ইউনাইটেডে থাকবেনই না রোনালদো?

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতেই চান নাছবি: ইনস্টাগ্রাম

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ তো দলটির দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছেন, রোনালদোকে ছাড়তে চান না। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় রোনালদো খুব ভালো করেই আছেন। এরপরও রোনালদোর মন গলছিল না দেখে তাঁকে বোঝাতে ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটনে দুই দিন আগে অ্যালেক্স ফার্গুসনকেই ডেকে আনা হয়েছিল।

প্রথম দিনের আলোচনা শেষে ইউনাইটেড রোনালদোকে বলে দিয়েছিল—তুমি কোথাও যাচ্ছ না! ক্যারিংটনে প্রথম দিনের সেই আলোচনায় ইউনাইটেডের বোর্ড কর্তাদের সঙ্গে ছিলেন তাঁর গুরু এবং দলটির কিংবদন্তি কোচ ফার্গুসনও। ইউনাইটেডের সাবেক এই কোচই স্পোর্তিং লিসবন থেকে ২০০৩ সালে ওল্ড ট্রাফোর্ডে এনেছিলেন রোনালদোকে। গত বছরও জুভেন্টাস থেকে তিনি ইউনাইটেডে এসেছিলেন ফার্গুসনেরই অনুরোধে।

আরও পড়ুন
ভক্তরা চান রোনালদো ওল্ডট্রাফোর্ডেই থেকে যান
ছবি: রয়টার্স

এবার অবশ্য ফার্গুসনও রোনালদোকে বোঝাতে পারছেন না। ক্যারিংটনের আলোচনা–পর্ব শেষে ৩৭ বছর বয়সী রোনালদো সরাসরিই জানিয়ে দিয়েছেন, তিনি আর ইউনাইটেডে থাকতে চান না। এরপরও অবশ্য ইউনাইটেড বলেই যাচ্ছে, রোনালদো বিক্রির জন্য নয়!

এবারের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে না পারা ইউনাইটেড দ্রুতই ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে ফিরতে মরিয়া। আর এ ক্ষেত্রে দলে রোনালদোর মতো একজনকে খুব প্রয়োজন। ১৪০ গোল নিয়ে এই মুহূর্তে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা তো তিনিই। পর্তুগিজ তারকাকে দলে ধরে রাখতে চান টেন হাগও।

আরও পড়ুন
কোথায় যাবেন রোনালদো?
ছবি: রয়টার্স

কিন্তু ক্যারিয়ারের শেষ দিকে এসে রোনালদো এক মৌসুমের জন্যও চ্যাম্পিয়নস লিগের বাইরে থাকতে চান না। এ কারণেই ইউনাইটেড ছাড়তে চান পর্তুগালের উইঙ্গার। কিন্তু ইউনাইটেড ছেড়ে তিনি কোথায় যাবেন—এটাও ফুটবল বিশ্বে বড় একটি প্রশ্ন।

স্পেনের ক্রীড়া দৈনিক এএসের সাংবাদিক মানু সাইনজ বলছেন, চেলসি বা বায়ার্ন মিউনিখে রোনালদোর যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বয়সের ভারে রোনালদোর গতি এখন অনেকটাই কমে এসেছে। তাই ধীরগতির ইতালিয়ান সিরি ‘আ’ তাঁর সঙ্গে বেশি মানানসই হবে বলে মনে করেন সাইনজ।

ইতালির ক্রীড়া সাংবাদিক মির্কো ক্লামেও তেমনটাই মনে করনে। তিনি সম্প্রতি বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর নাপোলিতে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দলটির প্রধান কোচ লুসিয়ানো স্পালেত্তি তাঁকে নেওয়ার ব্যাপারে অনুমোদন দিতে পারেন।’

আরও পড়ুন