‘রাজা’ রোববার খেলবে

এ মৌসুমটা ইউনাইটেডে থেকে যাওয়ারই ইঙ্গিত দিয়েছেন রোনালদোছবি: রয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদোর দিক থেকে এসেছে, তিনি কোনোভাবেই আর ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না। ইউনাইটেডও তাদের অবস্থানে অনড়—রোনালদোকে কিছুতেই ছাড়বে না। এ নিয়ে ফুটবল–বিশ্ব বলতে গেলে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল বলছে, রোনালদোর আনুগত্য বলে কিছু নেই। কেউ কেউ আবার রোনালদোকে জোর করে ধরে রাখার কিছু নেই বলেও মন্তব্য করছেন।

আলোচনা যখন এভাবে এগিয়ে চলছে, এর মধ্যে কাল খবর এসেছে—প্রাক্-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আজ ইউনাইটেড আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে যে ম্যাচ খেলবে, সে ম্যাচের স্কোয়াডে রোনালদোকে রাখেননি দলটির নতুন কোচ এরিক টেন হাগ। এর একটু পরই আবার ইউনাইটেডে নিজের ভবিষ্যৎ নিয়ে একটি ইঙ্গিত দিয়েছেন রোনালদো।

আরও পড়ুন
আগামীকাল রায়ো ভায়েকানোর সঙ্গে প্রীতি ম্যাচে খেলতে পারেন রোনালদো
ছবি: ইনস্টাগ্রাম

ইউনাইটেডের হয়ে আর খেলবেন কি না, সে ধোঁয়াশা দূর করতেই হয়তো ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন পর্তুগাল তারকা। যেখানে স্পষ্ট ইঙ্গিত, আগামীকাল রায়ো ভায়েকানোর বিপক্ষে ইউনাইটেডের প্রীতি ম্যাচে খেলবেন তিনি। পোস্টে রোনালদো লিখেছেন, ‘রাজা রোববার খেলবে!’

৩৭ বছর বয়সী রোনালদো ইউনাইটেডের প্রাক্-মৌসুম প্রস্তুতিতে এখনো একটি ম্যাচও খেলেননি। কেন খেলছেন না রোনালদো, এর ব্যাখ্যা দিতে গিয়ে পর্তুগিজ তারকার পারিবারিক কারণ দেখিয়ে এসেছে ইউনাইটেড।

আরও পড়ুন
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার এরিক টেন হাগ
ছবি : রয়টার্স

প্রস্তুতি ম্যাচে না হয় খেললেন না, কিন্তু ইউনাইটেড যখন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে অনুশীলন শুরু করেছে, তখনো তো রোনালদোকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়নি। কয়েক দিন আগে রোনালদোকে ইউনাইটেডেরে অনুশীলন মাঠে দেখা গেল তাঁর এজেন্ট জর্জ মেন্দেসের সঙ্গে।

সেখানে রোনালদো গিয়েছিলেন আসলে নিজের ভবিষ্যৎ নিয়ে ইউনাইটেডের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে। সেই আলোচনায় রোনালদো আর ইউনাইটেড, দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল। রোনালদোকে বোঝাতে সেই আলোচনায় নিয়ে আসা হয়েছিল দলটির কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনকে। কিন্তু কাজ হয়নি এতেও।

আরও পড়ুন

তবে কাল রোনালদোর ভবিষ্যৎ নিয়ে সর্বশেষ সংবাদ দিতে গিয়ে টেন হাগ বলেছেন, ‘হ্যাঁ, সে এ মৌসুমের পরও এখানে থাকতে পারে। সত্যি বলতে কি, আমি তো এখানে তিন বছরের জন্য চুক্তি করেছি। ফুটবলে এটা ছোট একটা সময়ই। আমাদের শুরু থেকেই জিততে হবে। তাই আমি খুব বেশি দূরের ভবিষ্যতে তাকাচ্ছি না।’

এক দিনের ব্যবধানে কী এমন হলো যে টেন হাগ বলে দিলেন—রোনালদো এ মৌসুমের পরও ইউনাইটেডে থাকতে পারেন। আর রোনালদোও ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন বলে ঘোষণা দিয়ে দিলেন! তবে ফুটবলের দলবদলে শেষ বলে কিছু নেই। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!

আরও পড়ুন