অনুশীলনে ফিরেও দুশ্চিন্তায় বিদ্রোহীরা

কৃঞ্চা ও সানজিদা ছিলেন অনুশীলনে। সুমাইয়া (বাঁ থেকে দ্বিতীয়) ভুটানে খেলতে যাওয়ায় অনুশীলনে থাকতে পারেননিবাফুফে ফাইল ছবি

গতকাল বিদ্রোহী ফুটবলারের একাংশের সঙ্গে বৈঠক করেন কোচ পিটার বাটলার, যেখানে সব ভুলে নতুন করে শুরুর জন্য ফুটবলারদের আমন্ত্রণ জানান এই ইংলিশ কোচ। শেষ পর্যন্ত কোচের আমন্ত্রণ গ্রহণ করে আজ অনুশীলনে ফিরেও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না বিদ্রোহী ফুটবলাররা।

নাম প্রকাশ না করা শর্তে বিদ্রোহীদের একজন আজ প্রথম আলোকে বলেন, ‘শুনেছি এবার নাকি দলে জায়গা পেতে অনেক পরীক্ষা দিতে হবে। এটা কি আমাদের বাদ দেওয়ার জন্যই করছেন তিনি (কোচ)?’ বাটলারের আগে যাঁরা কোচের দায়িত্বে ছিলেন, তাঁদের সময় কি এ রকম পরীক্ষা দিতে হতো না? এমন প্রশ্নের উত্তরে এই বিদ্রোহীর মন্তব্য, ‘হ্যাঁ, দিতে হতো, কিন্তু এতটা কঠিন ছিল না।’

আরও পড়ুন

যেকোনো টুর্নামেন্টের আগে স্কোয়াডে জায়গা পেতে নির্দিষ্ট কিছু পরীক্ষা এবং পদ্ধতির মধ্য দিয়ে ফুটবলারদের আসতে হয়। সেটা কোচভেদে ভিন্ন হওয়াটাও স্বাভাবিক। বাটলার যেমন প্রথমে ১০–১৪ দিন ফিটনেস ট্রেনিং করাবেন, যার শুরুতে থাকবে বিপ টেস্ট। ফিটনেস ট্রেনিংয়ে প্রত্যেক ফুটবলারকে প্রায় ১৬০০ মিটার পর্যন্ত দৌড়াতে হবে। এরপর থাকবে রিকভারি বল ড্রিলসহ ৪০ মিটার শাটল দৌড়।

যত দূর জানা গেছে, প্রায় দুই সপ্তাহ পর ফুটবলারদের সামগ্রিক একটা মূল্যায়ন হবে। যেখানে বিপ টেস্ট, ফিটনেস টেস্টের স্কোর, পারফরম্যান্স, শৃঙ্খলা ও আচরণের মাপকাঠি বিচার করেই এশিয়ান কাপ বাছাই এবং সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের জন্য দুই ভাগে মোট ৩৫ জন খেলোয়াড় বাছাই করবেন কোচ।

সানজিদা ও মারিয়া মান্দাও ছিলেন অনুশীলনে
বাফুফে ফাইল ছবি

সোমবার জিম সেশনের পর আজ সকাল ছয়টায় ধানমন্ডির আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, যেখানে কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ১৮ জনের ১৩ জন ফুটবলার উপস্থিত ছিলেন। বিদ্রোহ করা ১৮ খেলোয়াড়ের মধ্যে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে আছেন। দেশটির ক্লাব পারো এফসির হয়ে লিগে খেলবেন তাঁরা। এর বাইরে থাকা ১৪ জনের মধ্যে তহুরা খাতুন কাল দুপুরের পর ক্যাম্পে যোগ দেন। বাকি ১৩ জন সকালের অনুশীলনে ছিলেন। আগামীকাল একই সময়ে একই মাঠে অনুশীলন করবেন মেয়েরা।

আরও পড়ুন

গত ১৬ ফেব্রুয়ারি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার জানিয়েছিলেন, কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ইতি টেনেছেন ১৮ ফুটবলার। এমনকি তাঁরা অনুশীলনে ফিরতেও রাজি। কিন্তু ঈদের ছুটি কাটিয়ে সোমবার শুরু হওয়া অনুশীলনে ফেরেননি সেই ফুটবলারদের কেউ। প্রথম দিন বাফুফের চুক্তিতে থাকা ৩৭ জনের মধ্যে ৩১ জন জিম সেশনে অংশ নেন। বাকি ৬ জন আজই ক্যাম্পে যোগ দিয়েছেন।

২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ। সেই প্রতিযোগিতায় নাম লেখাতে ২৩ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠেয় বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ। বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহারাইন ও তুর্কমেনিস্তান। এ ছাড়া ১১ থেকে ২১ জুলাই ঢাকায় হবে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। এই দুই টুর্নামেন্টের জন্যই প্রস্তুত হচ্ছেন মেয়েরা।

বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার
প্রথম আলো

বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের সূচনা গত অক্টোবরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সময়। জানুয়ারির মাঝামাঝি এই ইংলিশ কোচের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানোর পরই আবার বিতর্ক শুরু হয়। নতুন করে দায়িত্ব নেওয়ার পর কোচ টিম মিটিং ডাকলেও তাতে হাজির হননি ক্যাম্পে থাকা ১৮ ফুটবলার।

গত ৩০ জানুয়ারি বাফুফে ভবনের সামনে সংবাদমাধ্যমের কাছে কোচ বাটলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ তুলে ধরেন সাবিনারা। তাঁরা জানান, বাটলারকে কোচ রাখলে অনুশীলনে যোগ দেবেন না। সবাই একযোগে অবসরের হুমকিও দিয়েছিলেন।