মাইকিং করে সমর্থকদের উদ্দেশে যা বললেন মেসি–নেইমারদের সতীর্থ

পিএসজির ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বেছবি: টুইটার

সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টানা দুই ম্যাচে হারল তারা। দলের সেরা তিন তারকাকেও একসঙ্গে পাচ্ছে না পিএসজি, এটি দলটির ব্যর্থতার বড় কারণ। এ ছাড়া বিশ্বকাপের আগ মুহূর্তে ছিটকে পড়া ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বেকেও লম্বা সময় ধরে পায়নি পিএসজি। এ কারণে রক্ষণেও ভুগেছে দলটি।

গতকাল বদলি হিসেবে মাঠে শেষ ১০ মিনিট খেলেছিলেন কিমপেম্বে। তবে তা ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলেনি। দলের এমন পরিস্থিতিতে ফ্রেঞ্চ লিগ ‘আ’তে মোনাকোর কাছে ৩–১ গোলে হারের পর মাইকিং করে সমর্থকদের আশ্বস্ত করতে চেয়েছেন কিমপেম্বে নিজেই। বলেছেন, ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবেন তাঁরা।

আরও পড়ুন
এটা সংকট নয়। মৌসুম এখনো অনেক লম্বা। এটা শেষ হয়ে যায়নি। আমরা জানি, এটা এমন ফল নয়, যা আমরা প্রত্যাশা করি। তবে এটাই ফুটবল। এখন জেগে ওঠার কাজটা আমাদের ওপর।
প্রেসনেল কিমপেম্বে, পিএসজির ডিফেন্ডার

চলতি বছর ৭ লিগ ম্যাচের ৩টিতেই হেরেছে পিএসজি। অথচ একই প্রতিযোগিতায় এর আগে পিএসজির ৩টি হার ৪৫ ম্যাচ খেলে। এ ছাড়া ফ্রেঞ্চ কাপ থেকেও বিদায় নিয়েছে পিএসজি। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হতাশা ভর করেছে সমর্থকদের মধ্যে।

সমর্থকদের হতাশা বুঝতে পেরেই হাতে মাইক তুলে নেন ফরাসি সেন্টারব্যাক। ম্যাচ শেষে গ্যালারিতে উপস্থিত দর্শকদের কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

মাইকে ঘোষণা দিয়ে কিমপেম্বে বলেছেন, ‘আপনাদেরকে আমাদের প্রয়োজন। আপনাদের সবাইকে প্রয়োজন। একটা কথাই আপনাদের আমি বলতে পারি, আসার জন্য ধন্যবাদ। আমরা ড্রেসিংরুমে আবার ঐক্যবদ্ধ হব এবং নিজেদের কাজগুলো সঠিকভাবে করব। আমরা জানি, মঙ্গলবার থেকে আমরা আবার এগিয়ে যেতে শুরু করব।’

আরও পড়ুন

পরে সমর্থকদের নিজের এই উদ্যোগ নিয়ে কিমপেম্বে বলেছেন, ‘এটা জরুরি ছিল। এটা তাদের জন্য কঠিন সময়। আমি, আমরা জানি—তারা আমাদের সমর্থন করে। তারাও আমাদের মতো এত দূর ভ্রমণ করে। তারা টাকাও খরচ করে। অন্তত এটুকু তাদের জন্য আমরা করতে পারি।’

দল খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও এটাকে সংকট বলতে রাজি নন কিমপেম্বে, ‘এটা সংকট নয়। মৌসুম এখনো অনেক লম্বা। এটা শেষ হয়ে যায়নি। আমরা জানি, এটা এমন ফল নয়, যা আমরা প্রত্যাশা করি। তবে এটাই ফুটবল। এখন জেগে ওঠার কাজটা আমাদের ওপর।’