আকুনিয়ার ফিটনেস নিয়ে অস্বস্তিতে আর্জেন্টিনা

আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস আকুনিয়াছবি: টুইটার

বিশ্বকাপ বাছাইপর্বেই বেশ কয়েকবার চোটে পড়েছিলেন মার্কোস আকুনিয়া। গত বছর অক্টোবরে প্যারাগুয়ে, উরুগুয়ে, পেরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না তিনি। পা মচকে যাওয়ার পর আবার গোড়ালির চোটে পড়েন আকুনিয়া।

গত বছর চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাব উলফসবুর্গের বিপক্ষে খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন সেভিয়ার এই ডিফেন্ডার। সম্প্রতি কুঁচকির চোট বেশ ভুগিয়েছে আকুনিয়াকে।

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত জায়গা পাবেন কি না, এই ডিফেন্ডারের তা নিয়ে ছিল সংশয়। কিন্তু তাঁকে রেখেই ২৬ সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। যদিও দল ঘোষণার পরও আকুনিয়াকে নিয়ে খুব বেশি স্বস্তিতে নেই কোচ। কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ছাপ।

আরও পড়ুন

কুঁচকির চোট নিয়ে বিশ্বকাপে খেলতে কাতার যাবেন আকুনিয়া, এ জন্য তাঁর ফিটনেস নিয়ে চিন্তিত কোচ। যদিও আকুনিয়ার অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে তিনি যে শতভাগ ফিট নন, সেটা কোচ জানেন।

যদিও আর্জেন্টিনা দল বা আকুনিয়ার ক্লাব সেভিয়ার কোনো সদস্য- আকুনিয়ার চোট নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চান না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আর্জেন্টিনা দলের একজন কোচিং স্টাফ জানিয়েছেন, চোট নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন আকুনিয়া।

আরও পড়ুন

তাঁর বিকল্প হিসেবে কোচ এরই মধ্যে সম্ভাব্য চারজনকে ভেবে রেখেছেন, এটা নিশ্চিত। তবে বর্তমানে শুধু আরসি লাঁসে খেলা ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাকেই আকুনিয়ার বিকল্প হিসেবে দলে রেখেছেন কোচ।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে ২২ নভেম্বর। প্রতিপক্ষ সৌদি আরব।