সম্প্রচার শেষ ০৪ ডিসেম্বর ২০২১

তৃতীয় সেশনে একটি বলও হলো না

০৩: ২৮ , ডিসেম্বর ০৪

স্বাগতম!

শেরোংলা স্টেডিয়ামে আজ দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারে মুমিনুল হকের দল।

কিছুক্ষণ পরই টস করতে নামবেন দুই দলের অধিনায়ক।

০৩: ৩২ , ডিসেম্বর ০৪

ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস করতে নেমেছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ দল।

বাবর আজম জিতেছেন টস। তিনি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। মুমিনুল জানালেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।

০৩: ৩৮ , ডিসেম্বর ০৪

বাংলাদেশ দল

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, ইবাদত হোসেন।

মোট তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আবু জায়েদের জায়গায় সুযোগ পেয়েছেন খালেদ হোসেন। ইয়াসির আলীর জায়গায় ফিরেছেন সাকিব এবং সাইফ হাসানের জায়গায় আন্তর্জাতিক অভিষেক হচ্ছে মাহমুদুলের।

০৩: ৪০ , ডিসেম্বর ০৪

পাকিস্তান দল

আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নোমান আলী ও শাহিন আফ্রিদি।

০৩: ৪৪ , ডিসেম্বর ০৪

মাহমুদুলের অভিষেক

চট্টগ্রাম টেস্টে টপ অর্ডার ভালো করতে পারেনি। এ সুযোগ কপাল খুলল অনূর্ধ্ব–১৯ দল থেকে উঠে আসা ব্যাটসম্যান মাহমুদুল হাসানের। টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটছে ২১ বছর বয়সী এ ব্যাটসম্যানের।

৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১ গড়ে ৫৭৪ রান করেছেন মাহমুদুল। ২টি শতকও আছে। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জিতিয়েছেন বাংলাদেশকে।

অভিষেক হচ্ছে মাহমুদুল হাসানের
ছবি: প্রথম আলো
০৩: ৪৯ , ডিসেম্বর ০৪

৯৯তম!

টেস্টে বাংলাদেশের ৯৯তম খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হচ্ছেন মাহমুদুল হাসান।

মাহমুদুলকে টেস্ট টুপি পরিয়ে দিচ্ছেন সাকিব
ছবি: শামসুল হক
০৪: ০৫ , ডিসেম্বর ০৪

প্রথম ওভারে চার খেয়ে শুরু করলেন এবাদত

প্রথম চার বলে বেশ ভালোভাবেই আবিদ আলীকে খাবি খাইয়েছিলেন এবাদত হোসেন। সুইংয়ের ও পেসের মিশেলে দুর্দান্ত চারটা ডেলিভারি দেখতে পান দর্শকেরা। কিন্তু পঞ্চম বলেই চার মেরে নিজেকে ও দলকে চাপমুক্ত করেন আবিদ আলী।

০৪: ১১ , ডিসেম্বর ০৪

বলে মুভমেন্ট পাচ্ছেন পেসাররা

সকাল সকাল বলে বেশ ভালোই সুইং আর মুভমেন্ট পাচ্ছেন বাংলাদেশের দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ। তবে বলের লেংথে ঘাটতি লক্ষ্যণীয়। তিন ওভারে চার রান পাকিস্তানের।

০৪: ২৪ , ডিসেম্বর ০৪

এবার খালেদের বলে চার আবিদের

স্লিপ কর্ডনের পাশ দিয়ে খালেদ আহমেদের বলে দ্বিতীয় চার মারলেন আবিদ আলী। পাকিস্তানের স্কোর ৫.২ ওভারে ১৩ রান।

০৪: ৩২ , ডিসেম্বর ০৪

ব্যাটে খেলছেন ওপেনাররা

টেস্ট ম্যাচে অফ স্টাম্পের বাইরের বল সাধারণত ছেড়ে দেওয়ার ভাবনাটা আগে খেলে ব্যাটসম্যানদের মাথায়। কিন্তু পাকিস্তানের দুই ওপেনার অফ স্টাম্পের বাইরের বল খেলার চেষ্টা করছেন। সপ্তম ওভারে ইবাদতের এমনই এক ডেলিভারি ব্যাটে খেলতে গিয়ে চার রান পান আব্দুল্লাহ শফিক। বল ব্যাটের কানায় লেগে থার্ডম্যান দিয়ে চার হয়।

ব্যাটে খেলার চেষ্টা বোলারদের জন্য সুযোগ। তা কাজে লাগাতে পারবেন বাংলাদেশের বোলাররা?

