মেসির ‘বর্তমান’ ১, মেসির ‘শৈশব’ ১

ম্যাচ শেষে মেসির সঙ্গে নিওয়েলসের ফ্রাঙ্কো দিয়াজ ও এস্তেবান ফার্নান্দেজএএফপি

ম্যাচের দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি ছবি পোস্ট করেছিল ইন্টার মায়ামি। একসঙ্গে দুজন মেসির ছবি! একটি, মায়ামির জার্সিতে এই সময়ের মেসি, অন্যজন বয়সে ছোট, গায়ে নিওয়েলস ওল্ড বয়েজের জার্সি। গ্রাফিকসে বানানো ছবিটিতে দুই সময়ের দুই মেসি একে অপরের হাত ধরে—দেখে মনে হয়, ছোট্ট মেসির হাত ধরে তাকে কোথাও নিয়ে যাচ্ছেন বড় মেসি! আর ক্যাপশনে লেখা ‘স্বপ্নের রাত।’

আরও পড়ুন

মেসির সেই ‘স্বপ্নের রাত’ কিংবা মুহূর্ত ধরা দিয়েছিল আজ বাংলাদেশ সময় সকালে মায়ামির মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে। মুখোমুখি হয়েছিল মেসির ‘বর্তমান’ও ‘অতীত’—তাঁর বর্তমান ক্লাব মায়ামি এবং শৈশবে যেখান থেকে তাঁর অবিশ্বাস্য অভিযাত্রার শুরু, সেই নিওয়েলস ওল্ড বয়েজ। এই প্রীতি ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হওয়াটাও যেন রূপক—মেসিকে তাঁর ‘বর্তমান’এবং ‘শৈশব’–এর মধ্যে কাউকে হারতে দেখতে হয়নি!

শুধু মেসি নয়, মায়ামি কোচ জেরার্দো মার্তিনোর জন্যও এই ম্যাচ ছিল পুনর্মিলনীর আবহ। মায়ামির বর্তমান কোচ নিওয়েলস ওল্ড বয়েজের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। তাদের হয়ে লিগ জিতেছেন তিনবার, কোচ হিসেবেও লিগ জিতিয়েছেন ২০১৩ সালে। মার্তিনোকে নিয়েও এই প্রীতি ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একাধিক পোস্ট করেছে নিওয়েলস। আর ম্যাচের আগে মার্তিনোই জানিয়েছিলেন, নিওয়েলসের অনেক সমর্থক ভিড় জমিয়েছেন ফ্লোরিডায়। ম্যাচটা জমজমাটই হবে!

ম্যাচের ৬০ মিনিটে তুলে নেওয়া হয় মেসিকে
এএফপি

আর্জেন্টাইন ক্লাবটি অর্ঘ্য দিয়েছে মেসিকেও। এই ক্লাবের বয়সভিত্তিক দলে খেলার মধ্য দিয়েই তো ক্যারিয়ার শুরু মেসির, পরে ‘রাজা’র আসন পেয়েছেন আর্জেন্টাইন ফুটবলে। ‘হাই কিং’ লিখে তাই পোস্ট করা হয়েছিল নিওয়েলসের এক্স অ্যাকাউন্টে।

আরও পড়ুন

চোটে ভোগা মেসি এই ম্যাচে খেলবেন কি না, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। মায়ামি কোচ মার্তিনো অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, মেসিকে একাদশে দেখা যাবে। স্টেডিয়ামের টানেল দিয়ে দলের সঙ্গে মেসি মাঠে নামামাত্র করতালিতে ভিজিয়েছেন দুই দলের সমর্থকেরাই। ম্যাচের ৬০ মিনিট সময় পর্যন্ত মাঠে ছিলেন মেসি। গোলের সুযোগও পেয়েছেন বেশ কিছু। ৩১ মিনিটে ভালো জায়গা থেকে শট নেওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেননি। এর ৬ মিনিট পর ফ্রি–কিক থেকে বলটা পর্যাপ্ত বাঁকাতে পারলে হয়তো গোল পেতেন। সেটিও হয়নি।

মেসির জন্য মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক। তাঁকে থামান নিরাপত্তাকর্মীরা
এএফপি

মায়ামি গোল পেয়েছে মেসি উঠে যাওয়ার পর। লুইস সুয়ারেজ, গ্রেসেল এবং তাঁকে তুলে নিয়ে কাম্পানা, সান্ডারল্যান্ড ও বোরগেলিনকে মাঠে নামান মার্তিনো। মাঠে নামার ৪ মিনিট পরই কর্নার থেকে দারুণ হেডে গোল করেন স্নেইডার বোরগেলিন। তবে নিওয়েলস ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি। ৮৩ মিনিটে মায়ামি রক্ষণের ভুল কাজে লাগিয়ে গোল করেন নিওয়েলসের ফ্রাঙ্কো দিয়াজ। মায়ামির সান্ডারল্যান্ড ও সেইলর বল ‘ক্লিয়ার’ করতে পারেননি। এ সুযোগে ১২ গজ দূরত্ব থেকে গোল করতে ভুল হয়নি দিয়াজের।

আরও পড়ুন

মেসির জন্য এক দর্শক নিরাপত্তাব্যূহ ভেদ করে মাঠেও ঢুকে পড়েছিলেন। তাঁকে থামিয়েছেন নিরাপত্তারক্ষীরাই। রাতটা তাঁর জন্য আবেগাক্রান্ত হওয়ার মতোই ছিল। কতটা হয়েছিলেন সেটি বোঝা না গেলেও ম্যাচ শেষে মেসিকে জড়িয়ে ধরেছেন নিওয়েলসের কিছু খেলোয়াড়। নিওয়েলসের গোলদাতা দিয়াজ এবং এস্তেবান ফার্নান্দেজকে বুকেও টেনে নেন মেসি। রোজারিতে জন্ম নেওয়া মেসি সেই অঞ্চলের এই ক্লাবকেই সমর্থন করেছেন, আর ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলেছেন ১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত।

এটি ছিল এমএলএস প্রাক্‌–মৌসুমে ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচ। মৌসুমের প্রস্তুতি পর্বে মোট ৭টি ম্যাচ খেলে ৪টিতে হেরেছে মেসির দল, ড্র করেছে দুটি, জয় অপরটিতে। আগামী বুধবার মেজর লিগ সকারের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেকের মুখোমুখি হবে মায়ামি।

আরও পড়ুন