‘ইংলিশ–স্বপ্ন’ পূরণ থেকে এক ধাপ দূরে পচেত্তিনো

চেলসি কোচ মরিসিও পচেত্তিনোরয়টার্স

কোচ হিসেবে ইংল্যান্ডে এখনো কোনো ট্রফি জিততে পারেননি মরিসিও পচেত্তিনো। টটেনহাম কোচ হিসেবে ২০১৫ সালে লিগ কাপের ফাইনালে হেরেছিলেন চেলসির কাছে, ২০১৯ সালে লিভারপুলের কাছে হেরেছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে।

তবে চেলসি কোচ হিসেবে আর্জেন্টাইনের মনের আশা এবার পূরণ হতে পারে। গত রাতে লিগ কাপ সেমিফাইনাল ফিরতি লেগে ইংলিশ ফুটবলে দ্বিতীয় স্তরের ক্লাব মিডলসবরোকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে চেলসি।

আরও পড়ুন

স্টামফোর্ড ব্রিজে চেলসির জয়ের পর পচেত্তিনো বলেছেন, ‘আমি এখানে একটি শিরোপা জিততে মরিয়া। প্যারিসে দেড় বছরে আমরা তিনটি শিরোপা জিতেছি। এখন এখানে জিততে চাই এবং অবশ্যই আমি জেতার জন্য মরিয়া।’ তবে মনের এই ইচ্ছাপূরণে ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলির ফাইনালে পচেত্তিনোর কাজটা সহজ হবে না। ফাইনালে চেলসির প্রতিপক্ষ লিভারপুল কিংবা ফুলহাম।

চেলসির হয়ে জোড়া গোল করেন কোল পালমার
এএফপি

মিডলসবরোর মাঠে সেমিফাইনাল প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল চেলসি। ফিরতি লেগটা জিততে তাই মরিয়াই ছিল পচেত্তিনোর দল। সে লক্ষ্যে প্রথমার্ধেই ৪ গোল করে বসে চেলসি। কোল পালমার, এনজো ফার্নান্দেজ ও অ্যাক্সেল দিসাসির গোল ছাড়াও আত্মঘাতী গোল করেন মিডলসবরোর জনি হাউসন। বিরতির পর পালমার ও ননি মাদুকে চেলসিকে আরও দুই গোল এনে দেন। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানের জয়ে গত ছয় মৌসুমের মধ্যে তৃতীয়বারের মতো লিগ কাপের ফাইনালে উঠল ‘ব্লুজ’রা।

২০০০ সাল থেকে ইংল্যান্ডের ঘরোয়া কাপ প্রতিযোগিতায় সর্বোচ্চ (১৮) ফাইনাল খেলা দলও চেলসি। লিগ কাপে পাঁচবারের চ্যাম্পিয়ন চেলসি সর্বশেষ এই টুর্নামেন্ট জিতেছে ২০১৫ সালে।

আরও পড়ুন

চেলসিতে এ মৌসুমে মিশ্র সময় পার করছেন পচেত্তিনো। কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে গড়া স্কোয়াডে বেশ কয়েকজন রোমাঞ্চকর তরুণ খেলোয়াড় আছেন। কিন্তু লিগ টেবিলে ভালো অবস্থানে নেই তাঁর দল। ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম চেলসি। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোটেও ভুগছেন। তবে সাম্প্রতিক সময়ে নিজেদের গুছিয়ে নিয়েছে চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচের ৫টিতেই তারা জিতেছে। হার মিডলসবরোর বিপক্ষে সেমিফাইনাল প্রথম লেগ।

পচেত্তিনো জানিয়েছেন, ফেব্রুয়ারিতে ওয়েম্বলিতে লিগ কাপের ফাইনালে ওঠাই ছিল লক্ষ্য, ‘কিছু ব্যাপার ভাবলে এটা কিন্তু দারুণ অর্জন। আমার মনে হয়, শুরুতে এটাই ছিল লক্ষ্য। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ কিংবা কনফারেন্স লিগও নয়, একদম শূন্য থেকে দলটা সাজাতে হয়েছে। তাই অবশ্যই ফেব্রুয়ারিতে ওয়েম্বলিতে থাকাটাই ছিল লক্ষ্য। সে কাজ সম্পন্নের পর এখন ফাইনাল জিততে হবে। হ্যাঁ, এটাও ঠিক যে চেলসির চ্যাম্পিয়নস লিগ কিংবা প্রিমিয়ার লিগ জয়ের মতো গুরুত্বপূর্ণ নয় এই টুর্নামেন্ট।’

আরও পড়ুন