দর্শককে মারতে যাওয়া নিয়ে মুখ খুললেন খুশদিল

দর্শকের সঙ্গে খুশদিলের ঝামেলার সেই দৃশ্যএক্স

আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দিনের নয় খুশদিল শাহর। ছয় বছর ধরে খেলছেন পাকিস্তান দলে। কিন্তু শুরু থেকেই প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি শুনতে হয়েছে এই পাকিস্তানি অলরাউন্ডারকে। সর্বশেষ তিনি সমালোচকদের তোপের মুখে পড়েছেন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ চলাকালে। ওই সময় তাঁর সঙ্গে এক দর্শকের ঝামেলা বেঁধেছিল।

অনেকে আবার বলে থাকেন, কখনো পক্ষপাত করে তাঁকে দলে রাখা হয়। ক্যারিয়ারজুড়ে মুখোমুখি হওয়া এসব সমালোচনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন খুশদিল। বর্তমানে পাকিস্তান সুপার লিগে করাচি কিংসে খেলা এই অলরাউন্ডার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আবেগাপ্লুতও হয়ে পড়েছিলেন।

চলতি মাসের শুরুর দিকে নিউজিল্যান্ডে সিরিজের তৃতীয় ওয়ানডের পর খেপে গিয়ে এক দর্শককে মারতে গিয়েছিলেন তিনি। যে ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিবৃতি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)।

ঘটনার তিন সপ্তাহ পর এ নিয়ে মুখ খুলেছেন খুশদিল। যে দর্শকের দিকে তেড়ে গিয়েছিলেন, তাঁর সঙ্গে কী হয়েছিল জানিয়ে খুশদিল জিও নিউজকে বলেন, ‘দর্শক যে কথা বলেছিল, সেগুলো ভাষায় প্রকাশের অযোগ্য। আমি বছরের পর বছর ধরে এমন অপমান সহ্য করে আসছি। কিন্তু এগুলো যখন আমার দেশ বা মা–বাবার উদ্দেশে করা হয়, আমি তো আর চুপ থাকতে পারি না।’

পাকিস্তানের ব্যাটসম্যান খুশদিল শাহ
এএফপি

খুশদিল যোগ করে বলেছেন, ‘সেদিন আমি ব্যক্তিগত অপমান সহ্য করে গেছি। কিন্তু আমার জাতি আর পরিবারের প্রতি অশ্রদ্ধা সীমা অতিক্রম করে গিয়েছিল। এমনটা যদি আবারও ঘটে, আমি একই রকম প্রতিক্রিয়া দেখাব।’

খুশদিলকে পক্ষপাত করে দলে নেওয়ার দাবি অনেকে করে থাকলেও সাক্ষাৎকারে তিনি তা উড়িয়ে দিয়েছেন। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৫টি ওয়ানডে ও ৩১টি টি–টোয়েন্টি খেলা এ ক্রিকেটার বলেছেন, ‘ছয় বছরে আমাকে তিন বা চারবার (বাদ পড়ার পর) দলে জায়গা করতে হয়েছে। কখনো কখনো আমাকে দ্বাদশ খেলোয়াড় করা হয়। কিন্তু আমি আমার ছন্দে থাকা নিয়ে সব সময় কাজ করি, যাতে করে সুযোগ পেলেই দলকে কিছু দিতে পারি।’

আরও পড়ুন

৩০ বছর বয়সী খুশদিল সাক্ষাৎকারের একপর্যায়ে সমর্থক আর সংবাদমাধ্যমের কাছ থেকে সমর্থন না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে ধারাবাহিক সমালোচনায় হতাশ তিনি, ‘আমি সব সময়ই সমালোচনার মুখে পড়ি। আমার পাশে যদি কেউ থাকত, তাহলে মানুষ আমাকে নিয়ে এসব করত না। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কতটা জানে?’

ওয়ানডেতে ৩২.৮০ ও টি–টোয়েন্টিতে ১৮.২৮ গড়ে রান করা খুশদিল এরপর বলেন, ‘তাঁদের উচিত, আগে আমার রেকর্ড দেখা—আমি কীভাবে দলে জায়গা পেয়েছি। আমি কারও আত্মীয় নই—কোনো ক্রিকেটারের ছেলে নই। নই কোনো রাজনীতিকের চাচাতো–মামাতো–ফুফাতো ভাই। আমি সাধাসিধে একটি সম্মাননীয় পরিবার থেকে এসেছি।’

বোর্ডে বা টিম ম্যানেজমেন্টে ঘনিষ্ঠ কেউ নেই বলে সমর্থক ও সংবাদমাধ্যমের প্রতি একটা আহ্বানও জানান খুশদিল, ‘এসব সমালোচনা আমার ওপর প্রভাব ফেলে না। কিন্তু আমার পাশে কেউ থাকলে তারা (সমালোচকেরা) চুপ থাকত। যেসব সেঞ্চুরি দলের জয়ে কোনো অবদান রাখে না, এর চেয়ে আমার ২০–২৫ রানের ইনিংস দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন