মেসির সৌদি আরবে খেলার গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিছবি: এএফপি

আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। তবে এবার মাঠের খেলা দিয়ে নয়, মাঠের বাইরের নানা হিসাব–নিকাশে। গতকাল মেসির ভবিষ্যৎ নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এই সংবাদ সংস্থার দাবি, আর্জেন্টিনার তারকা মেসি আগামী মৌসুমে ‘বিশাল অঙ্কের চুক্তি’তে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন। এরই মধ্যে নাকি সৌদি আরবের সঙ্গে ‘চুক্তি হয়ে গেছে’ মেসির।

আরও পড়ুন

এর পর থেকেই মেসির ঘনিষ্ঠ অনেকেই মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করা বিবৃতিতে মেসির বাবা হোর্হে মেসি দাবি করেছেন, কোনো ক্লাবের সঙ্গেই মেসির চুক্তি হয়নি। এবার এই প্রসঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনা ফুটবল দলের এই কোচ মেসির সৌদি আরবে খেলা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। স্কালোনির চিন্তা শুধু জাতীয় দলের মেসিকে নিয়ে।

পিএসজির অনুশীলনেও ফিরেছেন মেসি
ছবি: টুইটার

মেসির সৌদি আরবে খেলার গুঞ্জন নিয়ে কাতারের একটি সংবাদমাধ্যমকে স্কালোনি বলেছেন, ‘ক্লাবের সতীর্থ ও সমর্থক নিয়ে মেসি যেখানেই সুখী থাকে, তাকে সেখানেই যেতে দিন। তার এই বিষয় জাতীয় দলে কোনো প্রভাব ফেলবে না, অন্তত যত দিন পর্যন্ত সে এখানে (জাতীয় দল) সুখী। জাতীয় দলে আমাদের সুখী মেসিকে প্রয়োজন।’

আরও পড়ুন

গত সপ্তাহে পিএসজির অনুমতি ছাড়াই মেসি সপরিবার সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরবের পর্যটনদূত হিসেবে প্রতিশ্রুতি রক্ষার অংশ হিসেবেই সেই সফর ছিল বলে জানিয়েছেন আর্জেন্টাইন তারকা। তবে পিএসজি মেসির সৌদি–সফরকে ভালোভাবে নেয়নি। গত মঙ্গলবার তাঁকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়। মেসির সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তি শেষ হচ্ছে পিএসজির। ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মেসির সঙ্গে পিএসজির পথচলা এই মৌসুমের পরই যে শেষ, সেটা নিশ্চিত।

রয়টার্স জানিয়েছে, সৌদির ফুটবল ক্লাব আল–হিলাল আনুষ্ঠানিকভাবে মেসিকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে। যে কারণে এএফপি কোনো ক্লাবের নাম না জানালেও আল–হিলালকেই সেই ক্লাব হিসেবে ধরে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন