বল কেড়ে নেওয়ায় স্কালোনির ‘১ নম্বর’ মেসি

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিছবি: এএফপি

প্রায় এক মাস হতে চলল তবু আর্জেন্টাইন সমর্থকদের বিশ্বকাপ উদ্‌যাপন যেন শেষই হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো বিশ্বজয়ের মুহূর্তকে স্মরণ করে ছবি, ভিডিও ভাগাভাগি করে চলেছেন দলটির ভক্তরা। শুধু ভক্তরাই নন, যেসব খেলোয়াড় এবং কোচ সে মুহূর্তটির আসল নায়ক, তাঁরাও কি সেই ঘোর থেকে বের হতে পেরেছেন!

ক্লাব ফুটবলের ব্যস্ততার মধ্যেও বিভিন্ন সময় বিশ্বকাপ জয়ের মুহূর্তকে স্মরণ করতে দেখা যাচ্ছে আর্জেন্টাইন তারকাদের। এবার বিশ্বকাপ জয়ের এক মাস পূর্তির আগমুহূর্তে নিজের অনুভূতি ভাগাভাগি করেছেন আর্জেন্টিনার চূড়ায় ওঠার রূপকার লিওনেল স্কালোনি। কথা বলেছেন, লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়েও। খেলোয়াড় এবং অধিনায়ক মেসিকে নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেছেন স্কালোনি।

আরও পড়ুন

গত প্রায় দুই দশক নিজের সময়ের তো বটেই, সর্বকালের সেরা খেলোয়াড়দের শীর্ষ তালিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মেসি। তাঁর মতো খেলোয়াড়কে কোচিং করানো তাই মোটেই সহজ হওয়ার কথা নয়। তবে স্কালোনি অবশ্য ভিন্ন কিছুই মনে করেন।

বিশ্বকাপ ট্রফি নিয়ে বিমান থেকে নামছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনি
ছবি: রয়টার্স

মেসির সঙ্গে সম্পর্কটা ‘বিশেষ এবং খুব ভালো’ উল্লেখ করে স্কালোনি বলেছেন, ‘আমি জানি না কোনো কোচ এটা বলেছেন কি না যে মেসিকে কোচিং করানো কঠিন। তাকে অনুশীলন করানো কঠিন কিছু নয়। কৌশলগত জায়গা থেকে, তাকে ঠিক করার কিছু নেই। তবে হ্যাঁ, কিছু সময়ে, চাপের মধ্যে, আক্রমণে কিছু ধরনের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করা হয়, যে কীভাবে চাই।’

আরও পড়ুন

মেসির খেলার ধরনের প্রশংসাও করেছেন স্কালোনি, ‘আমি এটা নিশ্চিত করতে পারি যে প্রেস (চাপ বিস্তার) করে খেলার ক্ষেত্রে, বল কেড়ে নেওয়ার ক্ষেত্রে সে ১ নম্বর। সে অন্য যে কারও চেয়ে ভালোভাবে বল কেড়ে নিতে পারে।’

স্পেনের রেডিও ‘কাদেনা কোপ’–এর অনুষ্ঠান ‘এল পার্তিদাজো’কে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, অধিনায়ক হিসেবেও মেসি অনন্য, ‘অধিনায়কের কথাই শেষ কথা। আমি কথা বলার পর ওরা একসঙ্গে মাঠে নামে এবং সেখানে কথা কিন্তু অধিনায়কই বলেন। আমি সেটার অংশ নই। ওটা ওদের মুহূর্ত, একজন খেলোয়াড়ের জন্য অনন্য সময়।’

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক স্কালোনি
ছবি: রয়টার্স

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকার জিতে ইতিহাসের পাতায় নিজের অমরত্ব নিশ্চিত করেছেন স্কালোনিও। সিজার লুইস মেনোত্তি এবং কার্লোস বিলার্দোর পর তৃতীয় কোচ হিসেবে বিশ্বকাপ জিতিয়েছেন আর্জেন্টিনাকে।

আরও পড়ুন

জয়ের পর ফাইনাল আর দেখেননি স্কালোনি। কারণ? স্কালোনির ব্যাখ্যা, ‘ফাইনাল ম্যাচটি আমি আর দেখিনি। এটা আমার মাথায় পুরোপুরি গেঁথে আছে। তবে আমি আর দেখিনি।’