স্বচ্ছন্দে ব্যাট করছেন পাকিস্তানের দুই ওপেনার
ছবি: শামসুল হক
০৪: ৩৬ , ডিসেম্বর ০৪

প্রত্যাবর্তন!

বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেস্ট খেলেন পেসার খালেদ আহমেদ। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সে ম্যাচে দুই বছর পর আবারও টেস্টে মাঠে নেমেছেন খালেদ।

অষ্টম ওভারে তাঁর বলে চোখজুড়ানো কাভার ড্রাইভে চার আদায় করে নিলেন আবিদ আলী। দেখার মতো শট! ৩১ বলে ২১ রানে অপরাজিত আবিদ ব্যাটিং শুরু করেছেন ওয়ানডে মেজাজে। পাকিস্তান ৮ ওভারে বিনা উইকেটে ৩০।

০৪: ৪১ , ডিসেম্বর ০৪

দুর্দান্ত!

ইবাদত হোসেনের ডেলিভারিটি একটু খাটো লেংথে পড়েছিল। আবিদ আলী পেছনের পায়ে ভর করে ছবির মতো সুন্দর ব্যাকফুট ড্রাইভে চার আদায় করে নেন। সোজা ব্যাটে খেলে বড় ইনিংসের প্রতিশ্রুতি দিচ্ছেন পাকিস্তানি এ ওপেনার।

বাংলাদেশের দুই পেসার খালেদ ও ইবাদত এখনো বিপদে ফেলার মতো কোনো বল করতে পারেননি। শুরুতে বলে খানিকটা মুভমেন্ট পেলেও এখন আর নেই। পাকিস্তান ৯ ওভার শেষে বিনা উইকেটে ৩৪।

০৪: ৪৪ , ডিসেম্বর ০৪

১০ম ওভারেই স্পিনার

খালেদ ও ইবাদত দিলে পাকিস্তানের প্রথম ইনিংসে ৯ ওভার বল করেছেন। এ সময় বিনা উইকেটে ৩৪ রান তুলেছে পাকিস্তান। অর্থাৎ রান তুলতে কষ্ট হচ্ছে না আবিদ আলী ও আব্দুল্লাহ শফিকের।

পেসাররা শুরুতে কার্যকর হতে না পারায় স্পিনার আনতে বাধ্য হন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। ১০ম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন তিনি। সুইং কিংবা মুভমেন্ট কিছুই পাচ্ছেন না পেসাররা।

স্পিন আক্রমণের শুরু করেন সাকিব
ছবি: শামসুল হক
০৪: ৪৬ , ডিসেম্বর ০৪

অন্য প্রান্ত থেকেও স্পিনার

দুই প্রান্ত থেকেই আক্রমণে স্পিনার এনেছেন মুমিনুল। সাকিব আগের ওভারে মাত্র ১ রান দেন। বাঁকও পেয়েছেন। অন্য প্রান্ত থেকে বাঁহাতি স্পিনার তাইজুলকে এনেছেন মুমিনুল। দুই ডানহাতি ওপেনারের বিপক্ষে বাঁহাতি স্পিনে আস্থা রাখলেন বাংলাদেশ অধিনায়ক।

কিন্তু তাঁর বাজে একটি ডেলিভারিতে চার আদায় করে নেন আব্দুল্লাহ শফিক।

০৪: ৫৯ , ডিসেম্বর ০৪

ছক্কা!

একটু সামনে বল করেছিলেন তাইজুল। এগিয়ে এসে ইনসাইড আউটে ছক্কা! দেখার মতো শট খেললেন আব্দুল্লাহ শফিক। পাকিস্তান ১৫ ওভার শেষে বিনা উইকেটে ৫৪।

০৫: ১২ , ডিসেম্বর ০৪

রিভিউ নষ্ট

১৬তম ওভারে সাকিবের বল প্যাডে খেলার চেষ্টা করে আরেকটু হলে এলবিডব্লুর ফাঁদে পড়তেন আব্দুল্লাহ শফিক। মাঠের আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেন সাকিব। কিন্তু তৃতীয় আম্পায়ারও তাঁর আবেদনে সাড়া না দেওয়ায় একটি রিভিউ নষ্ট হলো বাংলাদেশের।

০৫: ১৬ , ডিসেম্বর ০৪

একুশের মধুর প্যাঁচে মাহমুদুল

২১ শতকের ২১তম বছরে, ২১ বছর ২১ দিন বয়সে টেস্ট অভিষেক হলো মাহমুদুল হাসানের। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর ১২১!

