হলান্ডকে হাতছানি দিচ্ছে ৬৭ কোটি টাকা বোনাস

ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ডরয়টার্স

চোখে দেখা যায় ট্রফিটা। পুরস্কারস্বরূপ পাওয়া ক্রেস্টও।

তবে একেকটি ট্রফি বা ক্রেস্ট আসলে শোভা। আসল প্রাপ্তি অর্থকড়ি। আর প্রতিযোগিতার মঞ্চ যদি হয় বড়সড়, খেলোয়াড় যদি হয় ‘ওজনদার’—অর্থপ্রাপ্তির পরিমাণও হয় বিশাল। এই যেমন এবারের মৌসুমে স্রেফ বোনাস হিসেবেই ৬৭ কোটি টাকা পকেটে ঢোকানোর হাতছানি আর্লিং হলান্ডের সামনে।

২২ বছর বয়সী নরওয়েজীয় স্ট্রাইকার ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গত জুনে। ইংলিশ ক্লাবটিতে আসার পর প্রথম মৌসুমেই ট্রেবল জয়ের সুযোগ তাঁর সামনে। এই মুহূর্তে আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে প্রিমিয়ার লিগ দৌড়ের শীর্ষে ম্যানচেস্টার সিটি।

এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল আর এফএ কাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি। যুক্তরাজ্যের দ্য সান বলছে, সিটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতলে বোনাস হিসেবে ১০ লাখ পাউন্ড করে পাবেন হলান্ড। এফএ কাপ জিতলে পাবেন সাড়ে তিন লাখ পাউন্ড। অর্থাৎ সিটি ট্রেবল জিতলে সাড়ে ২৩ লাখ পাউন্ড বোনাস পাবেন হলান্ড।

এর বাইরে ব্যক্তিগত অর্জনের জন্য পেতে পারেন আরও ২৫ লাখ পাউন্ডের বেশি। এরই মধ্যে প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচে ৩৫ গোল হয়ে গেছে তাঁর। যা এবার তো বটেই, প্রিমিয়ার লিগ ইতিহাসেই এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ। মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পাবেন ৩ লাখ ৫০ হাজার পাউন্ড।

প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন আর্লিং হলান্ড
রয়টার্স

এ ছাড়া চ্যাম্পিয়নস লিগেও আছে ৮ ম্যাচে ১২ গোল। ব্যক্তিগত এসব অর্জনের কারণে মৌসুম শেষে পিএফএ প্লেয়ার অব দ্য ইয়ার, ফুটবল রাইটার্স প্লেয়ার অব দ্য ইয়ারের দৌড়ে হলান্ডই সবার চেয়ে এগিয়ে। পিএফএ টিম অব দ্য ইয়ারে জায়গা করাও অবধারিত।

এসবের সঙ্গে যদি দলগতভাবে ট্রেবল বা চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জেতেন, তাহলে সম্ভাবনা থাকবে ব্যালন ডি’অর জয়েরও। ব্যক্তিগত এই স্বীকৃতিগুলোর প্রতিটির জন্যও আছে ভালো আর্থিক পুরস্কার।

সব মিলিয়ে ২০২২–২৩ মৌসুমে হলান্ডের বাড়তি আয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৫০ লাখ পাউন্ডের বেশি—বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি ২৯ লাখ টাকার বেশি। সানের খবরে বলা হয়, চুক্তিতে হলান্ডের সাপ্তাহিক বেতন ধরা হয়েছিল ৩ লাখ ৭৫ হাজার পাউন্ড। তবে এ জন্য তাঁকে মৌসুমে সিটির ৬০ শতাংশ ম্যাচ খেলতে হতো। এরই মধ্যে সেই শর্তও পূরণ হয়ে গেছে নরওয়ে তারকার।

বর্তমান চুক্তি অনুসারে ২০২৭ পর্যন্ত সিটিতে থাকবেন হলান্ড। এর সঙ্গে আরও এক বছর মেয়াদ বাড়াতে দুই পক্ষ আলোচনায় আগ্রহী বলে জানায় সানস্পোর্টস।