পচেত্তিনোকে কি ছাঁটাই করতে বললেন থিয়াগো সিলভার স্ত্রী

থিয়াগো সিলভা ও তাঁর স্ত্রী ইসাবেলেছবি: ইনস্টাগ্রাম

একের পর কোচ বদলেছে, বস্তায় বস্তায় টাকা খরচ হয়েছে, কিন্তু দুই মৌসুম ধরে চেলসির অবস্থার কোনো পরিবর্তনই হলো না। টমাস টুখেল ও গ্রাহাম পটারের পর এখন মরিসিও পচেত্তিনোর অধীনও ব্যর্থতায় হাবুডুবু খাচ্ছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি। গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে উলভসের বিপক্ষে তারা হেরেছে ৪-২ গোলে। এ হারের পর পয়েন্ট তালিকায় ২৩ ম্যাচ শেষে চেলসির অবস্থান ১১ নম্বরে।

ব্যর্থতার দায়ে এখন স্বাভাবিকভাবেই চেলসি কোচ পচেত্তিনোর ছাঁটাইয়ের জোর গুঞ্জনও শোনা যাচ্ছে। এমনকি পচেত্তিনোকে ছাঁটাইয়ের পরোক্ষ দাবি উঠেছে চেলসির খেলোয়াড়ের পরিবার থেকেও। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সরাসরি না বললেও ইঙ্গিতের মাধ্যমে এমন দাবিই করেছেন চেলসি সেন্টারব্যাক থিয়াগো সিলভার স্ত্রী ইসাবেলে সিলভা।

আরও পড়ুন

ঘরের মাঠে গতকাল শুরুতে এগিয়ে গিয়েও প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে পড়ে চেলসি। হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে দায় নিজের কাঁধে নেন পচেত্তিনো। পাশাপাশি চেলসির শোচনীয় অবস্থার পর তাঁর চাকরি যে এখন নিরাপদ নয়, সেটাও পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন এ আর্জেন্টাইন কোচ, ‘এই পরিস্থিতির জন্য সবার আগে আমিই দায়ী। আজ যা দেখিয়েছি, তা হলো আমরা যথেষ্ট ভালো না। আমরা পরিস্থিতি ঠিকঠাক সামলাতে পারিনি এবং অবশ্যই কেউ নিরাপদ নই।’

হতাশ চেলসি কোচ মরিসিও পচেত্তিনো
এএফপি

এই ম্যাচে চেলসির হয়ে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা। ৮৬ মিনিটে তিনি দলের হয়ে ১ গোল শোধ করলেও তা শুধুই ব্যবধান কমিয়েছে। তবে ম্যাচ শেষে সিলভার স্ত্রী বেলে ইঙ্গিতের মাধ্যমে হারের দায় চাপিয়েছেন কোচের ওপরই। সরাসরি পচেত্তিনোর নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ইসাবেলে লিখেছেন, ‘পরিবর্তনের সময় এসেছে। আপনারা যদি আরও অপেক্ষা করেন, তবে অনেক দেরি হয়ে যাবে।’

ইসাবেলে এ কথায় সায় দিয়েছেন অনেকেই। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘মনের কথাটা সব সময় সরাসরি বলার জন্য ধন্যবাদ।’ অন্য একজন লিখেছেন, ‘এখনই পচেত্তিনোকে ছাঁটাই করা হোক।’ সমর্থনের সঙ্গে অবশ্য কিছু সমালোচনাও জুটেছে বেলের এই পোস্টে। কেউ কেউ রক্ষণে সিলভার যথেষ্ট ভালো না খেলাও চেলসির হারের কারণ বলে মন্তব্য করেছেন। আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘আমি বলব, তুমিই চেলসি কোচের দায়িত্ব নিয়ে নাও।’

আরও পড়ুন

এর আগেও বিভিন্ন সময় সিলভার ক্লাব সতীর্থদের নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন ইসাবেলে। গত বছরের জানুয়ারিতে ফুলহামের বিপক্ষে চেলসির হারের পর দলের খেলোয়াড়দের সমালোচনা করেছিলেন তিনি, ‘আমাদের রক্ষণে যে আছে, তার সঙ্গে আক্রমণভাগ ও মাঝমাঠেও যদি একজন করে সিলভা থাকত!’

তবে বেলের মন্তব্য ছাড়াও চেলসির কোচ বদলে জোর আলাপ শুরু হয়েছে। ইউরোপে সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, চেলসি নাকি পচেত্তিনোর বিকল্প হিসেবে বায়ার লেভারকুসেন থেকে জাবি আলোনসোকে নিয়ে আসতে চায়।

সাম্প্রতিক সময়ে লেভারকুসেনকে দারুণ ফল এনে দেওয়া আলোনসোকে পেতে এরই মধ্যে ইউরোপিয়ান পরাশক্তিগুলোর মরিয়া হয়ে মাঠে নামার কথাও শোনা গেছে। প্রিমিয়ার লিগে মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়বেন ইয়ুর্গেন ক্লপ। তাঁর বিকল্প হিসেবেই ক্লাবের সাবেক ফুটবলার আলোনসোকে নাকি পেতে চায় লিভারপুল। এ ছাড়া বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার রাডারেও আছেন এই স্প্যানিশ কোচ। আলোনসো অবশ্য সব ভুলে আপাতত লেভারকুসেনকে শিরোপা জেতানোর দিকেই মনোযোগ রাখতে চান।