কেইনের জন্য বায়ার্নের রেকর্ড ১০ কোটি ইউরোর প্রস্তাবে রাজি টটেনহাম

কেইনকে ছাড়তে বায়ার্নের প্রস্তাবে অবশেষে রাজি হয়েছে টটেনহামএএফপি

বায়ার্ন মিউনিখ আর টটেনহাম হটস্পারের মধ্যে চলছিল ‘প্রস্তাব দেওয়া আর প্রস্তাব প্রত্যাখ্যান’–এর খেলা। হ্যারি কেইনের জন্য প্রস্তাবিত দাম এর আগে তিনবার বাড়িয়েও লাভ হয়নি। অবশেষে চতুর্থ প্রস্তাবে রাজি হয়েছে ইংলিশ ক্লাবটি।

জার্মানির সূত্র মারফত সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, বায়ার্ন এ দফায় ১০ কোটি ইউরোর বেশি অর্থ দেওয়ার প্রস্তাব করেছিল। আজ তাতে রাজি হয়েছে টটেনহাম। বল এখন কেইনের কোর্টে। ইংল্যান্ডের হয়ে রেকর্ড গোলদাতাকে সিদ্ধান্ত নিতে হবে বায়ার্নে তিনি যাবেন কি না। শেষ পর্যন্ত বায়ার্নে গেলে তিনি ক্লাবটির সর্বোচ্চ মূল্যের খেলোয়াড় হবেন।

আরও পড়ুন

টটেনহামের বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা কেইন ২০১১ সালে ক্লাবটির মূল দলে যোগ দেন। মাঝে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন ক্লাবে ধারে খেললেও স্থায়ীভাবে অন্য কোনো ক্লাবে যোগ দেননি। টটেনহামের ইতিহাসে সর্বোচ্চ এই গোলদাতা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসেও দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তবে টটেনহামের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি। ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিলেন। বয়স ৩০ পেরিয়ে যাওয়ায় শিরোপা–খরা কাটাতে কেইন বায়ার্নে যোগ দেবেন, এমনই মনে করছেন অনেকে।

তবে ‘অ্যাথলেটিক’ জানিয়েছে, রোববার মৌসুম শুরুর আগে বায়ার্নের দেওয়া প্রস্তাবের সমাধান চেয়েছিলেন কেইন। এমনিতে টটেনহামে নাকি তিনি জীবনটা ভালোই উপভোগ করছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কী করবেন, তা অজানা। তবে মনে করা হচ্ছে, কেইনের আগ্রহেই দর–কষাকষি এত দূর এগিয়েছে।

কেইন টটেনহামে তাঁর চুক্তির শেষ ১২ মাসে পৌঁছে গেছেন। ক্লাবটি তাঁর সঙ্গে নতুন চুক্তিও করতে চায়। কিন্তু এ নিয়ে জল বেশি দূর গড়ায়নি। তাই আগামী মৌসুম শেষে তাঁকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়ার আগে এবারের দলবদলের মৌসুমেই বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল টটেনহাম। বায়ার্নের চতুর্থ দফা প্রস্তাবে টটেনহাম রাজি হওয়ার পর এখন কেইন কী করেন, সেটাই দেখার বিষয়।

কেইনকে নিয়ে কয়েক সপ্তাহ ধরেই কথা চলছিল বায়ার্ন ও টটেনহামের। ইংলিশ ক্লাবটির মালিক ড্যানিয়েল লেভি বায়ার্নের আগের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে কেইনের দামটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তাতে সফলও হয়েছেন। বায়ার্ন শেষ পর্যন্ত নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড়কে কিনতে দামটা ১০ কোটি ইউরোর (১০০ মিলিয়ন) ওপাশে নিয়ে গেছে। এর আগে ২০১৯ সালে ফরাসি ডিফেন্ডার লুকা এর্নান্দেজকে ৮ কোটি ইউরোয় আতলেতিকো মাদ্রিদ থেকে কিনেছিল বায়ার্ন।

টটনহামের হয়ে সর্বশেষ ম্যাচে একাই ৪ গোল করেছেন হ্যারি কেইন
ছবি : এএফপি

২০২১–২২ মৌসুম শেষে রবার্ট লেভানডফস্কি বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই একজন স্ট্রাইকারের খোঁজে ছিল বায়ার্ন। সে জন্য কেইনকেই সেরা বিকল্প মনে হয়েছে তাদের। ইংলিশ ক্লাবটিতে সর্বশেষ ৯ মৌসুমেই অন্তত ২৫টি করে গোল করেছেন কেইন। প্রিমিয়ার লিগে মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন তিনবার। টটেনহামের হয়ে প্রাক্‌–মৌসুমে সর্বশেষ ম্যাচেও চারটি গোল করেন ইংল্যান্ড অধিনায়ক। বায়ার্নে গেলে সেটিই হয়ে থাকবে টটেনহামের হয়ে কেইনের শেষ ম্যাচ। প্রিমিয়ার লিগে আগামী রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রথম ম্যাচ টটেনহামের।

আরও পড়ুন

কেইনের জন্য গত জুনে সর্বপ্রথম টটেনহামকে প্রস্তাব দিয়েছিল বায়ার্ন। সেটার পাশাপাশি পরবর্তী সময়ে আরও দুটি প্রস্তাবে ‘না’ বলে দিয়েছিল টটেনহাম। ‘অ্যাথলেটিক’–এর টটেনহাম প্রতিবেদক টিম স্পাইয়ার্স বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে জানিয়েছেন, বায়ার্ন যেমন কেইনকে চায়, তেমনি কেইনের আচরণ দেখেও মনে হয়েছে তিনি বুন্দেসলিগার ক্লাবটিতে যোগ দিতে চান। কেইনের যদি ইচ্ছা না থাকত, তাহলে দুই ক্লাবের আলোচনা এত দিন ধরে এতটা এগোত না বলেও মনে করেন স্পাইয়ার্স।

আরও পড়ুন

‘দ্য অ্যাথলেটিক’ এর আগে জানিয়েছিল, কেইনকে মৌসুমে আড়াই কোটি ইউরো বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে বায়ার্ন। টটেনহামে কেইন যে বেতন পান, সেটি তার দ্বিগুণের বেশি। তাই পারিশ্রমিকের বিষয়ে কেইনের না বলার সুযোগ নেই বলেই মনে করে সংবাদমাধ্যমটি।