টেস্টে অভিষিক্ত হয়েছেন মাহমুদুল
ছবি: শামসুল হক
০৫: ১৯ , ডিসেম্বর ০৪

বোল্ড!

বোল্ড হয়েছেন শফিক
ছবি: প্রথম আলো

তাইজুলকে সামনের পায়ে খেলতে গিয়েছিলেন আব্দুল্লাহ শফিক। বলটা একটু ভেতরে ঢোকায় তাঁর ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হাতে স্টাম্পে। বোল্ড! আব্দুল্লাহকে দারুণভাবে বোকা বানালেন এ স্পিনার। পাকিস্তান ১৮.৩ ওভারে ১ উইকেটে ৫৯।

উইকেটে আবিদ আলীর সঙ্গে নতুন ব্যাটসম্যান আজহার আলী।

০৫: ২৬ , ডিসেম্বর ০৪

মাঠে মাহমুদুল, টুইট করছেন মাহমুদুল

আজ অভিষেক হয়েছে মাহমুদুল হাসানের। সেই খুশিতে তাঁর টুইটার একাউন্ট থেকে ম্যাচ শুরু হওয়ার পর টেস্ট ক্যাপ পাওয়ার ছবি দেওয়া হয়েছে।

০৫: ২৭ , ডিসেম্বর ০৪

রিভিউ নিল বাংলাদেশ 

আজহার আলীকে আউট করার জন্য রিভিউ নিল বাংলাদেশ। ক্যাচ আউটের আবেদন। আল্ট্রা এজে হালকা স্পাইক দেখা যাচ্ছে। কিন্তু অন ফিল্ড আম্পায়ারের কল পাল্টানোর মতো কিনা, সেটা জানার অপেক্ষা এখন।

০৫: ৩০ , ডিসেম্বর ০৪

দ্বিতীয় রিভিউ নস্ট হলো বাংলাদেশের

একটু স্পাইক ছিল। এবং ব্যাট ও প্যাডের মাঝে ফাঁকা ছিল অনেক। কিন্তু স্পাইকটা এতটাই দুর্বল ছিল যে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টা‌নোর মতো ছিল না। তাই প্রথম সেশনেই দ্বিতীয় রিভিউ হারাল বাংলাদেশ।

০৫: ৩১ , ডিসেম্বর ০৪

পরের বলেই চার

চাপমুক্তির জন্য পরের বলেই এগিয়ে এলেন আজহার। লং অন দিয়ে চার মারলেন।

০৫: ৩৫ , ডিসেম্বর ০৪

২২ ওভার শেষে পাকিস্তান ৭০/১

৩৯ রানে অপরাজিত আবিদ
ছবি: প্রথম আলো
০৫: ৩৭ , ডিসেম্বর ০৪

টার্ন আদায় করছেন তাইজুল

আগের ওভারেই স্পিন ও বাউন্সে আজহার আলীকে নাজেহাল করেছেন তাইজুল। একটা জোরালো আবেদন হয়েছিল ক্যাচের। নতুন ওভারও বড় এক টার্ন দিয়ে শুরু করলেন তাইজুল।

তাইজুলের প্রথম মেডেন। সাকিবের মতোই টানা ৭ ওভার বল করেছেন তাইজুল। দুই ডানহাতি পেসারের পর এখন দুই প্রান্তে দুই বাঁহাতি স্পিনার বল করছেন। মেহেদি হাসান মিরাজ এখনো আক্রমণে আসেননি।

