চেলসির জয়ে পচেত্তিনোর স্বস্তি, ক্ষমা চাইলেন সিলভার স্ত্রী

চেলসির হয়ে বিরতির পর গোল করেছেন এনজো ফার্নান্দেজ। বেন চিলওয়ালকে নিয়ে গোল উদ্‌যাপন আর্জেন্টাইন তারকারএএফপি

অ্যাস্টন ভিলার মাঠে গতকাল রাতে এফএ কাপ চতুর্থ রাউন্ডের ‘রিপ্লে’ ম্যাচে চেলসি মাঠে নামার আগেই ক্ষমা চেয়েছেন ইসাবেল সিলভা। তিনি বেলে সিলভা নামেও পরিচিত। চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভার স্ত্রী, সেটাও তাঁর আরেক পরিচয়। রোববার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের কাছে চেলসির ৪-২ গোলে হারের পর স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির কোচের পদত্যাগ চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিলেন বেলে সিলভা।

আরও পড়ুন

গত ২৬ জানুয়ারি এফএ কাপে চতুর্থ রাউন্ডে চেলসি–ভিলা ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। এরপর গতকাল রাতে রিপ্লে ম্যাচে ভিলার মাঠে ৩-১ গোলের জয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে চেলসি। এই জয়ে কাঁধের ওপর চেপে বসা চাপটাও কমালেন দলটির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। ভিলার মুখোমুখি হওয়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ তিন ম্যাচে জয়বঞ্চিত ছিল চেলসি। এর মধ্যে প্রিমিয়ার লিগে সর্বশেষ দুই ম্যাচেই হার। পচেত্তিনোর চাকরি নিয়ে টানাটানির ফিসফাসও শুরু হয়েছিল। আর্জেন্টাইন এই কোচ নিজেই জানিয়েছিলেন, চেলসিতে চাকরি টিকিয়ে রাখার ভাবনায় তিনি মাথার চুল ফেলবেন না। চেলসির মালিক নাকি ফোনে তাঁকে সমর্থন দিয়েছেন বলেও জানিয়েছিলেন পচেত্তিনো।

চেলসি কোচ মরিসিও পচেত্তিনো
এএফপি

ভিলার বিপক্ষে জয়ে পচেত্তিনোর ওপর থেকে চাপটা কিছুটা হলেও কমল। আর খেলোয়াড়দের পারফরম্যান্সেও খুশি চেলসির কোচ। ম্যাচ শেষে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, গত বছর জুলাইয়ে চেলসির দায়িত্ব নেওয়ার পর এটাই দলের সেরা পারফরম্যান্স কি না? পচেত্তিনোর উত্তর, ‘আমি সেটাই মনে করি।’ পচেত্তিনো আরও যোগ করেন, ‘পারফরম্যান্সে আমি খুব খুশি। নিখাদ এবং ধারাবাহিকভাবে (ম্যাচে) ভালো খেলেছি। একটা তরুণ দলের জন্য এভাবে ভারসাম্য রেখে খেলাটা কঠিন।’

আরও পড়ুন

ভিলার বিপক্ষে প্রথমার্ধে চেলসিকে গোল এনে দেন কনোর গ্যালাঘার ও নিকোলাস জ্যাকসন। বিরতির পর গোল করেন চেলসির আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ।

উলভহ্যাম্পারটনের বিপক্ষে চেলসির হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে পরোক্ষভাবে কোচের পদ থেকে পচেত্তিনোর ছাঁটাই চেয়েছিলেন সিলভার স্ত্রী বেলে, ‘পরিবর্তনের সময় এসেছে। আপনারা যদি আরও অপেক্ষা করেন, তাহলে অনেক দেরি হয়ে যাবে।’ কিন্তু গতকাল রাতে চেলসি মাঠে নামার আগে ক্ষমা চেয়ে নিজের সুর পাল্টান বেলে, ‘চেলসির সমর্থক হিসেবে নিজের ব্যক্তিগত আবেগ এতটা প্রভাব ফেলায় দুঃখিত। আমি দলকে ভালোবাসি। দলের জয় চাই, হারলে কষ্ট লাগে। আমরা সবাই একটি জয়ী দল চাই। জেগে ওঠো চেলসি!’

ভিলার বিপক্ষে ব্রাজিলিয়ান সেন্টারব্যাক সিলভাকে ম্যাচের শুরু থেকে খেলাননি পচেত্তিনো। তাঁকে বেঞ্চে বসিয়ে রেখে ৮১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামান। পচেত্তিনো জানিয়েছেন, গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে সিলভা নিজের স্ত্রীর পোস্ট নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন, ‘আমরা যেভাবে কথা বলেছি সেসব নিয়ে মুখ খুলব না। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে এসে আমার সঙ্গে কথা বলেছে। আর সে আমাকে ১০ বছরের বেশি সময় ধরে চেনে, জানে আমি কেমন। আমাদের কথাবার্তাগুলো একদমই ব্যক্তিগত, তাই এগুলো ব্যক্তিগত রাখাই ভালো।’

এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠলেও প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই চেলসি। ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১১তম। যদিও চেলসির কোচ হিসেবে পচেত্তিনোর সামনে শিরোপা জয়ের সুযোগ আছে। ২৫ ফেব্রুয়ারি লিগ কাপ (কারাবাও কাপ নামে পরিচিত) ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে তাঁর দল।

আরও পড়ুন