কী লেখা আছে লিওনেল মেসি–আনহেল দি মারিয়াদের ভাগ্যে? নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা সোনালি ট্রফির আলোকছটায় রাঙানোর স্বপ্ন নিয়ে কাতারে পা রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। কিন্তু তাঁর সেই স্বপ্নযাত্রা শুরুতেই বড় এক ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে সৌদি আরবের কাছে নিজেদের প্রথম ম্যাচটা হেরে যাওয়ায়। সেই হারের পর থেকেই ফুটবল বিশ্বে একটা প্রশ্ন ঘুরছে—গ্রুপপর্বের বৈতরণি পেরোতে পারবে আর্জেন্টিনা?

সৌদি আরবের বিপক্ষে সেই অঘটনের পর কেমন ছিল আর্জেন্টিনার ড্রেসিংরুমের অবস্থা? এখন কী–ই বা ভাবছেন মেসি–লাওতারো মার্তিনেজরা? তাঁদের মনে কি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা চেপে বসেছে?

আরও পড়ুন

মেক্সিকো–পোল্যান্ড ড্রয়ে আর্জেন্টিনার বিপদ কি বাড়ল

সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর হতাশ আর্জেন্টিনার থেলোয়াড়েরা
ছবি: রয়টার্স

আগামীকাল মেক্সিকোর বিপক্ষে বাংলাদেশ সময় রাত একটায় নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এর আগে আজকের সংবাদ সম্মেলনে দলটির ফরোয়ার্ড লাওতারো যা বললেন, তার মর্মার্থ দাঁড়ায় একটাই—এমন কিছু মনেও আনছেন না তাঁরা।  

সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেছেন, ‘এসব (বাদ পড়া) নিয়ে আমাদের কোনো কথাই হয়নি। কোনো চাপ নেই আমাদের। কারণ, নিজেদের কাজের প্রতি আস্থা আমাদের আছে। আস্থা আছে কোচিং স্টাফের ওপরও। আমরা শান্তই আছি।’

আরও পড়ুন

পোল্যান্ড–সৌদি আরবের ম্যাচের ফলাফল কী হলে সুবিধা আর্জেন্টিনার

সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর মেসির হতাশা
ছবি: রয়টার্স

তবে শিরোপা জিততে এসে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে বিশ্বকাপ শুরুর ধাক্কা ঠিকই লেগেছিল আর্জেন্টিনার ড্রেসিংরুমে। ম্যাচ শেষে ড্রেসিংরুমের অবস্থা কী হয়েছিল, সেটা মার্তিনেজ জানালেন আজকের সংবাদ সম্মেলনে, ‘এটা বড় এক ধাক্কাই ছিল। অনেক দিন পর এমন একটি পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে আমাদের।’

তবে এ ধাক্কা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথাই ভাবছেন মার্তিনেজ। আত্মবিশ্বাস নিয়েই এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা শক্তিশালী এবং ঐক্যবদ্ধ এক দল। এই দলের সবাই জানে, তারা কী করতে চায়। আমরা এরই মধ্যে অনেক কিছু কাটিয়ে উঠেছি। আমাদের শুধু শান্ত থাকতে হবে। আমরা শুধু জয়ের স্বপ্নই দেখছি।’