রিয়ালের মার্সেলো এখন অলিম্পিয়াকোসের

রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের পর মার্সেলোছবি: রয়টার্স

১৫ বছরের সম্পর্কে ছেদ এঁকে রিয়াল মাদ্রিদকে চোখের জলে বিদায় বলেছিলেন মার্সেলো। নিজে যেমন কেঁদেছিলেন, তেমনি কাঁদিয়েছিলেন রিয়ালের সমর্থকদের। মার্সেলো রিয়ালে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে চেয়েছিলেন। অবসর নিতে চেয়েছিলেন এ ক্লাব থেকেই। কিন্তু ক্লাব চুক্তি নবায়নে আগ্রহ না দেখানোয় সেটি আর করতে পারেননি। তবে এত দ্রুত ব্রাজিলে ফেরার ইচ্ছা ছিল না তাঁর। তাই তো রিয়াল অধ্যায় শেষ করে নতুন ক্লাব খুঁজছিলেন। নতুন ক্লাব পেয়েও গেলেন। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস দলে টেনেছে ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার মার্সেলোকে।

আরও পড়ুন

৩৪ বছর বয়সী এই লেফট ব্যাককে দলে টানার কথা শনিবার নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে অলিম্পিয়াকোস। মার্সেলোকে কিংবদন্তি আখ্যা দিয়ে টুইট করেছে দলটি, ‘ফুটবলের সত্যিকারের একজন কিংবদন্তি অলিম্পিয়াকোসে যোগ দিয়েছেন। অলিম্পিয়াকোসে স্বাগত।’

অলিম্পিয়াকোসের বিবৃতিতে চুক্তির বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সংবাদমাধ্যমের খবর, অলিম্পিয়াকোসের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন মার্সেলো। পরে আরেক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে, যদিও সেটা নির্ভর করবে মার্সেলোর ইচ্ছার ওপর।
গ্রিক সুপার লিগের নতুন আসরে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে অলিম্পিয়াকোস। চুক্তি সম্পন্ন হলেও এখনই মার্সেলোকে মাঠে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। ৮ সেপ্টেম্বর ইউরোপা লিগে নঁতের বিপক্ষে ম্যাচ দিয়ে অলিম্পিয়াকোস যাত্রা শুরু হওয়ার কথা ব্রাজিলিয়ান লেফট ব্যাকের।

আরও পড়ুন

২০০৭ সালে ফ্লুমিনেন্স থেকে রিয়ালে যোগ দেওয়া এই ডিফেন্ডার মাদ্রিদের ক্লাবটির হয়ে সর্বোচ্চ ২৫টি শিরোপা জিতেছেন। গত ২৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালই ছিল রিয়ালের হয়ে তাঁর শেষ ম্যাচ। গত মৌসুমেই নিজের ষষ্ঠ লা লিগা ও পঞ্চম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পান মার্সেলো। রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪৬ ম্যাচ খেলেছেন মার্সেলো।