আনচেলত্তিরই ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা বেশি, মনে করেন এদেরসন

ব্রাজিলের কোচ হতে পারেন কার্লো আনচেলত্তিছবি : সংগৃহীত

ফেব্রুয়ারির শুরুতেই ইএসপিএন ব্রাজিল জানায়, ব্রাজিলের নতুন কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। কিন্তু খবরটি প্রকাশ হওয়ার কিছুক্ষণের মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিবৃতি দিয়ে জানায়, আনচেলত্তিকে কোচ নিয়োগের খবর সত্যি নয়।

এই ঘটনার পর ব্রাজিলের নতুন কোচ নিয়োগের বিষয়টি একরকম আড়ালে পড়ে যায়। এর মধ্যে প্রীতি ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেস দল ঘোষণা করলেও পূর্ণকালীন কোচ নিয়োগের বিষয়টি এখনো ঝুলেই ছিল।

এবার ব্রাজিলের কোচ নিয়ে নতুন খবর দিয়েছেন দলটির গোলরক্ষক এদেরসন। রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ আনচেলত্তিই ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন, এমন মনে করেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এদেরসন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের দায়ে কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। এর পর থেকে নতুন কোচের অপেক্ষায় আছে ব্রাজিল। এর মধ্যে অবশ্য কোচ নিয়োগ নিয়ে নানা জটিলতাও তৈরি হয়। ব্রাজিলের জন্য দেশি কোচ নাকি বিদেশি কোচ বেশি ভালো হবে, তা নিয়ে দেশের কিংবদন্তি খেলোয়াড়েরাও দুই ভাগে ভাগ হয়ে যান। রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিরা বিদেশি কোচের পক্ষে মত দেন। অন্য দিকে রিভালদো বলেছিলেন, ব্রাজিলের জন্য বিদেশি কোচ হবে অপমানজনক।

এসব আলোচনা–সমালোচনার মধ্যে ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে লুইস এনরিকে, জিনেদিন জিদান এবং জোসে মরিনিওদের নাম সামনে আসে। তবে এই নামগুলো আড়ালে চলে যেতেও খুব বেশি সময় লাগেনি। পরে আলোচনায় থাকেন শুধুই আনচেলত্তি।

এখন এদেরসনও জানালেন অভিজ্ঞ এই কোচই ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন, ‘আমি কাসেমিরো, ভিনিসিয়ুস জুনিয়র, (এদের) মিলিতাওয়ের সঙ্গে কথা বলেছি। তাঁর (আনচেলত্তি) আসার জোরালো সম্ভাবনা আছে।’

ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন
ছবি : এএফপি

এদেরসন যে তিনজনকে সূত্র হিসেবে উল্লেখ করেছেন তাঁদের দুজন (ভিনিসিয়ুস ও মিলিতাও) বর্তমানে আনচেলত্তির অধীনে রিয়ালে খেলছেন এবং বাকি একজনও (কাসেমিরো) কয়েক মাস আগ পর্যন্ত রিয়ালে খেলেছেন। সব মিলিয়ে আনচেলত্তির ব্রাজিলের কোচ হয়ে আসার বিষয়টিকে এখন আর উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।

অবশ্য শিগগিরই ব্রাজিলের কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানান এদেরসন, ‘আমরা খুব দ্রুত জানতে পারব তিনি এখানে কোচ হয়ে আসবেন, নাকি আসবেন না। আমি আশা করি, আমরা খুব দ্রুত নতুন কোচ পাব। আমার ধারণা, নতুন কোচের অপেক্ষা বেশি হওয়ার কারণে জল্পনা–কল্পনাও অনেক বেশি। ব্রাজিলিয়ান কোচ বা বিদেশি কোচ? আমরা নিজেরাও একই ধরনের উদ্বেগের ভেতর আছি।’

আগামী বছরের জুনে রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির মেয়াদ ফুরোবে
ফাইল ছবি

রিয়ালের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে আনচেলত্তির। এর মধ্যে বার্সেলোনার কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে আনচেলত্তি বলেছিলেন, তিনি সারা জীবন রিয়ালে থাকতে চান। এখন আনচেলত্তি রিয়ালেই নিজের ক্যারিয়ার শেষ করবেন নাকি ব্রাজিলে নিজের নতুন ঘর খুঁজে নেবেন, সেটাই দেখার অপেক্ষা।