০৫: ৪০ , ডিসেম্বর ০৪

সাকিবের আরেকটি মেডেন

দিনের তৃতীয় মেডেন আদায় করে নিলেন সাকিব।

০৫: ৪৩ , ডিসেম্বর ০৪

আবিদ আলীও বোল্ড হলেন

বোল্ড হয়ে গেলেন আবিদ আলী
ছবি: এএফপি

টানা ১৮ বল কোনো রান নিতে পারেনি পাকিস্তান। দুই প্রান্ত থেকে চাপ সৃষ্টি করেই উইকেট পেল বাংলাদেশ। রান নিতে মরিয়া হয়ে তাইজুলকে কাট করতে চেয়েছিলেন আবিদ।

বলটা প্রত্যাশিতভাবে টার্ন করেনি। আর তাতেই বলটা স্টাম্পে চলে এসেছে। ৭০ রানে ২ উইকেট হারাল পাকিস্তান।

০৫: ৪৮ , ডিসেম্বর ০৪

দারুণ বল করছেন তাইজুল

প্রথম বলেই একটুর জন্য বেঁচে গেলেন বাবর আজম।

০৫: ৫৪ , ডিসেম্বর ০৪

চার

৩৮ বল পর রান পেল পাকিস্তান। তাইজুলকে চার মেরে শূন্য থেকে সরলেন বাবর।

০৬: ০৫ , ডিসেম্বর ০৪

প্রথম সেশনে ভালো শুরু বাংলাদেশের

৩১ ওভারে ২ উইকেটে ৭৮ রান তুলেছে পাকিস্তান। এরপরই প্রথম সেশনের খেলার সমাপ্তি টানেন আম্পায়ারা। মধ্যাহৃভোজনে গিয়েছে দুই দল। পাকিস্তানের দুই ওপেনারকে তুলে নিয়ে শুরুটা ভালোই করেছেন বাংলাদেশের বোলাররা। ২টি উইকেটই তাইজুল ইসলামের।

বাঁহাতি স্পিনাররা উইকেটে বাঁক পাচ্ছেন। ব্যাটিংয়ে দুই ডানহাতি বাবর আজম ও আজহার আলী থাকায় ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজকে এখনো বোলিংয়ে আনেননি অধিনায়ক মুমিনুল।

৮ রানে অপরাজিত বাবর। অন্য প্রান্তে ৬ রানে অপরাজিত আজহার।

০৬: ৪৬ , ডিসেম্বর ০৪

চারে দ্বিতীয় সেশন শুরু বাবরের

মধ্যাহৃভোজন বিরতি শেষে দ্বিতীয় সেশনের খেলায় নেমেছে দুই দল। প্রথম ওভারেই পেসার ইবাদতকে এনেছেন মুমিনুল। তাঁর তৃতীয় বলে দর্শনীয় স্ট্রেট ড্রাইভে চার মেরে ভালো শুরু করেছেন বাবর।

প্রথম সেশনের শেষ দিকে ভালো বাঁক পাচ্ছিলেন স্পিনাররা। বাবর ও আজহারকে ভেবেচিন্তে খেলতে হয়েছে প্রতিটি বল। দ্বিতীয় সেশনের শুরুতেই পেসার কেন, সে প্রশ্ন উঠতে পারে।

আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ এখনো বোলিংয়ে আসেননি।

০৬: ৫৩ , ডিসেম্বর ০৪

৩৪তম ওভারে মেহেদী হাসান

চট্টগ্রাম টেস্টে বাবর আজমকে দ্রুতই আউট করেছিলেন মেহেদী হাসান। পাকিস্তান অধিনায়কের বিপক্ষে এই স্পিনারকে আনতে কি বেশি দেরি করে ফেললেন মুমিনুল? বাবর এরই মধ্যে ২৩ বলে ১২ রান নিয়ে উইকেটে জমে গেছেন।

পাকিস্তানের প্রথম ইনিংসে ৩৪তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে মেহেদী হাসানকে নিয়ে এলেন মুমিনুল। ৩৪ ওভার শেষে পাকিস্তান ২ উইকেটে ৮৮।

০৬: ৫৬ , ডিসেম্বর ০৪

শুরুতেই তিন বোলার!

দ্বিতীয় সেশনে শুরুর ওভারটি করেছেন পেসার ইবাদত। পরের ওভার তাইজুল এবং তারপরের ওভারটি করেছেন মেহেদী হাসান। অর্থাৎ টানা তিন ওভারে পেসার, বাঁহাতি স্পিনার ও ডানহাতি স্পিনার ব্যবহার করলেন মুমিনুল। কোনো পরিকল্পনা আছে নাকি পরিকল্পনাহীন আক্রমণ?

