মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট খুইয়ে আরও পেছাল রিয়াল

৮৫ মিনিটে আলভারো রদ্রিগেজের গোলে সমতা আনে রিয়াল মাদ্রিদরয়টার্স

ম্যাচের প্রথম এক ঘণ্টা দুই দলই একপ্রকার ‘ঝিমিয়ে’ কাটাল। আক্রমণ হোক যেমন-তেমন, গোল হজম চলবে না কোনোমতেই, এমন মন্ত্রে খেলে গেল উভয় দল। বেশির ভাগ সময় ‘ঘুমিয়ে’ থাকা মাদ্রিদ ডার্বি গা ঝাড়া দিয়ে জেগে উঠল শেষ আধা ঘণ্টায়।

দশজনের দলে পরিণত হওয়া আতলেতিকো মাদ্রিদের হঠাৎ এগিয়ে যাওয়া, স্তব্ধ হয়ে যাওয়া সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানো- বেশ নাটকীয়তাই দেখা গেল শেষপর্যন্ত।

তাতে মাদ্রিদ ডার্বি শেষ হলো ১-১ সমতায়, যা আদতে রিয়াল মাদ্রিদকে শিরোপা দৌড়ে পিছিয়ে দিয়েছে অনেকটাই। লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান বেড়ে গেল আরও একটু। দুইয়ে থাকা কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট এখন ২৩ ম্যাচে ৫২। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা শীর্ষে আছে ৫৯ পয়েন্ট নিয়ে।

চলতি মৌসুমে নিজেদের সেরা ছন্দে (প্রথমবার টানা ৬ ম্যাচ অপরাজিত) থেকে বার্নাব্যুতে নেমেছিল আতলেতিকো। আর রিয়াল নেমেছিল গত সপ্তাহে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ৫-৩ ব্যবধানের দারুণ জয়ের সুখস্মৃতি নিয়ে।

আতলেতিকোকে আতিথেয়তা দেওয়া শেষ তিন ম্যাচে জয়ের ছন্দও ছিল রিয়ালের সঙ্গী। তবে করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়রদের শুরুটা খুব ছিল খাপছাড়া। নবম মিনিটে মার্কো আসেনসিওর নেওয়া শট নিচু হয়ে প্রতিহত করেন আতলেতিকো গোলরক্ষক ওব্লাক। দুই মিনিট পর গোলের সম্ভাবনায় দাঁড়িয়েছিলেন বেনজেমাও।

আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে দেওয়া হোসে গিমেনেজকে নিয়ে সতীর্থদের উল্লাস
রয়টার্স

তবে মিলিতাওয়ের কাছ থেকে পাওয়া বলটিতে পায়ের টোকা দিলেও লক্ষ্যে রাখতে পারেননি। প্রথমার্ধের পরের সময়টুকুতে প্রতিপক্ষের রক্ষণে আর বড় কোনো হুমকিই তৈরি করতে পারেনি রিয়াল। পারেনি আতলেতিকোও। এ সময় দুই দলেরই মূল লক্ষ্য ছিল প্রতি-আক্রমণে যেন গোল হজম করতে না হয়।

নিস্প্রভ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল কাছাকাছি। আতলেতিকো ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান ম্যাচে নিজের প্রথম গোলমুখে শটটি নেন ৬২ মিনিটে। যা ডান পোস্টের বাইরে দিয়ে সেটি চলে যায়।

আরও পড়ুন

এর পর অবশ্য আক্রমণে ওঠার চেষ্টাই কমিয়ে দেয় আতলেতিকো। আন্তনিও রুডিগারকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন আনহেল কোরেয়া। দশ জনে পরিণত হওয়া আতলেতিকোর লক্ষ্য হয়ে দাঁড়ায় গোল হজম না করা। রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের খেলোয়াড় কমে যাওয়ার সুবিধা আদায় করবে কি, উল্টো ৭৮ মিনিটে গোল হজম করে বসে। গ্রিজমানের দারুণ ফ্রি-কিক বক্সের ভেতরে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন হোসে গিমেনেজ। স্তব্ধ হয়ে যায় সান্তিয়াগো বার্নাব্যু।

আরও পড়ুন

গোল হজমের আগের মিনিটে রিয়ালের হয়ে নাচোর বদলি নামেন আলভারো রদ্রিগেজ। গত সপ্তাহে ওসাসুনার বিপক্ষে অভিষেক হওয়া এই ১৮ বছর বয়সীই রিয়ালকে হার থেকে উদ্ধার করেন। ৮৫ মিনিটে লুকা মদরিচের কর্নার কিক থেকে আসা বল দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন উরুগুয়ে যুব দলের হয়ে খেলা এই ফরোয়ার্ড।

লা লিগায় নিজের দ্বিতীয় ম্যাচেই গোল করলেন আলভারো রদ্রিগেজ
রয়টার্স

এ দিকে প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা দলটির হয়ে গোল করেন হুলিয়ান আলভারেজ, আর্লিং হলান্ড, ফিল ফোডেন ও ক্রিস মেপহাম। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলা সিটির পয়েন্ট ৫৫।