ব্রাজিলের আগ্রহে থাকা আনচেলত্তি বললেন, রিয়ালে এটাই হয়তো শেষ ফাইনাল

রিয়াল কোচ কার্লো আনচেলত্তিছবি: এএফপি

কার্লো আনচেলত্তির কথা শুনে ব্রাজিলের সমর্থকেরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিতে পারেন। ইতালিয়ান কোচ কি তাহলে ব্রাজিলে আসছেন?

প্রশ্ন শুনে অনেকেই নড়েচড়ে বসতে পারেন। পাল্টা প্রশ্ন উঠতে পারে, তাহলে রিয়াল মাদ্রিদের কী হবে? আনচেলত্তি তো এখনো রিয়ালের কোচ!

আসলে এই বিভক্তি তৈরি করেছেন আনচেলত্তি নিজেই। কোপা দেল রে ফাইনালে আজ রাতে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি কিনা চলে যাওয়ার কথা বললেন! না, রিয়াল ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিক কোনো কথা বলেননি এই ইতালিয়ান। বলেছেন একান্ত ব্যক্তিগত ভাবনা। যেকোনো ফাইনালের আগেই আনচেলত্তির নাকি এমন মনে হয়—এটাই বুঝি শেষ ফাইনাল!

আরও পড়ুন

৪টি চ্যাম্পিয়নস লিগজয়ী ৬৩ বছর বয়সী এ ইতালিয়ান কোচের মুখেই শুনুন, ‘ফাইনালে খেলা সব সময়ই রোমাঞ্চকর। যেকোনো ফাইনালের আগেই ভাবনাটা আসে এবং সেটা একান্তই ব্যক্তিগত, এটাই হয়তো আমার শেষ ফাইনাল। ২০০৩ সালেও এমন ভেবেছি। কিন্তু তখন সেটা শেষ ছিল না। আজকের আগেও তেমন ভাবছি, এটাই হতে পারে শেষ (ফাইনাল)। তাই ম্যাচটা উপভোগ করতে হবে। খেলোয়াড়দেরও বলেছি, উপভোগ করো, কারণ এগুলো বিশেষ ম্যাচ।’

এসি মিলানের কোচ হিসেবে ২০০৩ সালে কোপা ইতালিয়া জিতেছিলেন আনচেলত্তি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল এই কোচের হাত ধরেই ২০১৪ সালে নিজেদের সর্বশেষ কোপা দেল রে ট্রফি জিতেছে রিয়াল। ফাইনালে হারিয়েছিল বার্সেলোনাকে। আজকের ফাইনালের আগে আনচেলত্তির কথা শুনে অস্বস্তি লাগতে পারে রিয়াল–সমর্থকদের। আর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাও গতকাল জানিয়েছে এমন একটি খবর।

আনচেলত্তির সঙ্গে নাকি বৈঠক করেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। লা লিগায় জিরোনা ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হার মেনে নিতে পারেননি রিয়াল সভাপতি। কথাটা তিনি জানিয়ে দিয়েছেন আনচেলত্তিকে। ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে রিয়াল। সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এবার লিগ যে আর রিয়ালের ঘরে যাচ্ছে না, তা মোটামুটি নিশ্চিত।

আরও পড়ুন
আরও পড়ুন

আনচেলত্তির ওপর নজর আছে ব্রাজিলের। কাতার বিশ্বকাপে তিতে ব্রাজিল কোচের দায়িত্ব ছাড়ার পর এই ইতালিয়ান কোচের নাম উঠে আসে আলোচনায়। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকেই আনচেলত্তির প্রতি আগ্রহ প্রকাশ করা হয়েছে বেশ কয়েকবার।

ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, আনচেলত্তিকে পেতে প্রয়োজনে কোচ নিয়োগের সময়সীমা বাড়াতেও রাজি সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ। এর আগে ২৫ মের মধ্যে পূর্ণ মেয়াদে ব্রাজিলের নতুন কোচের নাম ঘোষণা করতে চেয়েছিলেন সিবিএফ সভাপতি।

গত সপ্তাহে বিইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি প্রসঙ্গে রদ্রিগেজ বলেছেন, ‘মে মাস শেষ হওয়ার আগেই কোচের নাম ঘোষণা করতে চাই। কিন্তু ব্যাপারটা হয়তো তেমন হবে না। জুনে ফিফার ম্যাচ আছে। এ ছাড়া স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়নস লিগ আছে। বিমানবন্দর কিংবা স্টেডিয়াম, যেখানেই যাই, সবাই আনচেলত্তিকে নিয়ে জানতে চাইছেন। তবে আমরা নিজেদের মতোই চেষ্টা করছি। এত তাড়াহুড়ার কিছু নেই।’

আনচেলত্তির প্রতি আগ্রহটা খোলাখুলিই বলেছেন সিবিএফ সভাপতি, ‘এমন নয় যে তার (আনচেলত্তি) কোনো প্রস্তাব আছে। আমরা সে বিষয়েও খোঁজ নিয়েছি। তাই এটাই আমার প্ল্যান “এ” (আনচেলত্তি)। এই প্রথমবারের মতো জনসমক্ষে এ নিয়ে খোলাখুলি বলছি। (আনচেলত্তির বিষয়ে) আগ্রহটা লুকোনোর কিছু নেই। আমরা যে মুহূর্তে বুঝব তারও আগ্রহ আছে, তখন থেকেই “হ্যাঁ” কিংবা “না” নিয়ে খোলাখুলি আলোচনা হবে।’

আরও পড়ুন