ইবাদতের করা ৩২তম ও তাইজুলের করা ৩৩তম ওভারে দুটি চার পেয়েছে পাকিস্তান।

০৬: ৫৮ , ডিসেম্বর ০৪

বাবরের ছক্কা

ভুল লেংথ ও লাইন! দুটি স্লিপ নিয়ে বাবরকে বল করছেন তাইজুল। স্বাভাবিকভাবেই তাঁর ডেলিভারিগুলো অফ স্টাম্প বরাবর লেংথে ফেলার কথা। কিন্তু ৩৫তম ওভারের তৃতীয় বলটি খাটো লেংথে করেন তাইজুল। আর্ম বল করতে চেয়েছিলেন? গড়বড় করে ফেলায় পুল করে ছক্কা মারলেন বাবর।

০৭: ০২ , ডিসেম্বর ০৪

চার মেরে দলকে এক শ পার করালেন বাবর 

মেহেদী হাসান মিরাজের লেগ সাইডের বাজে বলকে সুইপ করে সীমানার বাইরে পাঠালেন বাবর। এই চারেই তিন অঙ্কে গেল পাকিস্তান।

০৭: ০৬ , ডিসেম্বর ০৪

লাইন খুঁজে পাচ্ছেন না মিরাজ

দ্বিতীয় সেশনে প্রথম বল হাতে নেওয়া মিরাজ এখনো ছন্দ পাচ্ছেন না। প্রায় সময় বল মিডল বা লেগ স্টাম্পে ফেলছেন আর বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে।

০৭: ০৭ , ডিসেম্বর ০৪

চাপ কাটাতে আবার বেরিয়ে এলেন আজহার আলী

তাইজুল
ছবি: প্রথম আলো

প্রথম দিনের উইকেটেই দারুণ বল করছেন তাইজুল। তাঁর স্পিন ও বাউন্সে স্বস্তি পাচ্ছে না পাকিস্তানের ব্যাটসম্যানরা। চাপ কাটাতে তাই এগিয়ে এসে একস্ট্রা কাভারে মেরেছিলেন। তবে আত্মবিশ্বাসহীন শটে মাত্র ২ রান পেয়েছেন।

০৭: ০৯ , ডিসেম্বর ০৪

একটুর জন্য!

তাইজুলের বলে আবার বিভ্রান্ত হলেন আজহার। একটুর জন্য ব্যাটের বাইরের স্পর্শ পায়নি বল।

০৭: ১৪ , ডিসেম্বর ০৪

৪০ ওভারের খেলা শেষ হলো

লেগ স্টাম্পের বাইরে বল করেই যাচ্ছেন মিরাজ। আবারও চার।

০৭: ১৭ , ডিসেম্বর ০৪

আজহারকে স্বস্তি পেতে দিচ্ছেন না তাইজুল

তাইজুলের বল খেলতে অস্বস্তি হচ্ছে আজহারের। বারবার উইকেট ছেড়ে বেরিয়ে এসে তাইজুলের ছন্দ নষ্ট করার চেষ্টা করছেন। কিন্তু লাভ হচ্ছে না। পাকিস্তানের চার ব্যাটসম্যানের মধ্যে আজহারের স্ট্রাইকরেটই আজ সবচেয়ে কম। তাইজুলের বলে প্রায় প্রতি ওভারেই একবার বিভ্রান্ত হচ্ছেন আজহার।

০৭: ২৩ , ডিসেম্বর ০৪

মুম্বাই টেস্টে ইতিহাস ডাকছে এজাজ প্যাটেলকে

এজাজ প্যাটেল
ছবি: এএফপি

ভারতের প্রথম আট উইকেটই তুলে নিয়েছেন এজাজ প্যাটেল। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড হয়ে গেছে। এখন জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে ইনিংসের ১০ উইকেট পাওয়ার অপেক্ষায় প্যাটেল।

০৭: ২৪ , ডিসেম্বর ০৪

তৃতীয় উইকেট জুটিতে ৫০ করে ফেলল পাকিস্তান

অধিনায়ককে পরামর্শ দিচ্ছেন মুশফিক ও সাকিব
ছবি: প্রথম আলো

একদিকে ইতিবাচক বাবর, ওদিকে অস্বস্তি নিয়ে ব্যাট করছেন আজহার। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে এনে দিয়েছেন ৫০ রান।

০৭: ২৯ , ডিসেম্বর ০৪

প্যাটেলের ৯ উইকেট!

