গোলকিপারের শটে ১০১ মিটার দূরত্ব থেকে এভাবেও গোল হয়!

নিজেদের বক্স থেকে শট নিয়ে গোল করেন লিয়ান্দো রেকুয়েনাছবি: টু্ইটার

গোলের ভিডিওটি দেখেই মনে হতে পারে, এ কী দেখলাম!

ঘটনাটি চিলির শীর্ষ লিগের। শনিবার কোলো-কোলোর মুখোমুখি হয়ে ৩-১ গোলে জিতেছে কোব্রেসাল। এ ম্যাচেই কোব্রেসালের তৃতীয় গোলটি সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেখে মনে হয় এভাবেও গোল হওয়া সম্ভব!

কোব্রেসাল ২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় দলটির আর্জেন্টাইন গোলকিপার লিয়ান্দ্রো রেকুয়েনা ৭৭ মিনিটে নিজেদের বক্স থেকে বাঁ পায়ের শট নেন। বল বাতাসে ভাসতে ভাসতে গিয়ে পড়ে প্রতিপক্ষ দলের গোলকিপারের সামনে। রেকুয়েনা গোলের জন্য শটটি নেননি। বল যেখানে পড়েছে, তাতেই বোঝা গেছে, শটের লক্ষ্য ছিল নিজ দলের আক্রমণভাগের খেলোয়াড়েরা। কোলো-কোলো গোলকিপার ও দুই দলের খেলোয়াড়দের ঠিক মাঝে পড়ে বলটি। সেটি মাঝমাঠ পেরিয়ে কোলো-কোলোর বক্স থেকে একটু সামনে।

আরও পড়ুন

বেচারা ব্রায়ান কোর্তেস! কোলো-কোলোর এই গোলকিপার নিজের পজিশন ছেড়ে বেশ ওপরে উঠে এসেছিলেন। দল ২ গোলে পিছিয়ে, গোলকিপার হয়েও কোর্তেস বোধ হয় একটু আক্রমণাত্বক হয়ে উঠে সতীর্থদের সাহায্য করতে চেয়েছিলেন। তাই ওভাবে এগিয়ে যাওয়া। খেসারতও দিতে হয়। বলটা জোরালো গতিতে কোর্তেসের সামনে ড্রপ খেয়ে উঠে যায়, এর পর বেরিয়ে যায় তাঁর পাশ দিয়ে।

কোর্তেস একবার হাত দিয়ে ঠেকানোর চেষ্টাও করেছিলেন, নাগাল পাননি। বলের গতি দেখেই হয়তো বিপদ বুঝতে পেরেছিলেন। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। বলের পেছনে পড়িমড়ি করে ছুটেও শেষ রক্ষা হয়নি। বল তার আপন গতিতে গড়াতে গড়াতে জালে জড়ায়।

চিলির সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, কোব্রেসাল গোলকিপার রেকুয়েনা গোলটি করেছেন ১০১ মিটার দূরত্ব থেকে। গিনেস বই এই দূরত্বকে স্বীকৃতি দিলে তা সর্বোচ্চ দূরত্ব থেকে গোলের রেকর্ড ভেঙে দেবে। গিনেসে এখন সবচেয়ে বেশি দূরত্ব থেকে গোলের রেকর্ড ৯৬.০১ মিটার দূরত্ব থেকে।

২০২১ সালে নিউপোর্ট টাউনের গোলকিপার টম কিং এই দূরত্ব থেকে চেলতেনহাম টাউনের জালে গোল করেছিলেন। সেটি ছিল ইংলিশ ফুটবলে চতুর্থ বিভাগের ম্যাচ। কিংয়ের করা সেই গোলও বাতাসে ভাসতে ভাসতে প্রতিপক্ষ গোলকিপারের সামনে ড্রপ খেয়ে জালে জড়িয়েছিল। গোলকিপার নিজের পজিশনেই দাঁড়িয়েছিলেন। লাফিয়ে হাতও বাড়িয়েছিলেন, কিন্তু বলটা থামাতে পারেননি। বল তাঁর হাতের ওপর দিয়ে জালে জড়ায়।

আরও পড়ুন

কোব্রেসালের পক্ষ থেকে রেকুয়েনার করা এই গোলকে গিনেসে ঠাঁই দিতে আবেদন করা হবে। চিলির সংবাদমাধ্যম ‘রেডিও বায়ো বায়ো’কে রেকুয়েনা বলেছেন, ‘ক্লাবের ম্যানেজার হুয়ান সিলভার কাছে জানতে চেয়েছিলাম, গোলটির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আবেদন করা হবে কি না। তিনি বলেছেন, অবশ্যই করা হবে। এখন দূরত্বটা নিশ্চিত হতে হবে। সিলভা জানিয়েছেন, তাঁকে চিলি ফুটবল ফেডারেশন থেকে ফোন করে বলা হয়েছে মাঠের দৈর্ঘ্যটা নিশ্চিত হতে। এটি ১৫০ মিটারের মতো হবে। আমার বক্সের আয়তন যেহেতু ৫ মিটার, তাই গোলের দূরত্বটা ১০০ মিটার হওয়ার কথা।’

আরও পড়ুন

রেকুয়েনা জানিয়েছেন, কোব্রেসালের স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় অবস্থিত। গোলটি হওয়ার পেছনে এ উচ্চতার পরোক্ষ অবদান আছে বলে মনে করেন রেকুয়েনা, ‘আমি কিকটা খুব দ্রুত নিতে চেয়েছিলাম, উচ্চতাসম্পন্ন মাঠে আমরা এটাই করি, যেন প্রতিপক্ষের (ক্লান্তিতে) অমনোযোগি অবস্থায় সুযোগ নেওয়া যায়। আর শটটাও একটু জোরে নিয়েছিলাম...বলটা ড্রপ খাওয়ার পর ব্রায়ান যখন ধরতে পারল না, তখন বুঝেছি, গোল হতে পারে।’ সংবাদমাধ্যম সিএনএনকে গিনেসের পক্ষ থেকে জানানো হয়েছে, চিলির ক্লাবটি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো আবেদন জমা পড়েনি।

আরও পড়ুন