সৌদি আরবে চুক্তি হওয়ার কথা অস্বীকার মেসির ঘনিষ্ঠজনদের

সৌদি আরবে কোনো চুক্তির কথা অস্বীকার করেছেন তাঁর ঘনিষ্ঠজনেরাছবি: এএফপি

বার্তা সংস্থা এএফপির সংবাদ থেকে জানা গেছে, আগামী মৌসুমে সৌদি আরবে খেলার জন্য চুক্তি করে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ফরাসি পত্রিকা লে’কিপও এএফপির সংবাদটি প্রকাশের পর জানিয়েছে, সৌদি আরবের ক্লাবের সঙ্গে মেসি চুক্তির ব্যাপারে মৌখিক ঐকমত্যে পৌঁছেছেন। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের দাবি, মেসির ঘনিষ্ঠজনেরা এ ধরনের কোনো চুক্তি বা মৌখিক চুক্তির কথা অস্বীকার করেছেন।

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আগামী মৌসুমে ‘বিশাল অঙ্কের চুক্তি’তে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন। এই চুক্তির সঙ্গে সম্পৃক্ত এক সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

আগামী মৌসুমে কোথায় খেলবেন, এ মৌসুম শেষেই ঠিক করবেন তা
ফাইল ছবি

এএফপি নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে জানিয়েছে, মেসির সঙ্গে চুক্তি হয়ে গেছে। আর্জেন্টাইন অধিনায়ক আগামী মৌসুমে সৌদি আরবে খেলবেন। সেই সূত্র সৌদি আরবের কোনো ক্লাবের নামই প্রকাশ করেনি। তবে গত মাসেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছিল, সৌদি আরবের ক্লাব আল–হিলাল মেসিকে কিনতে বার্ষিক ৪০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে। সংবাদটি নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছিলেন ফুটবল তারকাদের দলবদলসংক্রান্ত খবরের জন্য বিশেষ নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

আরও পড়ুন
সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তি কি চূড়ান্ত করে ফেলেছেন মেসি
ছবি: সৌদি পর্যটনমন্ত্রীর টুইটার থেকে নেওয়া

এই রোমানোই আজ এএফপির সংবাদ প্রকাশের পর টুইটে দাবি করেছেন, ‘মেসির পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। মৌসুমের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আল–হিলাল গত এপ্রিলেই প্রস্তাব দিয়েছে। বার্সেলোনা মেসিকে দলে নেওয়ার জন্য আর্থিক সংগতি নীতি মেনে উপায় খুঁজছে।’

আরও পড়ুন

ফরাসি পত্রিকা লে’কিপ সৌদি ক্লাবের সঙ্গে চুক্তির ব্যাপারে মেসির মৌখিক সম্মতির কথা জানালেও পরে সংবাদমাধ্যমটি দাবি করেছে, মেসি পিএসজি ছাড়বেন কি না, ছাড়লে কোথায় যাবেন, আদৌ সৌদি আরবে যাবেন কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মৌসুম শেষে। পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। লে’কিপ আরও দাবি করেছে, মেসি এখনো বার্সেলোনায় ফেরার ব্যাপারটি মাথায় রেখেছেন। আর্জেন্টাইন তারকা আশা করছেন, তাঁর পুরোনো ক্লাব তাঁকে ফেরানোর ব্যাপারে আর্থিক সংগতি নীতি মেনে যেকোনো একটা উপায় খুঁজে বের করবে। আরএমসি স্পোর্টসের সাংবাদিক ফ্যাব্রিস হকিন্স জানিয়েছেন, মেসি নাকি বেতন কমিয়ে হলেও বার্সেলোনায় ফিরতে চান।

আরও পড়ুন
ইউরোপেই থেকে যেতে চান মেসি, জানাচ্ছে সূত্রগুলো
ছবি : রয়টার্স

স্পোর্ত লিখেছে, যে ব্যাপারটি নিয়ে কোনো সন্দেহ নেই, সেটি হচ্ছে, মেসিকে সৌদি আরবে খেলানোর ব্যাপারে আগ্রহ ও অর্থনৈতিক চাপ দুটিই আছে। এর ফলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর মাঠের পুরোনো লড়াই পুনরুজ্জীবিত হবে। মেসিকে বার্ষিক ৪০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে সৌদি আরব থেকে। তবে তিনি কয়েকটি বিকল্প হাতে রাখছেন। নিজের ভবিষ্যৎ কোথায় হবে, সেটি নিয়ে ভাবছেন। তাঁর প্রথম লক্ষ্য, সৌদি আরবের এত বড় অঙ্কের প্রস্তাব সত্ত্বেও ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে (ইউরোপীয় লিগ) খেলাটা চালিয়ে যাওয়া।