জিম লেকার, অনিল কুম্বলে, মুত্তিয়া মুরালিধরনের পর মাত্র চতুর্থ স্পিনার হিসেবে প্রতিপক্ষের ৯ উইকেটই তুলে নিলেন এজাজ প্যাটেল। ভারতের মাটিতে প্রতিপক্ষের বোলারের সেরা বোলিং রেকর্ড এটি।

০৭: ৩৫ , ডিসেম্বর ০৪

বেরসিক বৃষ্টি!

দ্বিতীয় সেশনে ১৩ ওভার খেলা শেষে হানা দিয়েছে বৃষ্টি। ৪৪ ওভারে ২ উইকেটে ১২৩ রান তুলেছে পাকিস্তান।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল বৃষ্টির সম্ভাবনা

মাঠ কাভার দিয়ে ঢেকে ফেলা হয়েছে। ড্রেসিং রুমে ফিরেছেন খেলোয়াড়েরা।

বৃষ্টি নামায় মাঠ ছাড়ছে বাংলাদেশ দল
ছবি: শামসুল হক
০৮: ১৬ , ডিসেম্বর ০৪

সহজেই খেলছেন বাবর-আজহার

বৃষ্টির পর মোটামুটি হাত খুলেই খেলা শুরু করেছেন বাবর আজম ও আজহার আলী। বৃষ্টির পর আক্রমণে আসা সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে এর মধ্যেই তিনবার সীমানাছাড়া করেছেন দুজন। এর মধ্যেই নিজের অর্ধশতক তুলে নিয়েছেন বাবর। ৪৬ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে পাকিস্তান।

০৮: ৪১ , ডিসেম্বর ০৪

চার!

ইবাদতের উপহার কাজে লাগালেন আজহার। অফ স্টাম্পের বাইরে ফুলটস পেয়ে আর দেরি করেননি। কাভার দিয়ে চার মারলেন সাবেক অধিনায়ক।

০৮: ৫১ , ডিসেম্বর ০৪

মুম্বাই টেস্টে চালকের আসনে ভারত

এজাজ প্যাটেলের ইতিহাসের পরও মুম্বাই টেস্টে দাপট ভারতের। ৩২৫ রানে অলআউট হওয়া স্বাগতিক দল নিউজিল্যান্ডের ৪ উইকেট ফেলে দিয়েছে ২৭রানের মধ্যে। এর আগে এজাজ প্যাটেল ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসের সব উইকেট তুলে নিয়েছিলেন।

আরও পড়ুন
০৯: ০০ , ডিসেম্বর ০৪

মিরপুরে চা বিরতি

২ উইকেটে ১৬১ রান তুলে চা বিরতিতে গেছে পাকিস্তান। দ্বিতীয় সেশনে কোনো উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। এই সেশনে ২৬ ওভারে ৮৩ রান তুলেছে পাকিস্তান।

৬০ রানে অপরাজিত বাবর আজম। ৩৬ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন আজহার আলী।

দ্বিতীয় সেশনে উইকেট ফেলতে পারেনি বাংলাদেশ
ছবি: শামসুল হক
০৯: ১১ , ডিসেম্বর ০৪

আলো নেই!

চা বিরতির পর মাঠে নেমেছিল দুই দল। কিন্তু মেঘেঢাকা আকাশের কারণে আলোর স্বল্পতা হওয়ায় তৃতীয় সেশনের খেলা শুরু করেননি আম্পায়াররা। দুই দলকে ড্রেসিং রুমে পাঠানো হয়। পর্যাপ্ত আলো না থাকায় খেলা আপাতত বন্ধ।

১০: ১৯ , ডিসেম্বর ০৪

প্রথম দিনের খেলার সমাপ্তি

দ্বিতীয় সেশন শেষে মাঠে নেমেছিলেন দুই দলের খেলোয়াড়েরা। কিন্তু আলোর স্বল্পতার জন্য তৃতীয় সেশনে একটি বলও গড়ায়নি। বিকাল ৪টা ৬ মিনিটে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণের পর প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন। কাল সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।