‘ট্রফির সংখ্যা দিয়ে কোচদের বিচার করবেন না’

চেলসি কোচ মরিসিও পচেত্তিনোএএফপি

প্রিমিয়ার লিগে চেলসি কোচ মরিসিও পচেত্তিনোর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রুখে দিলেও, প্রিমিয়ার লিগে বেশ নিচে নেমে গেছে তাঁর দল চেলসি। ২৫ ম্যাচ শেষে চেলসির অবস্থান পয়েন্ট তালিকার ১০ নম্বরে। দলের সমর্থকেরাও পচেত্তিনোর কাজ নিয়ে খুশি নন। এমন পরিস্থিতিতে সমর্থকদের সান্ত্বনা দেওয়ার সুযোগ এসেছে পচেত্তিনোর সামনে।

আগামীকাল রাত ৯টায় ওয়েম্বলিতে লিগ কাপের ফাইনালে চেলসি মুখোমুখি হবে লিভারপুলের। এই ম্যাচ জিতলে ইংলিশ ফুটবলে প্রথম শিরোপার স্বাদ পাবেন পচেত্তিনো, যা দিয়ে দুঃসময়কে কিছুটা হলেও ভোলার সুযোগ পাবে দলটি। পচেত্তিনোরও আশা, নতুন মালিক টড বোয়েলিকে প্রথম শিরোপার স্বাদ দিতে পারবেন তিনি। যদিও পরোক্ষভাবে শিরোপা দিয়ে তাঁকে বিচার না করার কথাও বলেছেন সাবেক এই টটেনহাম কোচ।

আরও পড়ুন

এর আগে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আরেক ইংলিশ ক্লাব টটেনহামের কোচ ছিলেন পচেত্তিনো। সে সময় একবার করে লিগ কাপ এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেললেও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি তাঁর। ২০১৪-১৫ মৌসুমে লিগ কাপের ফাইনালে চেলসির কাছে ২-০ গোলে হেরেছিল তাঁর দল টটেনহাম।

সেই একই দল নিয়ে ২০১৮-১৯ মৌসুমে লিভারপুলের কাছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেরেছিলেন পচেত্তিনো। এবার আবার ক্লপের লিভারপুলকে সামনে পেয়েছেন পচেত্তিনো। ম্যাচটা তাই আর্জেন্টাইন কোচের জন্য প্রতিশোধেরও। তবে ম্যাচের আগে প্রতিপক্ষ কোচের বেশ প্রশংসা করলেন পচেত্তিনো, ‘লিভারপুলে আসার আগে থেকেই ক্লপ অনেক ভালো কোচ ছিলেন। তিন-চার বছর সে কিছুই জিততে পারেনি। কিন্তু এখন তার কাছে চ্যাম্পিয়নস লিগ এবং প্রিমিয়ার লিগ দুটোই আছে।’

কোচদের তিনি শিরোপা দিয়ে বিচার করেন না বলেও জানিয়েছেন পচেত্তিনো, ‘আমি কোচ বা কোচিং স্টাফদের ট্রফি জেতা দিয়ে বিচার করি না। এটা মূলত লড়াই করে যাওয়ার এবং জয়ের মধ্যে থাকার ব্যাপার। কিন্তু অনেকগুলো বিষয় আছে, যা প্রভাবিত করে। যদি আপনার ভালো খেলোয়াড় থাকে, তবে আপনার জয়ের নিকটবর্তী থাকা উচিত। হয়তো সবাই বলবে আপনি বিশ্বের সেরা কোচ, কিন্তু সবাই জানে যে ব্যাপারটা তেমন নয়।’

আরও পড়ুন

পচেত্তিনো এরপর যোগ করেন, ‘বিষয় হচ্ছে সঠিক সময়ে সঠিক ক্লাবে থাকা, যারা আপনাকে যাবতীয় সমর্থন দিয়ে আপনার ওপর বিশ্বাস রাখবে। কিছু সমর্থক বলতে পারে, আপনি ভালো নন। কারণ, আপনি কিছু জিততে পারেননি। তবে আমার মতে, এটা কোচিং স্টাফকে যাচাই করার সঠিক উপায় নয়।’

ফাইনালে লিভারপুলের সঙ্গে লড়াইটা মোটেই সহজ হবে না চেলসির। এরপরও আর্জেন্টাইন এ কোচ জয়ের ব্যাপারে প্রত্যয়ী, ‘আমরা জিততে চাই, কারণ আমরা লড়াকু। আমরা সে মানুষগুলোর জন্য জিততে চাই, যারা আমাদের ওপর বিশ্বাস করে। যেমন ক্লাবের মালিক, ক্রীড়া পরিচালক এবং সমর্থকেরা।’