মোস্তাফিজ।

আরও পড়ুন

একাদশে পরিবর্তন আসতে পারে কি না—এ প্রশ্নে ইএসপিএনক্রিকইনফোতে সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমার মনে হয় না; যদিও কোন ধরনের উইকেটে খেলা হবে, তার ওপর নির্ভর করে। আমার মনে হয় মোস্তাফিজুর আবারও চেন্নাইয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পাতিরানা না থাকায় হয়তো নিয়ে কিছু উদ্বিগ্ন ছিল ডেথ ওভারে কী হবে তা নিয়ে। কিন্তু মোস্তাফিজুর প্রথম ম্যাচে ব্যতিক্রম ছিল। ৫-৬ বছর (৮ বছর) আগে টম মুডির সানরাইজার্সে মোস্তাফিজ যেমন ছিল, তাকে দেখে তেমন মনে হয়েছে। এটা চেন্নাইয়ের জন্য দারুণ কিছু হয়েছে।’

পাতিরানা চোট পান গত ৬ মার্চ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান পাতিরানা। সেই চোটে পরের ম্যাচ মিস করেন তিনি। পরে জানা যায় আইপিএলের শুরুর দিকে থাকছেন না পাতিরানা। তাঁর চোটেই মূলত দুয়ার খুলে যায় মোস্তাফিজের, যাঁকে এবারই প্রথম দলে নিয়েছে চেন্নাই। দলের সঙ্গে যোগ দিলেও পাতিরানা ম্যাচ খেলার জন্য কতটুকু ফিট, সেটা এখনো নিশ্চিত নয়। যদিও তাঁর অনুশীলনের ছবিও পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে।

আরও পড়ুন

মোস্তাফিজ প্রথম ম্যাচে পারফর্ম না করায় চোটপ্রবণ পাতিরানাকে নিয়ে এখনই ঝুঁকি না–ও নিতে পারে চেন্নাই। সঙ্গে গুজরাটের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে চেন্নাইয়ে। সাধারণত চেন্নাইয়ের উইকেটে বল গ্রিপ করে অর্থাৎ মোস্তাফিজের কাটারের জন্য আদর্শ জায়গা এই উইকেট। সব মিলিয়ে এই ম্যাচে মোস্তাফিজের খেলার সম্ভাবনাই বেশি।

আজ রাত ৮টায় গুজরাটের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। গত বছর ফাইনালে এই গুজরাটের বিপক্ষেই ২ বলে ১০ রানের সমীকরণ মিলিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই।